Tata Capital Pankh Scholarship: টাটা গ্রুপের এই স্কলারশিপে প্রত্যেকে পাবেন ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। অনলাইনে শুরু হল আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Tata Capital Pankh Scholarship Programme হল ভারতের স্বনামধন্য সংস্থা টাটা গ্রুপের দ্বারা প্রদত্ত একটি প্রচেষ্টা, যেখানে  একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এবং গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা ও পলিটেকনিক কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের টিউশন ফি হিসেবে বছরে এককালীন ১০ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। প্রতিবছর ভারতের প্রচুর ছাত্রছাত্রী টাটা গ্রুপের এই আর্থিক সহযোগিতার সুযোগ নিয়ে নিজেদের পড়াশোনার খরচ সামলে থাকে।

Tata Capital Pankh Scholarship পাওয়ার যোগ্যতা

যেসমস্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদনে ইচ্ছুক, তাদের-

১) প্রথমত, শিক্ষার্থীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।

২) বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীরা অথবা কোন ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থী- যেমন B.A., B.Sc., B.Com., কিংবা পলিটেকনিক ও কোনো ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য।

৩) শিক্ষার্থীকে অবশ্যই আগের শ্রেণীতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে।

৪) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ ২.৫ লক্ষ টাকা অথবা তার নীচের হলে আবেদনযোগ্য।

৫) তবে, শিক্ষার্থীর বাবা অথবা মা যদি টাটা গ্রুপের একজন চাকুরীজীবি হয়ে থাকেন, সেক্ষেত্রে তাকে এই স্কলারশিপ প্রোগ্রাম থেকে বঞ্চিত করা হবে।

Tata Capital Pankh Scholarship এর সুবিধা

একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ ১০ হাজার টাকা ও গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা ও পলিটেকনিক কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ১২ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই সহায়তা এককালীন ও একবারের জন্যই দেওয়া হবে, সুবিধাপ্রাপ্ত ছাত্রছাত্রীরা পরবর্তীতে রিনিউয়াল করতে পারবে কিনা তা স্কলারশিপ প্রদানকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

আরেকটি স্কলারশিপ : উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করুন, ২ লক্ষ টাকার বৃত্তি পাবেন শিক্ষার্থীরা!

কিভাবে করা যাবে আবেদন?

এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে শিক্ষার্থীদের অনলাইন পদ্ধতির সাহায্য নিতে হবে-

১) প্রার্থীদের প্রথমে Buddy4Study.Com ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর,

২) লগইন করে Scholarship অপশনে ক্লিক করে, “Tata Capital Pankh Scholarship Programme” এখানে ক্লিক করতে হবে।

৩) তারপর, অনলাইন ফর্মটি ফিলাপ এবং নীচের লিস্টে দেওয়া ডকুমেন্টগুলি আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

আবেদনের সময় সাধারণ কিছু ডকুমেন্টস প্রার্থীদের আপলোড করতে হবে, সেগুলি হল-

১) সাম্প্রতিক কালের পাশপোর্ট সাইজের ফটো।

২) আইডেন্টিটি কার্ড (আধার কার্ড)

৩) গত শ্রেণীর বার্ষিক পরীক্ষার মার্কশীট।

৪) স্কুল কিংবা কলেজে ভর্তির প্রমাণপত্র (ভর্তির স্লিপ অথবা স্কুল-কলেজের ID কার্ড ইত্যাদি)

৫) স্কুল কিংবা ডিগ্রি কোর্সে ভর্তির সময় প্রাপ্ত ফি-এর রশিদ।

৬) আবেদনকারীর ব্যাঙ্কের ডিটেল (পাশ বই কিংবা বাতিল হওয়া চেক)

৭) পরিবারের ইনকাম সার্টিফিকেট (বেতনের স্লিপ, ফর্ম-১৬ অথবা সরকার প্রদত্ত ইনকাম সার্টিফিকেট)

৮) বিকলাঙ্গ/কাস্ট সার্টিফিকেট (যদি থেকে থাকে)

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

আবেদন শেষ : ১৫.১১.২০২৩
রেজিস্ট্রেশন লিঙ্ক : Register Now 
আবেদন করার লিঙ্ক : Apply Now 

GK টেস্ট : ভারতের ভাতের থালা কোন অঞ্চলকে বলা হয়? -বিগত বছরের ১০ টি প্রশ্ন ও উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now