WBP Data Entry Operator Recruitment: পশ্চিমবঙ্গের Director General of Police, Telecommunication HQ এর পক্ষ থেকে রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট ৫ টি শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের কথা জানানো হয়েছে। এই ৫ টি পদে প্রথমাবস্থায় মূলত ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, পরবর্তীতে প্রার্থীর কাজে সন্তুষ্ট হলে তার মেয়াদ বাড়ানো হতে পারে। যেসমস্ত চাকরিপ্রার্থীরা নীচে আলোচিত হওয়া মাপদন্ড ও শর্তগুলি পূরণ করতে পারবেন, তারা আগামী ৩১.০৮.২০২৩ এর মধ্যে আবেদন সম্পূর্ণ করতে পারেন।
নিয়োগকারী সংস্থা | Director General of Police, Telecommunication HQ, West Bengal |
Advertisement no. | – |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.wbpolice.gov.in/ |
মোট শূন্যপদ | ০৫ টি। |
আবেদন শুরু | ১০.০৮.২০২৩ |
আবেদন শেষ | ৩১.০৮.২০২৩ |
পদের নাম
Data Entry Operator
মোট শূন্যপদ : ৫ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কলেজ থেকে স্নাতক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। সেইসাথে কম্পিউটার এপ্লিকেশন বিষয়ে কোনো সার্টিফিকেট কোর্স এবং Microsoft Word, Excel and Internet এর মতন, Basic Application -গুলিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
**সরকারি, বেসরকারি অথবা অন্যান্য সংস্থানে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রগণ্য।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.১০.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ১৬,০০০ টাকা।
চাকরির খবর : রাজ্য সরকারি স্কুলে ক্লার্ক ও টিচার পদে স্থায়ী নিয়োগ, আবেদন করার জন্য বিস্তারিত জানুন।
নিয়োগ পদ্ধতি
কম্পিউটার টাইপ টেস্ট এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। নির্বাচিতদের তালিকা পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
আবেদন পদ্ধতি
উল্লেখ্য পদের জন্য অনলাইন/অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য যেসব ডকুমেন্টস লাগবে সেগুলি হল-
- Coloured Passport Size Photo- ২ কপি
- জন্মের প্রমাণপত্র
- Aadhar Card / PAN Card / EPIC
- পড়াশোনার যাবতীয় সার্টিফিকেট
- কম্পিউটার সার্টিফিকেট
- Experience Certificate (যদি থাকে)
প্রার্থীদের নীচের দেওয়া বিজ্ঞপ্তির মধ্যে থাকা আবেদন ফর্মটির প্রিন্ট আউট বের করে, ফর্মটি নির্ভুলভাবে প্রথমে ফিলাপ করতে হবে; তারপর সবকয়টি ডকুমেন্টস এর জেরক্স কপি সেল্ফ এটেস্টেড করে সাধারণ পোস্ট/স্পিড পোস্ট/রেজিস্টার্ড পোস্ট/নিজের হাতে নীচের দেওয়া ঠিকানায় পাঠাতে/জমা দিতে হবে, তবে যারা অনলাইন আবেদন করতে চান, তাদের ক্ষেত্রে সমস্ত ডকুমেন্টস এর ছবি/স্ক্যান কপি .pdf ফরম্যাটে নীচে উল্লেখিত e-mail ID -তে পাঠাতে হবে।
**মনে রেখো চিঠিটি আগামী ৩১.০৮.২০২৩ এর মধ্যে পৌঁছাতে হবে।
আবেদনের ঠিকানা
অফলাইন:
The Director General of Police,Telecommunication(HQ),
West Bengal, 3, Manik Bandopadhyay Sarani, Tollygunge, Kolkata, PIN – 700040.
অনলাইন (e-mail এর মাধ্যমে) : [email protected].
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read & Apply Now |
আরেকটি চাকরি : ভারতীয় কোস্ট গার্ডে একাধিক Group C কর্মী নিয়োগের আবেদন শুরু, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।
মক টেস্ট : গুরুত্বপূর্ণ ১০ টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর, জেল পুলিশ ও ফুড SI পরীক্ষার প্রস্তুতি।