PM Vishwakarma Yojana: প্রত্যেক আবেদনকারীকে এককালীন ১৫ হাজার টাকা আর্থিক সাহায্য ও ২ লক্ষ টাকার ঋণ দেওয়া হবে।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

PM Vishwakarma Yojana: এবছরের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কেল্লা থেকে দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি আয়ের কারিগর ও শিল্পীদের শিল্পকর্মের প্রসার ও আয় বৃদ্ধির উদ্দেশ্যে নতুন একটি প্রকল্পের উদ্বোধন করেন, যার নাম – প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। ইতিমধ্যেই এই যোজনায় অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। আজকের এই প্রতিবেদনে সকল শিল্পী বন্ধুদের উদ্দেশ্যে, যোজনা সম্পর্কিত সমস্ত দিকগুলি নিয়ে সবিস্তারে আলোচনা করব।

যোজনায় আবেদনের যোগ্যতা

এই যোজনায় আবেদনের জন্য কারিগর ও শিল্পীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। যথা-

১) আবেদনকারী প্রার্থী নীচে উল্লেখিত চিরাচরিত শিল্পগুলির মধ্যে একটির সাথে যুক্ত থাকলে আবেদনযোগ্য।

২) প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর।

৩) রেজিস্ট্রেশনের সময় প্রার্থীকে সেই কাজের সাথেই যুক্ত থাকতে হবে।

৪) বিগত ৫ বছরে এই ব্যবসায় কেন্দ্র ও রাজ্য সরকারি কোনো প্রকল্পের আওতায়, যেমন- PMEGP, PM SVANidhi, Mudra লোন না নিয়ে থাকলে আবেদনযোগ্য।

৫) শুধুমাত্র পরিবারের একজনই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

৬) পরিবারের কেউ সরকারি চাকুরীজীবী হলে, এই প্রকল্পে আবেদন করা যাবেনা।

**এখানে পরিবার বলতে- স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তানকে ধরা হবে।

আরেকটি খবর : বাড়িতে বাড়িতে খুলে ফেলা হচ্ছে ডিজিটাল মিটার, বসানো হচ্ছে স্মার্ট প্রিপেইড মিটার।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা

এই প্রকল্পে আবেদনকারীরা মূলত ৬ রকমের সুবিধা সরাসরি ভোগ করতে পারবেন। সেগুলি হল-

১) প্রকল্পের আওতায় থাকা প্রার্থীদের বিশেষ একটি সার্টিফিকেট ও আইডেন্টিটি কার্ড দেওয়া হবে।

২) প্রার্থীদের প্রথম অবস্থায় ৫ থেকে ৭ দিনের একটি বেসিক ট্রেনিং দেওয়া হবে। সেখানে ট্রেনিং প্রাপ্ত প্রার্থীরা চাইলে আরও ১৫ দিনের ট্রেনিং নেওয়ার আবেদন জানাতে পারবেন। ট্রেনিং চলাকালীন প্রার্থীদের দিন প্রতি ৫০০ টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে।

৩) প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের শিল্পকর্মের জন্য যন্ত্রপাতি কেনার জন্য ১৫,০০০ টাকা অনুদান দেওয়ার হবে।

৪) বিনা গ্যারান্টি দিয়ে প্রথম ধাপে স্বল্পসুদে ১ লক্ষ টাকা ও পরবর্তীতে ২ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন।

৫) প্রকল্পের আওতায় থাকা প্রার্থীরা প্রতিটি অনলাইন লেনদেনে ১ টাকা করে ফেরৎ পাবেন, মাসে মোট ১০০ বার এই সুযোগ পাবেন প্রার্থীরা।

৬) ব্যাবসার বিস্তারে সরকারের তরফে অনলাইনে জিনিসপত্র বেচার ব্যবস্থা ও বিভিন্ন বাণিজ্য মেলায় প্রচার প্রসারের সুবিধা সহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হবে।

এটিও পড়ুন : পশ্চিমবঙ্গে রেশন দোকানগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা চালুর প্রস্তাব কেন্দ্রের, এছাড়াও চালু হবে এইসব পরিষেবা- দেখুন।

প্রকল্পের আওতাধীন শিল্পি ও কারিগরদের তালিকা

১) সোনা-রুপার কারিগর
২) মৃৎশিল্পী (কুমোর)
৩) জুতো সারাই ও জুতো তৈরীর সাথে যুক্ত কারিগর (চর্মকার)
৪) রাজমিস্ত্রি
৫) ঝুড়ি, মাদুর, ঝাড়ু, সুতোয় বোনা পুতুল এবং খেলনা বানানোর কারিগর
৬) নাপিত
৭) ফুলের কাজের সাথে যুক্ত শিল্পিরা
৮) ধোপা
৯) দর্জি
১০) মাছ ধরার জাল বানানো শিল্পিরা
১১) তামা, ব্রোঞ্জ ও পিতল, ডাইশ, বাসনপত্র ও মূর্তি বানানোর কারিগর।

আবেদন প্রক্রিয়া

আবেদনে ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে https://pmvishwakarma.gov.in/ – এই ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পূর্ণ করতে পারবেন, তবে এর জন্য আবেদনকারীদের স্থানীয় কোনো অনলাইন ক্যাফেতে (CSC সেন্টারে) যেতে হবে।

উপসংহার

সাধারণ চিরাচরিত কারিগর ও শিল্পী সমাজবন্ধুদের জন্য উৎসর্গিত এই প্রকল্পে সরকারের পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। কেন্দ্রীয় সরকারের তরফে আগামী ৫ বছরে এই যোজনার জন্য মোট ১৩০০০ কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। সঠিকভাবে প্রকল্প রূপায়িত হলে সেইসমস্ত সমাজবন্ধুদের অভাবনীয় উপকার হবে, যার ফলে সার্বিকভাবে দেশের উন্নতি বৃদ্ধি হবে।

বিশেষ খবর : অর্ধেক বিল জমা করলেই বাকি বিল সম্পূর্ণ মুকুব! দুয়ারে সরকারের এই কর্মসূচিতে বিপুল সাড়া।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now