Food SI General Knowledge : বলতে পারবেন, সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? -দেখুন ১০ টি বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর : General Knowledge হল একটি বিস্তৃত বিষয় যা ইতিহাস, ভূগোল, বর্তমান ঘটনা, বিজ্ঞান এবং প্রযুক্তি সহ বিস্তৃত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। যদিও প্রতিটি বিষয় সম্পর্কে সবকিছু জানা অসম্ভব, তবে GK সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Miscellaneous Services, WPSC Clerk এর মতন যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি উল্লেখযোগ্য ফলাফল আশা করতে পারেন।

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর

১) নৈনিতাল কোন রাজ্যে অবস্থিত?

ক. ছত্তিশগড়।

খ. মহারাষ্ট্র।

গ. উত্তরাখন্ড।

ঘ. অরুণাচল প্রদেশ।

View Answer

উঃ উত্তরাখন্ড।

২) নির্বাচন কমিশন গঠন করেন কে?

ক. রাষ্ট্রপতি ।

খ. উপরাষ্ট্রপতি।

গ. প্রধানমন্ত্রী।

ঘ. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

View Answer

উঃ রাষ্ট্রপতি।

৩) প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পায়?

ক. মিলখা সিং।

খ. রাহুল দ্রাবিড়।

গ. শচীন টেন্ডুলকার।

ঘ. বিশ্বনাথ আনন্দ।

View Answer

উঃ বিশ্বনাথ আনন্দ।

৪) কাঁচি কোন শ্রেণীর লিভার?

ক. প্রথম শ্রেণির।

খ. দ্বিতীয় শ্রেণির।

গ. তৃতীয় শ্রেণির।

ঘ. উপরের কোনটাই নয়

View Answer

উঃ প্রথম শ্রেণির

৫) সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত?

ক. সাঁওতাল বিদ্রোহ।

খ. সন্ন্যাসী বিদ্রোহ।

গ. চুয়াড় বিদ্রোহ।

ঘ. কোল বিদ্রোহ।

View Answer

উঃ সাঁওতাল বিদ্রোহ।

৬) ভারতবর্ষের সবচেয়ে বড়ো উপজাতি কোনটি?

ক. সাঁওতাল।

খ. থারু।

গ. গোল্ড।

ঘ. ভিল।

View Answer

উঃ গোল্ড।

চাকরির খবর : রাজ্যের স্কুলে টিচিং ও নন-টিচিং স্টাফ নিয়োগ, ইন্টারভিউ দিয়ে হবে চাকরি।

৭) মৃতজীবির উদাহরণ কি?

ক. ছত্রাক।

খ. কলসপত্রী।

গ. স্বর্ণলতা।

ঘ. শৈবাল।

View Answer

উঃ ছত্রাক।

৮) ভারতের গম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?

ক. দেরাদূনে।

খ. মুম্বাইয়ে।

গ. কটকে।

ঘ. দিল্লির পুষায়।

View Answer

উঃ দিল্লির পুষায়

৯) হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি?

ক. সাদা।

খ. সবুজ।

গ. লাল।

ঘ. নীল।

View Answer

উঃ নীল।

১০) ভারতের কোন বন্দর থেকে সবচেয়ে বেশি চা বিদেশে রপ্তানি হয়?

ক. কোলকাতা

খ. মুম্বাই।

গ. চেন্নাই।

ঘ. বিশাখাপত্তনম।

View Answer

উঃ কোলকাতা।

এইগুলিও পড়ুন : 

আরেকটি চাকরির খবর : ভারতীয় আয়ুর্বেদ ইনস্টিটিউটে ১২৯ টি শূন্যপদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ।

আরেকটি মক টেস্ট : হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? – দেখুন ১০ টি বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now