Nabanna Scholarship: শুরু হয়ে গেলো নবান্ন স্কলারশিপের অনলাইন আবেদন, প্রত্যেকে পাবে ১০০০০ টাকা!

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Nabanna Scholarship 2023: সকল শিক্ষার্থীদের জন্য সুখবর! শুরু হয়েছে গেল নবান্ন স্কলারশিপ অর্থাৎ Chief Minister Relief Fund Scholarship ২০২৩ সেশন এর অনলাইন আবেদন প্রক্রিয়া। যেসমস্ত ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক, একাদশ, উচ্চমাধ্যমিক ও কলেজ পাশ করেছ, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আজকের প্রতিবেদনে এই স্কলারশিপ এর বিষয়ে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি শেয়ার করছি, দেখে নাও কোন যোগ্যতায়, কারা কিভাবে করবে আবেদন।

নবান্ন স্কলারশিপে আবেদনের যোগ্যতা

১) শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) পরীক্ষায় পাশ করার পর পশ্চিমবঙ্গের মধ্যে, সরকার স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকলে আবেদনযোগ্য।

৩) মাধ্যমিক, একাদশ অথবা দ্বাদশ শ্রেণীতে মোট নম্বরের অনুপাতে ন্যূনতম ৫০ শতাংশ এবং ৬০ শতাংশের কম নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপ পাবে।

৪) যারা কলেজে B.A, B. Sc পাশ করেছে, তাদের ক্ষেত্রে মোট নম্বরের অনুপাতে ন্যূনতম ৫০ শতাংশ এবং ৫৩ শতাংশের কম পেয়ে থাকলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে।

৫) শিক্ষার্থীর পরিবারের বছরের ইনকাম হতে হবে ১,২০,০০০ এর মধ্যে।

৬) শিক্ষার্থী যদি অন্য কোনো সরকারি কিংবা বেসরকারি স্কলারশিপ বা স্টাইপেন্ড পেয়ে থাকে, তবে তারা এই স্কলারশিপে আবেদনযোগ্য নয়।

আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্যগুলি

মাধ্যমিকের এডমিট কার্ডে থাকা নাম।
বাবা-মায়ের নাম।
বয়স।
মাধ্যমিকের এডমিট কার্ডের রোল নং।
মোবাইল নম্বর এবং সেইসাথে কাছাকাছি মোবাইল রাখতে হবে।
ইমেল আই. ডি। (না দিলেও চলবে)
ব্যাঙ্ক একাউন্টের তথ্য। (একাউন্ট নম্বর, IFSC ইত্যাদি)

এটিও পড়ুন : রাজ্যে শুরু হয়ে গেলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন, দেখুন কারা পাবেন। 

যেসব ডকুমেন্টের ছবি আপলোড করতে হবে

প্রথমত, প্রতিটি ছবি হতে হবে ৫০০Kb এর মধ্যে এবং ফরম্যাট হতে হবে PDF.

১) মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি আবেদনপত্র লিখতে হবে এবং আবেদন পত্রে শিক্ষার্থীর সই, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আই. ডি ইত্যাদি উল্লেখ করতে হবে। তারপর সেটির ছবি তুলে আপলোড করতে হবে।

২) নিজের এলাকার MLA অথবা MP এর থেকে প্রাপ্ত একটি সুপারিশপত্র।

৩) রাজ্যের কোনো মন্ত্রী, DM, SDO, BDO অথবা Joint BDO এর থেকে প্রাপ্ত পরিবারের ইনকাম সার্টিফিকেট।

৪) নতুন ভর্তি হওয়া প্রতিষ্ঠানের থেকে প্রাপ্ত ভর্তির রশিদ।

৫) মাধ্যমিকের এডমিট কার্ড।

৬) পাশ করা শ্রেণীর মার্কশিট। অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে আবেদন করছে, তারা মাধ্যমিকের দেবে, আর যারা উচ্চমাধ্যমিক পাশ করেছে, তারা উচ্চমাধ্যমিকের দেবে।

৭) ব্যাঙ্কের পাশ বই এর প্রথম পাতা, যেখানে একাউন্ট নম্বর, IFSC ইত্যাদি লেখা রয়েছে।

কত টাকা স্কলারশিপ দেওয়া হয়

যদিও অফিসিয়ালি কোনো টাকার পরিমানের উল্লেখ নেই, কিন্তু ছাত্রছাত্রীরা বছরে এককালীন ১০ হাজার টাকার স্কলারশিপ পেয়ে থাকেন।

স্কলারশিপে আবেদন প্রক্রিয়া

নবান্ন স্কলারশিপের জন্য, শিক্ষার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য https://cmrf.wb.gov.in/ – এই ওয়েবসাইটে গিয়ে, Home Page এর মধ্যে থাকা Apply For Financial Assistance For Education অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে নিচে আবেদনের ডাইরেক্ট লিংক দেওয়া হলো, সেখানে ক্লিক করেও আবেদন করতে পারবে।

আবেদনের লিঙ্ক :  Apply Now

এটিও পড়ুন : Chandrayaan 3 Mission: মিশনের ‘মাস্টারমাইন্ড’ ঋতু করিধাল, কি নিয়ে পড়াশোনা করে পেয়েছিলেন এই চাকরি, জানুন বিস্তারিত।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment