Chandrayaan 3 Mission: মিশনের ‘মাস্টারমাইন্ড’ ঋতু করিধাল, কি নিয়ে পড়াশোনা করে পেয়েছিলেন এই চাকরি, জানুন বিস্তারিত।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Chandrayaan 3 Mission: ঋতু করিধাল (Ritu Karidhal), বর্তমানে অত্যন্ত চর্চিত একটি নাম। চন্দ্রযান- ৩ অভিযান যার নামে জুড়ে রয়েছে, তিনি চর্চার মধ্যে থাকবেন এটাই স্বাভাবিক। এই বিশিষ্ট মহিলার হাত ধরে ২০১৩ সালে পাঠানো ভারতের মঙ্গল অভিযান সম্পূর্ণ হয়। তিনি ছিলেন চন্দ্রযান- ২ অভিযানের ‘মিশন ডিরেক্টর’, আর এবারের চন্দ্রযান- ৩ অভিযানেও তিনি রয়েছেন গুরু দায়িত্বে। এতগুলি সাফল্যের কান্ডারি এই বিশিষ্ট মহিলা, ভারতের ‘রকেট ওম্যান’ নামে পরিচিত।

ঋতু করিধাল এর শৈশবকাল

ঋতু করিধাল জন্মেছিলেন উত্তর প্রদেশের লখনৌতে। পরিবার ছিল মধ্যবিত্ত। ছোটবেলা থেকেই পড়াশোনায় আগ্রহী এই নারী স্বপ্ন দেখতেন মহাশূন্যের। উত্তর খোঁজার চেষ্টা করতেন, চাঁদের কালো দাগের পিছনে থাকা রহস্যের। যখন কিশোরী মেয়ে ছিলেন, তখন সংবাদপত্র থেকে ইসরো ও নাসা দ্বারা প্রকাশিত মহাশূন্যের ছবি ও খবরগুলি কেটে রাখতেন নিজের কাছে।

ঋতু করিধাল এর পড়াশোনা জীবন

লখনৌ ইউনিভার্সিটি থেকে ফিজিক্স এ B. Sc ও M. Sc করার পর, ব্যাঙ্গালুরুর IISc ইউনিভার্সিটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। পরবর্তীতে, ১৯৯৭ সালে ইসরো এর সাথে যুক্ত হন এবং ইসরো এর বিভিন্ন অভিযানে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি সামলেছেন। এছাড়াও তিনি দেশে ও বিদেশের বিভিন্ন পত্রিকায় ২০ টিরও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন।

আরও পড়ুন : Chandrayaan- 3 মিশনে কত খরচ, চাঁদে ঠিক কি খুঁজতে এই মিশন পাঠানো হচ্ছে: ২ মিনিটে জেনে নিন সব তথ্য।

প্রসঙ্গত, ইসরো গত ১৪ ই জুলাই মহাকাশে চন্দ্রযান- ৩ অভিযান সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে চাঁদে গিয়ে পৌঁছাবে। অতিক্রম করবে প্রায় ৩ লক্ষ কিলোমিটার দূরত্ব। ইসরো এর এই মিশনে দেশের বিভিন্ন জায়গা থেকে উঠে আসা বিজ্ঞানীরা শামিল রয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য দায়িত্বে রয়েছেন ‘রকেট ওম্যান’ ঋতু করিধাল।

তবে, এই অভিযানে তিনি একাই একজন মহিলা নন, মোট ৫৪ জন মহিলা বিজ্ঞানী Chandrayaan 3 এর সাফল্যের জন্য বিভিন্ন বিভাগে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তাই, তাঁরা প্রচারের আলোয় না থাকলেও, সকলেই দেশের নাম উজ্জ্বল করছেন, তাই সকল বিজ্ঞানীরাই প্রশংসার পাত্র।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment