পশ্চিমবঙ্গের সরকারি হাই স্কুলে ক্লার্ক, গ্রুপ D স্টাফ ও শিক্ষক পদে কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

WB School Teaching & Non-Teaching Staff Recruitment: দক্ষিণ ২৪ পরগণার অন্তর্গত সরকারি সহায়তাপ্রাপ্ত খ্রিষ্টান সংখ্যালঘু স্কুলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্কুলটির নাম বিষ্ণুপুর শিক্ষা সংঘ। মোট ১৭ টি শূন্যপদে ক্লার্ক ও গ্রুপ D কর্মী ও শিক্ষক নিয়োগের আয়োজন করা হয়েছে। শূন্যপদগুলিতে 3rd ফেব্রুয়ারি 2016 তারিখের G.O 79-ES/S/10R-14/2013 এর নিয়মানুসারে স্থায়ী ভাবে নিয়োগ করা হবে। রাজ্যের সকল জেলার যোগ্য চাকরিপ্রার্থীরাই পদগুলিতে আবেদন জানাতে পারবেন।তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা নিৰ্দিষ্ট তারিখের মধ্যে ফর্ম ফিলাপ করে আবেদন করুন।

নিয়োগকারী সংস্থা Bishnupur Siksha Sangha
Advertisement no.
অফিসিয়াল ওয়েবসাইট
মোট শূন্যপদ  ১৭ টি।
আবেদন শুরু ১১.০৮.২০২৩
আবেদন শেষ ২৬.০৮.২০২৩

পদের নাম

Clerk

মোট শূন্যপদ : ২ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। তবে কম্পিউটারের কাজে অভিজ্ঞ প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।

বয়স সীমা : আবেদনকারীর বয়স হতে হবে West Bengal School Service Commission এর নিয়মানুসারে, সেইসাথে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড়ও দেওয়া হবে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের ROPA-2019 এর নতুন স্কেল অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

আরেকটি চাকরি : পশ্চিমবঙ্গ পুলিশে একাধিক শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, এক্ষুনি করে ফেলুন আবেদন।

পদের নাম

Group D Staff

মোট শূন্যপদ : ২ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ন হলে আবেদনযোগ্য।

বয়স সীমা : আবেদনকারীর বয়স হতে হবে West Bengal School Service Commission এর নিয়মানুসারে, সেইসাথে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড়ও দেওয়া হবে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের ROPA-2019 এর নতুন স্কেল অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

পদের নাম

Asstt. Teacher

মোট শূন্যপদ : ১২ টি।

শিক্ষাগত যোগ্যতা ও শূন্যপদ :

বিষয় শূন্যপদ যোগ্যতা
বাংলা ২ টি B.A, B.Ed
ইংরেজি ২ টি B.A, B.Ed
ইতিহাস ১ টি B.A, B.Ed
গণিত ১ টি B.Sc, B.Ed
ভূগোল ২ টি B.A/B.Sc, B.Ed
জীববিজ্ঞান ১ টি B.Sc, B.Ed
শ্রম শিক্ষা ১ টি Graduate, B.Ed
একাউন্টেন্সি ২ টি M.com, B.Ed

বয়স সীমা : আবেদনকারীর বয়স হতে হবে West Bengal School Service Commission এর নিয়মানুসারে, সেইসাথে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড়ও দেওয়া হবে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের ROPA-2019 এর নতুন স্কেল অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

এটিও পড়ুন : ভারতীয় কোস্ট গার্ডে একাধিক Group C কর্মী নিয়োগের আবেদন শুরু, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।

পদের নাম

Librarian

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কলেজ থেকে যেকোনো শাখায় স্নাতক উত্তীর্ন অথবা লাইব্রেরি সাইন্স নিয়ে ডিপ্লোমা করা থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : আবেদনকারীর বয়স হতে হবে West Bengal School Service Commission এর নিয়মানুসারে, সেইসাথে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড়ও দেওয়া হবে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের ROPA-2019 এর নতুন স্কেল অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

উল্লেখ্য সকল শূন্যপদে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজের ফটো এবং সেইসাথে সেলফ এটেস্টেড করা যাবতীয় ডকুমেন্টস এর জেরক্স কপি, বায়োডাটা এবং আধার অথবা ভোটার কার্ডের জেরক্স কপি দরকার হবে। যে পদে আবেদন করতে চান, সেই পদের নাম খামের ওপরে লিখতে হবে। সবশেষে, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে সেটিকে নিচের ঠিকানায় পাঠাতে হবে। তবে মনে রাখবেন, আবেদনপত্রটি বিজ্ঞপ্তি প্রকাশের থেকে ১৫ দিন, অর্থাৎ আগামী ২৬.০৮.২০২৩ এর মধ্যে পৌঁছাতে হবে।

আবেদনের ঠিকানা

The Member Secretary,  Bishnupur Siksha Sangha School,
P.O. + P.S.- Bishnupur,
Dist. South 24 Parganas, PIN- 743503 (W.B)

চাকরির খবর : পশ্চিমবঙ্গের ২১ টি জেলার শিশু সুরক্ষা বিভাগে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, সকলেই করতে পারবেন আবেদন।

মক টেস্ট : গুরুত্বপূর্ণ ১০ টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর, জেল পুলিশ ও ফুড SI পরীক্ষার প্রস্তুতি।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment