Food SI General Knowledge : “স্বরাজ আমার জন্মগত অধিকার” -উক্তিটি কার? -দেখুন মোট ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর : General Knowledge হল একটি বিস্তৃত বিষয় যা ইতিহাস, ভূগোল, বর্তমান ঘটনা, বিজ্ঞান এবং প্রযুক্তি সহ বিস্তৃত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। যদিও প্রতিটি বিষয় সম্পর্কে সবকিছু জানা অসম্ভব, তবে GK সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Miscellaneous Services, WPSC Clerk এর মতন যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি উল্লেখযোগ্য ফলাফল আশা করতে পারেন।

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর

১) রাজ্যসভার চেয়ারম্যান হলেন-

ক. প্রধানমন্ত্রী।

খ. রাষ্ট্রপতি।

গ. উপরাষ্ট্রপতি।

ঘ. রাজ্যপাল।

View Answer

উঃ উপরাষ্ট্রপতি।

২) স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী হলেন-

ক. জন মাথাই।

খ. বল্লবভাই প্যাটেল।

গ. বি. আর. আম্বেদকর।

ঘ. জহরলাল নেহেরু।

View Answer

উঃ বি. আর. আম্বেদকর।

৩) গোল্ডেন সিটি কোন শহরকে বলে?

ক. বেঙ্গালুরু।

খ. মুসৌরি।

গ. বারাণসী।

ঘ. অমৃতসর।

View Answer

উঃ অমৃতসর।

৪) ভারতের জাতীয় পতাকার নকশা তৈরী করেন-

ক. পিঙ্গালি ভেঙ্কাইয়া।

খ. অ্যানি বেসান্ত।

গ. পদ্মনাভন।

ঘ. যামিনী রায়

View Answer

উঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া

৫) ভারতের স্বাধীনতা রক্ষার্থে কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে ফাঁসির দড়ি গলায় নিয়েছিলেন-

ক. ভগৎ সিং।

খ. রাজগুরু।

গ. ক্ষুদিরাম বসু।

ঘ. প্রফুল্ল চাকী।

View Answer

উঃ ক্ষুদিরাম বসু।

চাকরির খবর : খড়গপুর IIT -তে নন-টিচিং পদে প্রচুর কর্মী নিয়োগের আবেদন চলছে, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।

৬) ভারতের মূলধনের রাজধানী বলা হয়-

ক. কলকাতা।

খ. গোয়া।

গ. ব্যাঙ্গালোর।

ঘ. মুম্বাই।

View Answer

উঃ মুম্বাই।

৭) তহকিক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা কে?

ক. বাবর।

খ. কলহন।

গ. আলবিরুণী।

ঘ. আবুল ফজল।

View Answer

উঃ আলবিরুণী।

চাকরির খবর : কেন্দ্রীয় কাগজ রিসার্চ ইনস্টিটিউটে গ্রুপ C কর্মী নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় আবেদন শুরু।

৮)স্বরাজ আমার জন্মগত অধিকার” -উক্তিটি কার?

ক. গান্ধিজি।

খ. নেতাজি।

গ. ক্ষুদিরাম বসু।

ঘ. বাল গঙ্গাধর তিলক।

View Answer

উঃ বাল গঙ্গাধর তিলক

৯) ভারতের হলিউড কাকে বলে?

ক. চেন্নাই।

খ. ব্যাঙ্গালোর।

গ. মুম্বাই।

ঘ. কলকাতা।

View Answer

উঃ মুম্বাই।

১০) জলে নিম্নজিত সোজা দন্ডকে বাঁকা দেখার কারন কি?

ক. প্রতিফলন।

খ. প্রতিসরণ।

গ. অভ্যন্তরীন প্রতিফলন।

ঘ. বিক্ষেপণ।

View Answer

উঃ প্রতিসরণ।

আরেকটি মক টেস্ট : ‘জয় জওয়ান জয় কিষাণ’- উক্তিটি কার? – জেনে রাখুন পরীক্ষায় আসা ১০ টি সাধারণ জ্ঞান প্রশ্ন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now