WB Ration Shop: পশ্চিমবঙ্গে রেশন দোকানগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা চালুর প্রস্তাব কেন্দ্রের, এছাড়াও চালু হবে এইসব পরিষেবা- দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Ration Shop News: পশ্চিমবঙ্গের ২০ হাজারেরও বেশি রেশন দোকানে এবার থেকে ন্যায্য মূল্যে চাল গমের পাশাপাশি মিলবে আরও একগুচ্ছ জনকল্যাণমূলক পরিষেবা। যার ফলে উপকৃত হবে মোট ৮ কোটি ৮০ লক্ষ উপভোক্তা। হ্যাঁ, রেশন ডিলারদের আয় ও সেইসাথে প্রত্যন্ত গ্রামে উন্নতমানের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য বিরাট পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

কি কি পরিষেবা মিলবে?

অনেকদিন থেকেই বিভিন্ন সময়ে শোনা গিয়েছে, রেশন দোকান গুলিতে শীঘ্রই গ্যাস সিলিন্ডার বন্টনের পরিষেবা চালুর কথা। কিন্তু সেই পরিষেবা বাস্তবায়িত হতে দেখা যায়নি। তবে এইবারে সেই প্রকল্পের সাথে আরও কিছু প্রকল্প শুরু করতে কার্যত উঠে পড়ে লেগেছে সরকার। প্রস্তাবিত হয়েছে একাধিক পরিষেবা; আর খুব শীঘ্রই সেগুলি চালু হবে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, মূলত: ব্যাঙ্কিং পরিষেবা, গ্যাস সিলিন্ডার ডেলিভারি ও স্বল্প খরচে Wi-Fi পরিষেবা ইত্যাদি এবার থেকে রেশন দোকানের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে উদ্যোগী সরকার। অর্থাৎ রাজ্যের প্রতিটি রেশন দোকান আগামী দিনে “কমন সার্ভিস সেন্টারে” পরিণত হয়ে যাবে।

চাকরির খবর : ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

ব্যাঙ্কে যেসব পরিষেবা পাওয়া যাবে

‘রেশন ব্যাঙ্কিং’ পরিষেবা চালু করার জন্য প্রতিটি রেশন ডিলারদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের সাথে যুক্ত করা হবে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক হল ভারতীয় ডাক বিভাগের নিজস্ব একটি ব্যাঙ্ক। এখানে, নতুন একাউন্ট খোলা, টাকা জমা-তোলা, জীবন বীমা কিংবা পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের পরিষেবা পাওয়া যাবে এবং সেইসাথে ন্যায্য মূল্যে মিলবে আধার ও প্যান কার্ড বিষয়ক যাবতীয় কাজ।

এই বিষয়ে রেশন ডিলারদের মতামত

রাজ্যের রেশন ডিলাররা কেন্দ্রের এই উদ্যোগকে কার্যত উচ্ছসিত ভাবে স্বাগত জানিয়েছেন। এই বিষয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সম্পাদক জানান, বর্তমানে রেশন ব্যাবসার বাজার মন্দা- দিনদিন আয় ক্রমশ তলানিতে, তাই তাদের তরফ থেকে অনেক আগেই এই বিষয়ে কেন্দ্রকে অনুরোধ জানানো হয়েছিল।

উল্লেখ্য, কেন্দ্র ও রাজ্যের উদ্যোগে বিহার সহ ঝাড়খন্ড, হরিয়ানা ও উত্তরপ্রদেশের মতন বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই রেশনগুলিতে একাধিক পরিষেবামূলক কাজ পাওয়া যায়।

রাজ্য সরকারের মতামত

বর্তমানে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এই বিষয়ে তিনি সহমত পোষণ করে বলেন, তারাও চান রেশন দোকানে অতিরিক্ত পরিষেবা চালু হোক, তাই কেন্দ্রের দেওয়া প্রস্তাবকে তারা খতিয়ে দেখতে চান এবং মুখ্যমন্ত্রীর সায় পেলেই দ্রুত কেন্দ্র-রাজ্য মিলেমিশে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

বিশেষ খবর : বাড়িতে বাড়িতে খুলে ফেলা হচ্ছে ডিজিটাল মিটার, বসানো হচ্ছে স্মার্ট প্রিপেইড মিটার।

Quiz Test : ওজোন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে পাওয়া যায়? -এছাড়াও রইলো বহুবার পরীক্ষায় আসা ১০ টি প্রশ্ন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment