Indian Army Recruitment 2023: 39 Gorkha Training Centre Varanasi Cantt এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় সেনার সিভিলিয়ান বিভাগে মোট ১১ টি শূন্যপদে নিয়োগের ব্যাপারে জানিয়েছে। উক্ত শূন্যপদগুলিতে পশ্চিমবঙ্গের পুরুষ এবং মহিলা সকল চাকরিপ্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। এই প্রতিবেদনের মাধ্যমে সবকয়টি পদে কোন যোগ্যতায়, কিভাবে আবেদন জানাতে হবে- সকল ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা | GOVERNMENT OF INDIA, MINISTRY OF DEFENCE |
Advertisement no. | 1083/MISC/A4 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://indianarmy.nic.in/ |
মোট শূন্যপদ | ১১ টি। |
আবেদন শেষ | ২৬.১০.২০২৩ |
পদের নাম
Lower Division Clerk
মোট শূন্যপদ : ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন। সেইসাথে কম্পিউটারে মিনিটে ৩৫ টি ইংরেজি শব্দ টাইপিং করতে জানতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে ২৬.১০.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল-২ অনুসারে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
পদের নাম
Draftari
মোট শূন্যপদ : ২ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে ২৬.১০.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল-১ অনুসারে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
চাকরির খবর : কেন্দ্রীয় ইনস্টিটিউটে আবারও MTS পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন চলছে অনলাইনে।
পদের নাম
Messenger
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে ২৬.১০.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল-১ অনুসারে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
**এছাড়াও Cook, Safaiwala, Steno Grade–II শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে। সেগুলির ব্যাপারে বিস্তারিত জানতে প্রার্থীদের বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে পড়ে নিতে হবে।
চাকরির খবর : আসাম রাইফেলস এ নিয়োগের বিজ্ঞপ্তি জারি, অনলাইনের মাধ্যমে করা যাবে আবেদন।
প্রার্থী বাছাই পদ্ধতি
প্রার্থীদের বিভাগ অনুযায়ী নিম্নলিখিত ধাপে নির্বাচন করা হবে।
- লিখিত পরীক্ষা
- স্কিল/ট্রেড/প্র্যাক্টিক্যাল টেস্ট
- ডকুমেন্ট ভেরিফিকেশন
আবেদন পদ্ধতি
প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমে প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে থাকা ফরমটির প্রিন্ট আউট বের করে নিয়ে সেটিকে নির্ভুলভাবে ফিলাপ করে নিতে হবে। তারপর বিজ্ঞপ্তিতে উল্লেখিত যাবতীয় ডকুমেন্টস এর সেল্ফ এটেস্টেড জেরক্স কপি ও একটি ফাঁকা খামের ওপরে ২৫ টাকার স্ট্যাম্প লাগিয়ে নিয়ে, সবগুলিকে আরেকটি মুখবন্ধ খামে ভরে নিয়ে তার উপরে যে পদে আবেদন জানাবেন সেই পদের নাম “Application for the Post of_____________” -এইভাবে লিখে নীচে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
প্রার্থীদের আবেদনপত্রটি অর্ডিনারি/রেজিস্টার্ড/স্পীড পোস্ট -এর মাধ্যমে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে “Presiding Officer, Civilian Direct Recruitment, Application Scrutiny Board, 39 Gorkha Training Centre Varanasi Cantt, District – Varanasi State – Uttar Pradesh, PIN –221002″
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অফিশিয়াল ওয়েবসাইট : | Visit Now |
মক টেস্ট : বলুন তো, কোন ধারাকে ‘সংবিধানের আত্মা’ বলা হয়? – ১০ টি MCQ প্রশ্নের উত্তর জেনে নিন।