উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ডেটা এন্ট্রি অপারেটর ও গ্রুপ C কর্মী নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে মিলবে চাকরি। -WB DEO Recruitment

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

WB DEO Recruitment: উত্তরবঙ্গ মেডিকেল কলেজের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এতে দুটি অস্থায়ী পদে নিয়োগের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার যোগ্য চাকরিপ্রার্থীরাই পদগুলিতে আবেদনযোগ্য। ইচ্ছুক প্রার্থীরা প্রথমে এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন, তারপর আগামী ২৯.০৮.২০২৩ এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

নিয়োগকারী সংস্থা North Bengal Medical College
Advertisement no. PCM/2023-24/415
অফিসিয়াল ওয়েবসাইট http://nbmch.ac.in/
মোট শূন্যপদ  ২ টি।
আবেদন শুরু ১০.০৮.২০২৩
আবেদন শেষ ২৯.০৮.২০২৩

পদের নাম

Data Entry Operator (DEO)

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কোনো ইনস্টিটিউট থেকে স্নাতক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। সেইসাথে উক্ত কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য হিসেবে গণ্য হবেন।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর হলে আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীকে মাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবর : পশ্চিমবঙ্গের ২১ টি জেলার শিশু সুরক্ষা বিভাগে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, সকলেই করতে পারবেন আবেদন।

পদের নাম

Laboratory Technician

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কোনো ইনস্টিটিউট থেকে DMLT কোর্স করা থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর হলে আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীকে মাসে ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

উপরিউক্ত শূন্যপদগুলিতে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এজন্য প্রার্থীদের যথাসময়ে ই-মেল অথবা ফোন কল করে জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

উপরের দুইটি শূন্যপদে আবেদন করতে প্রার্থীদের অফলাইন/অনলাইন আবেদন পদ্ধতি অবলম্বন করতে হবে। এর জন্য-

  1. চাকরিপ্রার্থীদের প্রথমে নীচে বিজ্ঞপ্তির সাথে থাকা আবেদন ফর্মটি ফিলাপ করতে হবে। তারপর,
  2. যাবতীয় ডকুমেন্টস সেল্ফ এটেস্টেড করে স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে নীচের ঠিকানায় অথবা স্ক্যান করে ই-মেল ID -তে পাঠাতে হবে।
  3. চিঠিটি পাঠানোর সময় খামের ওপরে Memo no. “PCM/2023-24/415” এবং বিজ্ঞপ্তিতে থাকা পোষ্টের নামসিরিয়াল নম্বর লিখতে হবে।

**মনে রাখবেন, ২৯.০৮.২০২৩ এর মধ্যে চিঠিটি নিম্নোক্ত ঠিকানায় পৌঁছতে হবে। 

যেসব ডকুমেন্টস পাঠাতে হবে

উল্লেখ্য পদগুলিতে আবেদন করতে প্রার্থীদের নীচের দেওয়া ডকুমেন্টস এর জেরক্স কপি বা স্ক্যান কপি পাঠাতে হবে।

  1. আধার কার্ড/ভোটার কার্ড
  2. মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশন -এর মার্কশীট ও সার্টিফিকেট
  3. Experience এর প্রমাণপত্র
  4. অন্যান্য শিক্ষার প্রমাণপত্র (যদি থাকে)

আরেকটি চাকরি : ভারত সরকারের খনি মন্ত্রণালয়ে গ্রুপ C পদে চাকরি, সকল যোগ্য প্রার্থীদের জন্য বিরাট সুযোগ!

আবেদনের ঠিকানা

অনলাইন : [email protected]

অফলাইন :

Nodal Officer, Sentinel Surveillance Site, NOHP PCZ, Department of Microbiology,

North Bengal Medical College & Hospital,

P.O- Sushrutanagar, Dist :- Darjeeling, PIN-734012

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন ফর্ম :  Click Here

শিক্ষার খবর : চিরাচরিত নিয়ম সম্পূর্ণ পাল্টে গেল, এবার থেকে নতুন পদ্ধতিতে উচ্চমাধ্যমিক! 

মক টেস্ট : বলতে পারবেন, কে দিল্লীতে জামা মসজিদ তৈরি করেছিলেন?

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment