CPPRI Recruitment 2023 : Ministry of Commerce and Industry এর অন্তর্ভুক্ত একটি সরকারি সংস্থা Central Pulp & Paper Research Institute- এখানে মোট ২৬ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ০৯.১০.২০২৩ তারিখ থেকে শুরু এই আবেদন প্রক্রিয়া আগামী ৩০.১০.২০২৩ পর্যন্ত সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে চালু থাকবে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে পড়ার পর, নিজেদের যোগ্যতা বিচারের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
নিয়োগকারী সংস্থা | Central Pulp & Paper Research Institute |
Advertisement no. | 03/2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://cppri.res.in/ |
মোট শূন্যপদ | ২৬ টি। |
আবেদন শেষ | ৩০.১০.২০২৩ |
পদের নাম
Technician Group II
মোট শূন্যপদ : এই বিভাগে মোট ৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ ও সেইসাথে –Electrical/Fitter/Refrigeration/Air Conditioning -ট্রেডে ২ বছরের কোর্স করা থাকলে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা : আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৩ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : চাকরিতে যোগদানের পর প্রার্থীদের লেভেল-২ হিসেবে মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্য্যন্ত বেতন দেওয়া হবে।
চাকরির খবর : স্বাস্থ্য বিভাগে MTS ও স্টাফ নার্স মিলিয়ে মোট ১২৯ টি শূন্যপদ, আবেদন করুন সরাসরি অনলাইনে।
পদের নাম
Technician Group III(i)
মোট শূন্যপদ : এই বিভাগে মোট ৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : কেমিস্ট্রি নিয়ে বিজ্ঞান শাখায় প্রথম শ্রেণীর স্নাতক হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা : আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : চাকরিতে যোগদানের পর প্রার্থীদের লেভেল-৫ হিসেবে মাসে ২৯,২০০ টাকা থেকে ৪৮,২০০ টাকা পর্য্যন্ত বেতন দেওয়া হবে।
পদের নাম
Sr. Scientific Assistant(SSA)
মোট শূন্যপদ : এই বিভাগে মোট ১৭ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : কেমিস্ট্রি নিয়ে Ms.c পাশ হয়ে থাকলে এবং Chemical Eng নিয়ে B.E কোর্স করে থাকলে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা : আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : চাকরিতে যোগদানের পর প্রার্থীদের লেভেল-৫ হিসেবে মাসে ৩৫,৪০০ টাকা থেকে ৫৮,৬০০ টাকা পর্য্যন্ত বেতন দেওয়া হবে।
চাকরির খবর : ভারতীয় সেনার অফিসে গ্রুপ C এবং D পদে কর্মী নিয়োগ, ছেলে-মেয়ে সকলেই আবেদনযোগ্য।
প্রার্থী বাছাই পদ্ধতি
প্রার্থীদের মূলত ৪ টি ধাপ ঠিক মতন পেরোতে হবে, সেগুলি হল –
- লিখিত পরীক্ষা
- ট্রেড টেস্ট
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিকেল টেস্ট
*দিল্লি, মুম্বাই, লখনৌ ও চেন্নাইতে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের অনলাইন আবেদন পদ্ধতির মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট “https://cppri.res.in” –এ গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়তে হবে, তারপর যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে আবেদন করার জন্য “http://development.cbtexam.in/cppri/Home/index.html” -এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং ওয়েবফর্মটি ফিলাপের মাধ্যমে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন মূল্য
উপরিউক্ত পদগুলিতে আবেদনের জন্য Unreserved, OBC, EWS শ্রেণীভুক্ত প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি হিসেবে অনলাইনে আবেদনের সময় জমা করতে হবে তবে, SC, ST, Women, PH প্রার্থীদের কোনো আবেদন মূল্য জমা করতে হবে না।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অনলাইন আবেদন : | Visit Now |
মক টেস্ট : ‘জয় জওয়ান জয় কিষাণ’- উক্তিটি কার? – জেনে রাখুন পরীক্ষায় আসা ১০ টি সাধারণ জ্ঞান প্রশ্ন।