NIELIT Recruitment 2023: কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে হেল্পার সহ বিভিন্ন গ্রুপ-C কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

NIELIT Recruitment 2023: National Institute of Electronics and Information Technology (NIELIT) এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ৮০ টি শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখ নেব কোন যোগ্যতায়, কিভাবে, কোন কোন বিভাগে চাকরিপ্রার্থীরা  আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

নিয়োগকারী সংস্থা National Institute of Electronics and Information Technology (NIELIT)
Advertisement no. NIELIT/NDL/STQC/2023/2)
অফিসিয়াল ওয়েবসাইট https://nielit.gov.in/
মোট শূন্যপদ  ৮০ টি।
আবেদন শুরু  ০২.১০.২০২৩
আবেদন শেষ ৩১.১০.২০২৩

পদের নাম

Helper ‘B’

মোট শূন্যপদ : ২৪ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে, ৩১.১০.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। তবে SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩২ বছর ও OBC (NCL) শ্রেণীর প্রার্থীরা ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের লেভেল- ১ অনুসারে, মাসে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন কাঠামো থাকবে।

চাকরির খবর : WBPSC এর মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে প্রচুর নিয়োগ, আবেদন শুরু ৫-ই অক্টোবর থেকে।

পদের নাম

Tradesman ‘B’

মোট শূন্যপদ : ২৬ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন। সেইসাথে Electrical / Electronics -এ ২ বছরের ITI কোর্স সম্পন্ন করে থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে, ৩১.১০.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। তবে SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩২ বছর ও OBC (NCL) শ্রেণীর প্রার্থীরা ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের লেভেল- ২ অনুসারে, মাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন কাঠামো থাকবে।

**এছাড়াও Draftsman ‘C’, Lab Assistant ‘A’ ও Lab Assistant ‘B’ পদে শূন্যপদ রয়েছে। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি পড়ুন ।

আরেকটি চাকরির খবর : কেন্দ্রীয় ইনস্টিটিউটে একাধিক গ্রুপ-C কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক যোগ্যতায় আবেদন চলছে।

প্রার্থী বাছাই পদ্ধতি

মূলত তিনটি ধাপে আবেদনকারী প্রার্থীদের নিযুক্ত করা হবে। সেগুলি হল-

  • MCQ টাইপ লিখিত পরীক্ষা (CBT)
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • স্কিল টেস্ট (যে পদে প্রয়োজন)

লিখিত পরীক্ষার ধরণ

  • Helper ‘B’ পদের পরীক্ষার ধরণ-

NIELIT Recruitment exam pattern

  • Draftsman ‘C’Tradesman ‘B’ পদের পরীক্ষার ধরণ-

NIELIT Recruitment exam pattern

লিখিত পরীক্ষার স্থান

দেশের মোট ১১ টি স্থানে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে, পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য ‘কলকাতায়’ পরীক্ষার বন্দোবস্ত থাকবে।

চাকরির খবর : এইমস এ মাধ্যমিক পাশে ২৩৩ টি শূন্যপদে MTS সহ অন্যান্য গ্রুপ C কর্মী নিয়োগ।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের জন্য ০২.১০.২০২৩ থেকে অনলাইন আবেদন লিংক চালু করা হয়েছে, যা আগামী ৩১.১০.২০২৩ পর্যন্ত চালু থাকবে। ইচ্ছুক প্রার্থীরা সংস্থার অফিসিয়াল আবেদনের ওয়েবসাইট https://recruit-delhi.nielit.gov.in -এ গিয়ে সক্রিয় ইমেল আইডি ও মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর, অনলাইন ফর্ম ফিলাপের মধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন শেষে ফি জমা দিয়ে আবেদনপত্রটি একটি প্রিন্ট বের করে নিজের কাছে রেখে দেবেন।

আবেদন ফি

প্রার্থীদের ২০০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে, তবে SC/ST/Women candidates/PWD শ্রেণীভুক্ত প্রার্থীদের কোনোরকম ফি জমা করতে হবেনা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অনলাইন আবেদন :  Apply Now
আমাদের দ্বারা Apply করুন : WhatsApp Us

চাকরির খবর : এয়ার ইন্ডিয়াতে ৩২৩ টি শূন্যপদে মাধ্যমিক যোগ্যতায় চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ।

আরেকটি চাকরির খবর : ৪১২ টি শূন্যপদে কলকাতা পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি, আগামী ০৯ অক্টোবর পর্যন্ত চলবে আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now