জানেন কি, সতীদাহ প্রথা যখন নিষিদ্ধ ঘোষণা হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? -General Knowledge MCQ

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : ভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের জন্য, General Knowledge একটি গুরুত্বপূর্ণ বিষয় যার ঠিকঠাক প্রশিক্ষণ অত্যন্ত জরুরী। এটি বিশ্ব, জাতি এবং বর্তমান ঘটনা সম্পর্কে সামগ্রিক সচেতনতা বাড়ায়, যা পরীক্ষার্থীদের SSC MTS, Group D, State Police এবং আরও অনেক কিছুর মতো পরীক্ষায় পারদর্শী হতে সক্ষম করে। General Knowledge এই পরীক্ষাগুলির একটি মূল উপাদান, যা একজন প্রার্থীর বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং আপ-টু-ডেট বোঝার ক্ষমতা প্রদর্শন করে। আজকের প্রতিবেদনে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করে ১০ টি General Knowledge Questions & Answers নিয়ে এলাম সকল পরীক্ষার্থীদের জন্য।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) পারনিসিয়াম এনিমিয়া ঘটে নিম্নের কোনটির কারণে?

ক. ভিটামিন B12

খ. ভিটামিন C

গ. ভিটামিন D

ঘ. ভিটামিন E

View Answer

উঃ ভিটামিন B12

২) মাজুলি দ্বীপটি কোন নদীর উপর অবস্থিত?

ক. গঙ্গা।

খ. ব্রহ্মপুত্র।

গ. কাবেরী।

ঘ. গোদাবরী।

View Answer

উঃ ব্রহ্মপুত্র।

৩) মহারাষ্ট্রের কালো মৃত্তিকা কী নামে পরিচিত?

ক. রেগোলিথ।

খ. ভাবর।

গ. খাদার।

ঘ. রেগুর।

View Answer

উঃ রেগুর।

৪) নিম্নের কোনটি মনুষ্য সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ?

ক. পুলিকট হ্রদ।

খ. কালিকট হ্রদ।

গ. চিলকা হ্রদ।

ঘ.

View Answer

উঃ

৫) 1193 সালে দিল্লি জয়ের স্মারক হিসেবে কোন সুলতান কোয়াত-উল-ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন?

ক. কুতুবউদ্দিন আইবক।

খ. মহম্মদ ঘোরী।

গ. ইলতুতমিস।

ঘ.

View Answer

উঃ কুতুবউদ্দিন আইবক

চাকরির খবর : ভারত সরকারের খনি মন্ত্রণালয়ে গ্রুপ C পদে চাকরি, সকল যোগ্য প্রার্থীদের জন্য বিরাট সুযোগ!

৬) সতীদাহ প্রথা যখন নিষিদ্ধ ঘোষণা হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

ক. লর্ড কর্ণওয়ালিস।

খ. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

গ. লর্ড ওয়েলেসলি।

ঘ.

View Answer

উঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

৭) নিম্নের কোন ভিটামিন ফল এবং শাকসবজিতে পাওয়া যায় না?

ক. ভিটামিন A

খ. ভিটামিন B1

গ. ভিটামিন B6

ঘ. ভিটামিন B12

View Answer

উঃ ভিটামিন B12

৮) নিম্নের কোন সংগঠন লন্ডনে অনুষ্ঠিত প্রথম গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি?

ক. জাতীয় কংগ্রেস।

খ. গদর পার্টি।

গ. মুসলিম লীগ।

ঘ.

View Answer

উঃ জাতীয় কংগ্রেস

৯) নিম্নের কোন জেলায় ল্যাটেরাইট প্রকৃতির মৃত্তিকা পাওয়া যায়?

ক. জলপাইগুড়ি।

খ. মালদা।

গ. বীরভূম।

ঘ. দক্ষিণ 24 পরগনা।

View Answer

উঃ বীরভূম

১০) ভারতীয় সংবিধানের ক্ষমতার উৎস হল-

ক. প্রধানমন্ত্রী।

খ. দেশের জনগণ।

গ. রাষ্ট্রপতি।

ঘ. সুপ্রিম কোর্ট।

View Answer

উঃ দেশের জনগণ

স্কলারশিপ : প্রধানমন্ত্রীর এই স্কলারশিপে আবেদন করে পাওয়া যাবে ১ লক্ষ ২৫ হাজার টাকা, শেষ তারিখ বাড়ানো হল।

আরেকটি মক টেস্ট : কত সালে মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন? বিগত বছরের প্রশ্নগুলি দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment