রাজ্যে ১৫৮২ টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ, অষ্টম ও দশম পাশে আবেদন করুন। -West Bengal Anganwadi Recruitment

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

West Bengal Anganwadi Recruitment 2023: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্য্যালয়। এই নিয়োগ মূলত, হুগলি জেলার অন্তর্গত আরামবাগ, শ্রীরামপুর, চন্দননগর ও সদর মহকুমায় করা হবে। আর এর জন্য শুধুমাত্র হুগলি জেলার নির্দিষ্ট অঞ্চলের যোগ্য মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ০৪.০৯.২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই প্রতিবেদনে আমরা দেখে নেব, কোন যোগ্যতায়, কারা, কিভাবে এই আবেদন সম্পন্ন করতে পারবেন।

নিয়োগকারী সংস্থা শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্য্যালয়
Advertisement no.
অফিসিয়াল ওয়েবসাইট https://hooghly.nic.in/
মোট শূন্যপদ  ১৫৮২ টি।
আবেদন শুরু ১০.০৮.২০২৩
আবেদন শেষ ০৪.০৯.২০২৩

পদের নাম

অঙ্গনওয়াড়ি কর্মী 

মোট শূন্যপদ : ২৭৩ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। তবে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও এই পদে আবেদন করতে পাবেন।

বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে, আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। চাকরিপ্রাপ্ত কর্মীরা ৬৫ বছর বয়সে অবসর নেবেন।

মাসিক বেতন : অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে সরকার কর্তৃক সাম্মানিক ভাতা দেওয়া হয়ে থাকে।

পদের নাম

অঙ্গনওয়াড়ি সহায়িকা (হেল্পার) 

মোট শূন্যপদ : ১২৮৯ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ন হলে আবেদনযোগ্য। তবে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও এই পদে আবেদন করতে পাবেন।

বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে, আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। চাকরিপ্রাপ্ত কর্মীরা ৬৫ বছর বয়সে অবসর নেবেন।

মাসিক বেতন : অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসেবে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে সরকার কর্তৃক সাম্মানিক ভাতা দেওয়া হয়ে থাকে।

আরেকটি চাকরি : পশ্চিমবঙ্গ পুলিশে একাধিক শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, এক্ষুনি করে ফেলুন আবেদন।

স্থান হিসেবে শূন্যপদের পরিমান 

মহকুমা অঙ্গনওয়াড়ি কর্মী  অঙ্গনওয়াড়ি সহায়িকা
আরামবাগ ৫৯ টি। ২৯০ টি।
শ্রীরামপুর ৭৮ টি। ২৪৬ টি।
চন্দননগর ৭২ টি। ২৮৭ টি।
সদর ৮৪ টি। ৪৬৬ টি।

নিয়োগ পদ্ধতি

উপরিউক্ত দুটি পদের আবেদকারী প্রার্থীদের ৯০ নম্বরের লিখিত ও ১০ নম্বরের ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। নীচে লিখিত পরীক্ষার বিষয়গুলি তুলে ধরা হল।

নিয়োগ পরীক্ষার পাঠক্রম

ক. মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখন (অষ্টম শ্রেণী): পূর্ণমান – ১৫
খ. পাটি গণিত (অষ্টম শ্রেণী): পূর্ণমান – ২০
গ. পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন: পূর্ণমান – ১৫
ঘ. ইংরেজি ভাষাজ্ঞান, অনুবাদ: পূর্ণমান – ২০
ঙ. সাধারণ জ্ঞান: পূর্ণমান – ২০

আবেদন পদ্ধতি

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে উল্লেখ্য দুটি পদে আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা। এর জন্য হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইট https://hooghly.nic.in/ এ যাওয়ার পর Recruitment অপশনে ক্লিক করতে হবে। সেখানে যে ডিভিশনের জন্য আবেদন করতে চান, সেখানে ক্লিক করতে হবে, তারপর Click Here to Apply Online অপশনে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করতে হবে। এর জন্য নিজের ফোনের মাধ্যমে বাড়িতে বসেই অথবা অনলাইন ক্যাফের সাহায্য নিতে পারবেন প্রার্থীরা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি (আরামবাগ) Read Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি (শ্রীরামপুর) Read Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি (চন্দননগর) :    Read Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি (সদর) :    Read Now
অনলাইন আবেদন :  Apply Now

এটিও দেখুন : পশ্চিমবঙ্গের সরকারি হাই স্কুলে ক্লার্ক, গ্রুপ D স্টাফ ও শিক্ষক পদে কর্মী নিয়োগ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment