LPG Price: গ্যাসের দাম কমানো হল, নগদে ছাড় নাকি কেনার পর সাবসিডির টাকা ব্যাঙ্কে ঢুকবে? – সব খটকা দূর করে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

LPG Price Reduced: পয়লা মার্চ ২০২৩ থেকে দীর্ঘ ৫ মাস দাম স্থির থাকার পর, গতকাল কেন্দ্রীয় সরকারের তরফে গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করা হয়। আজ ৩০ শে আগস্ট তার প্রভাব দেখা যাচ্ছে। এক ধাক্কায় দেশের সর্বত্র সাধারণ ডোমেস্টিক গ্যাসের মূল্য ২০০ টাকাউজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্যাসের মূল্য ৪০০ টাকা কমে গিয়েছে- যা সত্যিই ৩৩ কোটি গ্যাস গ্রাহকের জন্য একটা স্বস্তির খবর।

নতুন মূল্যে দেশের বিভিন্ন স্থানে গ্যাসের দাম

নতুন দাম চালু হওয়ার ফলে, ৩০ আগস্ট থেকে রাজধানী দিল্লীতে ১৪.২ কেজি ডোমেস্টিক গ্যাসের দাম হল ৯০৩ টাকা, কোলকাতায় ৯২৯ টাকা ও মুম্বাইতে ৯০২.৫০ টাকা। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন দাম থাকবে, যাতায়াত খরচের হিসেব ধরলে এটাই স্বাভাবিক।

উজ্বলা যোজনার গ্যাসের দামে ৪০০ টাকা ছাড় কিভাবে?

বর্তমানে দেশের ৯ কোটি ৬০ লক্ষ গ্রাহক, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাস ব্যবহার করছেন। এতদিন তারা সাধারণ দামে গ্যাস কিনলেও, ২০০ টাকা করে সাবসিডি পেতেন, যা তাদের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি ঢোকানো হত। নতুন নিয়মে, তারা গতকালের দামের থেকে ২০০ টাকা কম দরেই গ্যাস বুক করতে পারবেন, সেইসাথে ২০০ টাকা ব্যাঙ্ক সাবসিডিও পেয়ে যাবেন, অর্থাৎ মোট ৪০০ টাকা ছাড় পাবেন তারা।

আরেকটি খবর : পশ্চিমবঙ্গে রেশন দোকানগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা চালুর প্রস্তাব কেন্দ্রের, এছাড়াও চালু হবে এইসব পরিষেবা- দেখুন।

এতে সরকারের কত খরচ হবে?

এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, গ্যাসের দাম কমানোয় ২০২৩-২৪ অর্থবর্ষে সরকারের অতিরিক্ত ৭,৬৮০ কোটি টাকা খরচ হবে। সেইসাথেই তিনি এটাও জানান, নতুন করে আরও ৭৫ লক্ষ উজ্জ্বলা গ্যাস কানেকশন দেওয়া হবে, এর জন্য শীঘ্রই আবেদনপ্রক্রিয়া শুরু হয়ে যাবে।

এক্ষুনি জেনে নিন আপনার গ্যাসের দাম কত হল

আপনি বাড়ি বসেই নতুন দরে গ্যাসের দাম এক্ষুনি জেনে নিতে পারেন খুবই সহজ উপায়ে। আপনাকে শুধু আপনার মোবাইলে Paytm/Amazon/Phonpe -এর মাধ্যমে অনলাইন গ্যাস বুকিং অপশনে ক্লিক করে কনজিউমার আই.ডি বা লিঙ্ক করা মোবাইল নম্বর দিতে হবে। ব্যাস, তাহলেই আপনি গ্যাসের অনলাইন বুকিং কিংবা শুধুমাত্র দাম জেনে নিতে পারবেন।

বিশেষ খবর : বাড়িতে বাড়িতে খুলে ফেলা হচ্ছে ডিজিটাল মিটার, বসানো হচ্ছে স্মার্ট প্রিপেইড মিটার।

কুইজ টেস্ট : ওজোন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে পাওয়া যায়? -এছাড়াও রইলো বহুবার পরীক্ষায় আসা ১০ টি প্রশ্ন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment