Food SI General Knowledge : ‘জয় জওয়ান জয় কিষাণ’- উক্তিটি কার? – জেনে রাখুন পরীক্ষায় আসা ১০ টি সাধারণ জ্ঞান প্রশ্ন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর : General Knowledge হল একটি বিস্তৃত বিষয় যা ইতিহাস, ভূগোল, বর্তমান ঘটনা, বিজ্ঞান এবং প্রযুক্তি সহ বিস্তৃত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। যদিও প্রতিটি বিষয় সম্পর্কে সবকিছু জানা অসম্ভব, তবে GK সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Miscellaneous Services, WPSC Clerk এর মতন যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি উল্লেখযোগ্য ফলাফল আশা করতে পারেন।

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর

১) বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?

ক. ট্রোপোস্ফিয়ার।

খ. মেসোস্ফিয়ার।

গ. স্ট্র্যাটোস্ফিয়ার।

ঘ. আয়নস্ফিয়ার।

View Answer

উঃ মেসোস্ফিয়ার।

২) ভিটামিন B12 এর রাসায়নিক নাম কী?

ক. বায়োটিন।

খ. নিয়াসিন।

গ. সায়ানোকোবালামিন।

ঘ. ফলিক অ্যাসিড।

View Answer

উঃ সায়ানোকোবালামিন।

৩) রামচরিত গ্রন্থের লেখক কে?

ক. সন্ধ্যাকর নন্দী।

খ. গোবিন্দ দাস।

গ. ঘনরাম চক্রবর্তী।

ঘ. তুলসী দাস।

View Answer

উঃ সন্ধ্যাকর নন্দী।

৪) নিন্মের কোনটি স্বর্ণ দ্রবীকরণের জন্য ব্যবহৃত হয়?

ক. সালফিউরিক অ্যাসিড।

খ. সোডিয়াম হাইড্রোক্সাইড।

গ. অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড।

ঘ. অ্যাকোয়া রেজিয়া

View Answer

উঃ অ্যাকোয়া রেজিয়া

৫) ভারতীয় নৌ দিবস কবে পালন করা হয়?

ক. ৪ঠা সেপ্টেম্বর।

খ. ৪ঠা অক্টোবর।

গ. ৪ঠা ডিসেম্বর।

ঘ. ৪ঠা মার্চ।

View Answer

উঃ ৪ঠা ডিসেম্বর।

চাকরির খবর : স্বাস্থ্য বিভাগে MTS ও স্টাফ নার্স মিলিয়ে মোট ১২৯ টি শূন্যপদ, আবেদন করুন সরাসরি অনলাইনে।

৬) কোন রাজ্যে সর্বাধিক বন্দর আছে?

ক. গুজরাট।

খ. মহারাষ্ট্র।

গ. তামিলনাড়ু।

ঘ. অন্ধ্রপ্রদেশ।

View Answer

উঃ মহারাষ্ট্র।

৭) নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়?

ক. জলের জলীয় বাষ্পে রুপান্তর।

খ. দুধের দইয়ে রুপান্তর।

গ. লোহার মরচে পরা।

ঘ. আমাদের দেহে খাদ্যের হজম।

View Answer

উঃ জলের জলীয় বাষ্পে রুপান্তর।

চাকরির খবর : ভারতীয় সেনার অফিসে গ্রুপ C এবং D পদে কর্মী নিয়োগ, ছেলে-মেয়ে সকলেই আবেদনযোগ্য।

৮)জয় জওয়ান জয় কিষাণ’- উক্তিটি কার?

ক. জহরলাল নেহেরু।

খ. ইন্দিরা গান্ধী।

গ. লালবাহাদূর শাস্ত্রী।

ঘ. রাজীব গান্ধী।

View Answer

উঃ লালবাহাদূর শাস্ত্রী

৯) সুক্রোজ প্রাকৃতিক ভাবে কোন উদ্ভিদে উৎপাদিত হয়?

ক. কাঁঠাল।

খ. মটরশুঁটি।

গ. আখ।

ঘ. গম।

View Answer

উঃ আখ।

১০) যক্ষ্মা রোগটি শরীরের কোন অঙ্গকে সর্বপ্রথম আক্রান্ত করে?

ক. ফুসফুস।

খ. কিডনি।

গ. চোখ।

ঘ. লিভার।

View Answer

উঃ ফুসফুস।

আরেকটি মক টেস্ট : কোলকাতায় সুপ্রিমকোর্ট কবে প্রতিষ্ঠা হয়? – মোট ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now