বলুন তো হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? জেনে নিন এরকমই ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। General Knowledge MCQ

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : ভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের তাদের সামগ্রিক সচেতনতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে General Knowledge Questions & Answers পড়া এবং অনুশীলন করা উচিত। General Knowledge বর্তমান বিষয়, ঐতিহাসিক ঘটনা এবং সামাজিক সমস্যাগুলির উপর একটি বিস্তারিত দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এবং ইন্টারভিউতে সফল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়াও এটি একটি সুগঠিত ব্যক্তিত্ব গড়ে তোলে, আত্মবিশ্বাস বাড়ায় এবং একটি বৈচিত্র্যময় ও গতিশীল পরীক্ষার পরিবেশে প্রতিযোগিতামূলক অগ্রগতি নিশ্চিত করে। আমরা মূলতঃ আসন্ন WBPSC, WBP, Rail, SSC এর মতন পরীক্ষা গুলোতে আসা প্রশ্নগুলি নিয়েই আলোচনা করব।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠা হয়-

ক. দিল্লি থেকে আগ্রা।

খ. কোলকাতা থেকে হুগলি।

গ. মুম্বাই থেকে থানে।

ঘ. মুম্বাই থেকে পুনে।

View Answer

উঃ মুম্বাই থেকে থানে।

২) ইলেক্ট্রন আবিষ্কার করেন কে?

ক. জেমস ওয়াট।

খ. ওয়াটসন।

গ. জোসেফ জন থমসন।

ঘ. স্কোনবীনি।

View Answer

উঃ জোসেফ জন থমসন।

৩) আনন্দমঠ কবে প্রথম প্রকাশিত হয়?

ক. ১৮৮২ সালে।

খ. ১৮৮৬ সালে।

গ. ১৮৮৮ সালে।

ঘ. ১৮৮৪ সালে।

View Answer

উঃ ১৮৮২ সালে।

৪) ক্যালকুলাস কে আবিষ্কার করেন?

ক. কোলার।

খ. নিউটন।

গ. গ্যালিলিও।

ঘ.

View Answer

উঃ নিউটন

৫) হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত?

ক. মুসি নদীর তীরে।

খ. গঙ্গা নদীর তীরে।

গ. যমুনা নদীর তীরে।

ঘ.

View Answer

উঃ মুসি নদীর তীরে

আরেকটি চাকরি : পশ্চিমবঙ্গ পুলিশে একাধিক শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, এক্ষুনি করে ফেলুন আবেদন।

৬) কম্পিউটারের জনক বলা হয় কাকে?

ক. স্টিভ জব।

খ. স্টিফেন হকিং।

গ. জন লগি বেয়ার্ড।

ঘ.

View Answer

উঃ চার্লস ব্যাবেজ

৭) গ্যানিমিড কোন গ্রহের উপগ্রহ?

ক. শুক্র।

খ. বৃহস্পতি।

গ. মঙ্গল।

ঘ. শনি।

View Answer

উঃ বৃহস্পতি

৮) দাবা খেলার জন্ম হয় কোন দেশে?

ক. ব্রিটেনে।

খ. আমেরিকায়।

গ. ভারতে।

ঘ.

View Answer

উঃ ভারতে

৯) ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হল?

ক. এর্নাকুলাম।

খ. মৌসিনরাম।

গ. মাদুরাই।

ঘ.

View Answer

উঃ মৌসিনরাম

১০) হিমোগ্লোবিনের কাজ হল –

ক. অক্সিজেন পরিবহন করা।

খ. ব্যাকটেরিয়া ধ্বংস করা।

গ. রক্তাল্পতা রোধ করা।

ঘ. রক্ত পরিশুদ্ধ করা।

View Answer

উঃ অক্সিজেন পরিবহন করা

আরেকটি চাকরি : রাজ্যে ১৫৮২ টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ, অষ্টম ও দশম পাশে আবেদন করুন।

আরেকটি মক টেস্ট : গুরুত্বপূর্ণ ১০ টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর, জেল পুলিশ ও ফুড SI পরীক্ষার প্রস্তুতি। 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment