Food SI General Knowledge : কোলকাতায় সুপ্রিমকোর্ট কবে প্রতিষ্ঠা হয়? – মোট ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর : General Knowledge হল একটি বিস্তৃত বিষয় যা ইতিহাস, ভূগোল, বর্তমান ঘটনা, বিজ্ঞান এবং প্রযুক্তি সহ বিস্তৃত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। যদিও প্রতিটি বিষয় সম্পর্কে সবকিছু জানা অসম্ভব, তবে GK সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Miscellaneous Services, WPSC Clerk এর মতন যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি উল্লেখযোগ্য ফলাফল আশা করতে পারেন।

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর

১) চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি?

ক. পশ্চিমবঙ্গ।

খ. কৰ্ণাটক।

গ. ছত্রিশগড়।

ঘ. অসম।

View Answer

উঃ অসম।

২) The Race of my Life -বইটি কার লেখা?

ক. ঝুলন গোস্বামী।

খ. পিটি ঊষা।

গ. হিমা দাস।

ঘ. মিলখা সিং।

View Answer

উঃ মিলখা সিং।

৩) প্রধানমন্ত্রী হতে গেলে সর্বনিম্ন বয়স কত হতে হবে?

ক. ২৫ বছর।

খ. ৩০ বছর।

গ. ৩৫ বছর।

ঘ. ৪০ বছর।

View Answer

উঃ ২৫ বছর।

৪) শিখ ধর্মের প্রবর্তক কে?

ক. মহাবীর।

খ. গুরু নানক।

গ. গুরু গোবিন্দ সিং।

ঘ. গুরু অর্জুন সিং

View Answer

উঃ গুরু নানক

৫) ফ্যাদোমিটার যন্ত্র দ্বারা কি মাপা হয়?

ক. ভূমিকম্প।

খ. বায়ুর চাপ।

গ. সমুদ্রের গভীরতা।

ঘ. তাপমাত্রা।

View Answer

উঃ সমুদ্রের গভীরতা।

চাকরির খবর : আসাম রাইফেলস এ নিয়োগের বিজ্ঞপ্তি জারি, অনলাইনের মাধ্যমে করা যাবে আবেদন।

৬) হুমায়ুননামা কার লেখা?

ক. আকবর।

খ. গুলবদন বেগম।

গ. আবুল ফজল।

ঘ. জাহাঙ্গীর।

View Answer

উঃ গুলবদন বেগম

৭) কোলকাতায় সুপ্রিমকোর্ট কবে প্রতিষ্ঠা হয়?

ক. ১৭৭২ সালে।

খ. ১৭৭০ সালে।

গ. ১৭৭১ সালে।

ঘ. ১৭৭৪ সালে।

View Answer

উঃ ১৭৭৪ সালে।

চাকরির খবর : ইন্টেলিজেন্স ব্যুরো-তে ৬৭৭ টি শূন্যপদে MTS ও সিকিউরিটি এসিস্ট্যান্ট নিয়োগ, যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ।

৮) রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান?

ক. উপরাষ্ট্রপতি।

খ. প্রধানমন্ত্রী।

গ. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

ঘ. লোকসভার স্পিকার।

View Answer

উঃ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

৯) নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক কে ছিলেন?

ক. অ্যানি বেসান্ত।

খ. অরবিন্দ ঘোষ।

গ. চন্দ্রশেখর আজাদ।

ঘ. বিপিন চন্দ্র পাল।

View Answer

উঃ অ্যানি বেসান্ত।

১০) ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়?

ক. মহারাষ্ট্র।

খ. উত্তরপ্রদেশ।

গ. পশ্চিমবঙ্গ।

ঘ. দিল্লি।

View Answer

উঃ উত্তরপ্রদেশ।

আরেকটি মক টেস্ট : মামা-ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? -এমনই ১০ টি প্রশ্নের উত্তর জেনে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now