WB Health Recruitment 2023: স্বাস্থ্য বিভাগে MTS ও স্টাফ নার্স মিলিয়ে মোট ১২৯ টি শূন্যপদ, আবেদন করুন সরাসরি অনলাইনে।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

WB Health Recruitment 2023: পশ্চিমবঙ্গ সরকারের পরিবার ও স্বাস্থ্য কল্যাণ দপ্তরের উদ্যোগে হাওড়া জেলায় মোট ১২৯ টি শূন্যপদে স্টাফ নার্স, MTS সহ বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নেওয়া এই শূন্যপদগুলিতে পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। নিয়োগকারী সংস্থার তরফে প্রার্থীদের জন্য আগামী ৩১ অক্টোবর পর্যন্ত একটি ওয়েব লিঙ্ক জারি করা হয়েছে, যেখানে চাকরিপ্রার্থীরা নিজেদের যোগ্যতা বিচারের মাধ্যমে অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন।

নিয়োগকারী সংস্থা OFFICE OF THE DISTRICT HEALTH & FAMILY WELFARE SAMITI
Advertisement no. DHFWS/HOW/2390
অফিসিয়াল ওয়েবসাইট  www.healthyhowrah.org
মোট শূন্যপদ  ২৯ টি।
আবেদন শেষ ৩১.১০.২০২৩

পদের নাম

Staff Nurse

মোট শূন্যপদ : ৪১ টি। এখানে বিভিন্ন বিভাগে ভাগ ভাগ করে মোট ৪১ জন চাকরিপ্রার্থীকে নিযুক্ত করা হবে, বিশদে জানতে বিজ্ঞপ্তিটি দেখে নিন।

শিক্ষাগত যোগ্যতা : Indian Nursing Council (INC) কিংবা West Bengal Nursing Council (WBNC) কর্তৃক প্রদত্ত ন্যূনতম GNM ট্রেনিং কোর্সের সার্টিফিকেট কিংবা B.Sc নার্সিং কোর্স করা থাকলে আবেদন জানাতে পারেন, তবে প্রার্থীকে অবশ্যই WBNC -এ রেজিস্টার্ড হতে হবে।

বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে। (এখানে একটি বিভাগে ৬২ বছর পর্যন্তও আবেদনের সুযোগ রয়েছে)

মাসিক বেতন : চাকরিতে যোগদানের পর প্রার্থীদের মাসে ২৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

চাকরির স্থান : প্রার্থীদের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভাগ যেমন- মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল, পলিক্লিনিক ইত্যাদি জায়গায় কাজে নিযুক্ত করা হবে।

পদের নাম

Multi Tasking Staff

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ করা সকল ছেলে-মেয়েরা এই পদে আবেদন করতে পারবেন, সেইসাথে প্রার্থীদের ন্যূনতম ৬ মাসের কম্পিউটারে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো : এই বিভাগে প্রার্থীদের দৈনিক হারে বেতন দেওয়া হবে, প্রার্থীদের দিনপ্রতি ৫০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। (মাসে সর্বোচ্চ ২০ দিন কাজ করতে হবে)

চাকরির স্থান : চাকরিপ্রাপ্ত প্রার্থীকে হাওড়া জেলার DM অফিসে নিয়োগ করা হবে।

চাকরির খবর : কেন্দ্রীয় মুক্ত বিদ্যালয়ে নন-টিচিং স্টাফ পদে নিয়োগ, ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।

পদের নাম

Yoga Instructor

মোট শূন্যপদ : ৬৮ টি। (৩৪ পুরুষ ও ৩৪ জন মহিলা)

শিক্ষাগত যোগ্যতা : একাডেমিক যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ ও স্পেশাল কোর্স হিসেবে যোগা অথবা নিউরোপ্যাথি সম্পর্কিত ন্যূনতম ১ বছরের কোন কোর্স সম্পন্ন করে থাকলে আবেদন জানাতে পারবেন, তবে সেটিকে অবশ্যই WBCYN দ্বারা স্বীকৃত হতে তবে।

বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো : এই বিভাগে প্রার্থীদের দৈনিক ২৫০ টাকা হারে বেতন দেওয়া হবে।

পদের নাম

Peer Support

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ এবং সেইসাথে স্থানীয় ভাষায় দক্ষ ও ইংরেজি ভাষায় কাজে অভিজ্ঞ প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো : উক্ত পদে প্রার্থীদের মাসে ১০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

চাকরির স্থান : প্রার্থীকে হাওড়া জেলা হাসপাতালে কাজে নিযুক্ত করা হবে।

চাকরির খবর : ইন্টেলিজেন্স ব্যুরো-তে ৬৭৭ টি শূন্যপদে MTS ও সিকিউরিটি এসিস্ট্যান্ট নিয়োগ, যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ।

প্রার্থী বাছাই পদ্ধতি

আবেদকারী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে প্রকাশিত মানদণ্ডের ভিত্তিতে তাদের একাডেমিক যোগ্যতার নিরিখে নিয়োগ করা হবে, এর জন্য প্রথমে, ডকুমেন্ট ভেরিফিকেশন টেস্ট হবে, সেখানে যোগ্যতা বিচারের পর প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের সবকয়টি পদের জন্য অনলাইন মারফৎ আবেদন সম্পন্ন করতে হবে। এর জন্য প্রার্থীদের “www.healthyhowrah.org” -এই ওয়েবসাইটে গিয়ে আবেদনে ইচ্ছুক পদ বাছাই করে ফর্ম ফিলাপ করতে হবে এবং আবেদন শেষে, আবেদন পত্রটির অবশ্যই একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অফিশিয়াল ওয়েবসাইট :  Visit Now

চাকরির খবর : ভারতীয় সেনার অফিসে গ্রুপ C এবং D পদে কর্মী নিয়োগ, ছেলে-মেয়ে সকলেই আবেদনযোগ্য।

মক টেস্ট : বলুন তো, কোন ধারাকে ‘সংবিধানের আত্মা’ বলা হয়? – ১০ টি MCQ প্রশ্নের উত্তর জেনে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now