NSDL Shiksha Sahyog Scholarship: ন্যাশনাল সিকিউরিটিস ডিপোজিটরি দেবে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ১২০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

NSDL Shiksha Sahyog Scholarship 2023: NSDL Shiksha Sahyog Scholarship Scheme হল National Securities Depository Ltd. এর পক্ষ থেকে প্রদান করা একটি প্রতিষ্ঠিত স্কলারশিপ যার মাধ্যমে দুঃস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য প্রতিবছর আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। সংস্থার তরফে প্রতিবছরের মতন এবছরও অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা হয়েছে, যেখানে আবেদনে ইচ্ছুক শিক্ষার্থীরা নিজেদের নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন। এই প্রতিবেদনে আমরা দেখে নেব কিভাবে, কোন মাপদণ্ডের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে।

NSDL Shiksha Sahyog Scholarship পাওয়ার যোগ্যতা

এই স্কলারশিপে আবেদনে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের পূর্বে নিম্নোক্ত শর্তাবলী দেখে নিতে হবে-

১) প্রথমত, শিক্ষার্থীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।

২) বর্তমানে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীরা এবং যেকোনো গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য।

৩) শিক্ষার্থীকে অবশ্যই আগের শ্রেণীতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। (একাদশ ও দ্বাদশ শ্রেণীতে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যতা বিচার করা হবে)

৪) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ ৩ লক্ষ টাকা অথবা তার নীচে হলে আবেদনযোগ্য।

চাকরির খবর : খড়গপুর IIT -তে নন-টিচিং পদে প্রচুর কর্মী নিয়োগের আবেদন চলছে, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।

NSDL Shiksha Sahyog Scholarship এর সুবিধা

এই স্কলারশিপে শ্রেণী অনুসারে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বন্টন করা হবে। যত শ্রেণীর উচ্চতা বাড়বে, আর্থিক সহায়তার হারের পরিমাণও ততটাই বৃদ্ধি পাবে।

শ্রেণী বৃত্তির পরিমাণ 
অষ্টম ও নবম ২৫০০ টাকা
দশম ৩৫০০ টাকা
একাদশ ও দ্বাদশ ৫০০০ টাকা
গ্র্যাজুয়েশন ১০০০০ টাকা
পোস্ট গ্র্যাজুয়েশন ১২০০০ টাকা

কিভাবে করা যাবে আবেদন?

প্রার্থীদের প্রথমে “www.vidyasaarathi.co.in” ওয়েবসাইটে গিয়ে “Browse Avilable Schemes” অপশনে ক্লিক করতে হবে, সেখানে NSDL Shiksha Sahyog Scholarship বেছে নিয়ে “Apply” অপশনে ক্লিক করে নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর, লগইন করে নিয়ে, যাবতীয় ডকুমেন্টস সহকারে ফর্মটি ফিলাপ করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের সময় যেসব ডকুমেন্টস লাগবে

LIC HFL Vidyadhan Scholarship -এ আবেদন করতে নীচের ডকুমেন্টগুলি .jpeg .png ফরম্যাটে আপলোড করতে হবে।

১) আধার কার্ড।

২) ইনকাম সার্টিফিকেট।

৩) শিক্ষার্থীর ব্যাঙ্কের পাশ বই।

৪) স্কুল/কলেজে ভর্তির ফি-র রশিদ। 

৫) বিগত শ্রেণীর মার্কশীট (2022-23 সালের)। 

৬) স্কুল বা কলেজের থেকে প্রাপ্ত Bonafide Certificate.

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

আবেদন শেষ : ২৯.১০.২০২৩
আবেদন করার লিঙ্ক : Apply Now 

আরেকটি স্কলাপরশিপ : টাটা গ্রুপের এই স্কলারশিপে প্রত্যেকে পাবেন ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। অনলাইনে শুরু হল আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now