IIT Kharagpur Recruitment 2023: Indian Institute Of Technology (IIT), Kharagpur এর তরফে একাধিক নন-টিচিং কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এতে মোট ১৮২ টি শূন্যপদের সংখ্যা ঘোষণা করা হয়েছে। রাজ্যের সকল চাকরিপ্রার্থীরা এই শূন্যপদগুলিতে আবেদনের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা আমাদের এই প্রতিবেদনটি পড়তে পারেন। এই প্রতিবেদনের মাধ্যমে শূন্যপদের নাম, আবেদনের যোগ্যতা ও পদ্ধতি বৃত্তান্ত আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা | Indian Institute Of Technology (IIT) Kharagpur |
Advertisement no. | R/16/2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://erp.iitkgp.ac.in/ |
মোট শূন্যপদ | ১৮২ টি। |
আবেদন শেষ | ৩০.১০.২০২৩ |
পদের নাম
Multi Tasking Staff (MTS)
মোট শূন্যপদ : এই বিভাগে মোট ৪১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা : ৩০.১০.২০২৩ অনুসারে, আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : চাকরিতে যোগদানের পর প্রার্থীদের লেভেল-১ হিসেবে মাসে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্য্যন্ত বেতন দেওয়া হবে।
পদের নাম
Junior Assistant
মোট শূন্যপদ : এই বিভাগে মোট ৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কোনো ইনস্টিটিউট থেকে যেকোনো বিভাগে ৩ বছরের গ্র্যাজুয়েশন কোর্স করে থাকলে আবেদন জানাতে পারবেন। সেইসাথে কম্পিউটারে MS Word, Excel নিয়ে কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারে টাইপিংয়ের মাধ্যমে কমপক্ষে ৩৫ টি ইংরেজি শব্দ তোলার ক্ষমতা থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : ৩০.১০.২০২৩ অনুসারে, আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : চাকরিতে যোগদানের পর প্রার্থীদের লেভেল-৩ হিসেবে মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্য্যন্ত বেতন দেওয়া হবে।
চাকরির খবর : ভারতীয় সেনার অফিসে গ্রুপ C এবং D পদে কর্মী নিয়োগ, ছেলে-মেয়ে সকলেই আবেদনযোগ্য।
পদের নাম
Driver Grade – II
মোট শূন্যপদ : এই বিভাগে মোট ৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন। সেইসাথে হালকা ও ভারী গাড়ি চালানোর ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : ৩০.১০.২০২৩ অনুসারে, আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : চাকরিতে যোগদানের পর প্রার্থীদের লেভেল-৩ হিসেবে মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্য্যন্ত বেতন দেওয়া হবে।
পদের নাম
Staff Nurse
মোট শূন্যপদ : এই বিভাগে মোট ১৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সেইসাথে ৩ বছরের GNM কোর্স এবং কোনো হাসপাতালে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা : ৩০.১০.২০২৩ অনুসারে, আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : চাকরিতে যোগদানের পর প্রার্থীদের লেভেল-৬ হিসেবে মাসে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্য্যন্ত বেতন দেওয়া হবে।
**বাকি পদগুলির নাম ও ডিটেইল অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে, প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ার অনুরোধ রইল।
প্রার্থী বাছাই পদ্ধতি
মূলত ৪ ধাপে প্রার্থীদের নিয়োগ করা হবে, সেগুলি হল-
- লিখিত পরীক্ষা
- স্কিল টেস্ট (যেসব পদে দরকার)
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিক্যাল টেস্ট
আবেদন পদ্ধতি
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে প্রার্থীদের আবেদন জানাতে হবে, এর জন্য প্রার্থীদের সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে পড়ে নিতে হবে। তারপর, নীচে দেওয়া লিংকে কিংবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট “https://erp.iitkgp.ac.in/” -এ গিয়ে “Career” অপশনে ক্লিক করতে হবে। তারপর আবেদন পত্রটি ফিলাপ করে, ডকুমেন্ট আপলোড করে, আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদন পত্রটির একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
আবেদন মূল্য
বিজ্ঞপ্তিতে প্রকাশিত প্রথম ২৩ টি পদের জন্য ১০০০ টাকা আবেদন ফি (SC, ST ও Female দের ৫০০ টাকা) ও বাকি পদগুলির জন্য ৫০০ টাকা (SC, ST ও Female দের ২৫০ টাকা) অনলাইন আবেদনের সময় জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অনলাইন আবেদন : | Visit Now |
চাকরির খবর : কেন্দ্রীয় কাগজ রিসার্চ ইনস্টিটিউটে গ্রুপ C কর্মী নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় আবেদন শুরু।
মক টেস্ট : ‘জয় জওয়ান জয় কিষাণ’- উক্তিটি কার? – জেনে রাখুন পরীক্ষায় আসা ১০ টি সাধারণ জ্ঞান প্রশ্ন।