Food SI General Knowledge- ওজোন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে পাওয়া যায়? -এছাড়াও রইলো বহুবার পরীক্ষায় আসা ১০ টি প্রশ্ন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : ভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য General Knowledge অপরিহার্য কারণ এটি বর্তমান বিষয়, ইতিহাস এবং সংস্কৃতি, বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বাড়ায়। এটি সমালোচনামূলক চিন্তাভাবনা বাড়ায়, সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করে এবং SSC MTS, WBP, GD Constable, Food SI এবং  WBPSC -এর মতো পরীক্ষায় কর্মক্ষমতা বাড়ায়। যেসকল ছাত্রছাত্রীরা Food SI, জেল পুলিশ সহ অন্যান্য পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছো, তাদের জন্য রইল আজকের বাছাই করা ১০ টি General Knowledge MCQ

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) সমুদ্রের নিন্মদেশে অবস্থিত জীবদের কী বলা হয়?

ক. প্ল্যাঙ্কটন।

খ. বেনথস।

গ. নেকটন।

ঘ. ফাইটন।

View Answer

উঃ বেনথস।

২) কর্ণাটকের পূর্বের নাম কি ছিল?

ক. মহীশূর।

খ. কুশী।

গ. উজ্জয়িনী।

ঘ. অস্মক।

View Answer

উঃ মহীশূর।

৩) শতদ্রু কোন নদীর উপনদী?

ক. গঙ্গার উপনদী।

খ. সিন্ধু নদের উপনদী।

গ. যমুনার উপনদী।

ঘ. ব্রহ্মপুত্রের উপনদী।

View Answer

উঃ সিন্ধু নদের উপনদী।

৪) জনগণের টাকার অভিভাবক কাকে বলা হয়?

ক. রাষ্ট্রপতি।

খ. সংসদ।

গ. রিজার্ভ ব্যাঙ্ক।

ঘ.

View Answer

উঃ

৫) নীচের কোন গাছটি বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয়?

ক. জাট্রোপা।

খ. পাইন।

গ. কার্পাস।

ঘ. আখ।

View Answer

উঃ জাট্রোপা।

চাকরির খবর : জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে রাজ্যে ৭৬২ টি শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি, অনলাইনে করুন আবেদন।

৬) সৌরশক্তি উৎপাদনে বিশ্বে প্রথম দেশ কোনটি?

ক. জাপান।

খ. ইতালি।

গ. চিন।

ঘ.

View Answer

উঃ জার্মানি

৭) ওজোন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে পাওয়া যায়?

ক. ট্রপোস্ফিয়ারে।

খ. মেসোস্ফিয়ারে।

গ. থার্মোস্ফিয়ারে।

ঘ. স্ট্র্যাটোস্ফিয়ারে।

View Answer

উঃ স্ট্র্যাটোস্ফিয়ারে।

৮) বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?

ক. ২১শে মার্চ।

খ. ২১শে এপ্রিল।

গ. ১৫ই জুন।

ঘ.

View Answer

উঃ ২১শে মার্চ

৯) গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ?

ক. আরাবল্লী।

খ. ধাওলাধর।

গ. কারাকোরাম।

ঘ. সিঙ্গালিলা।

View Answer

উঃ আরাবল্লী।

১০) পরিবেশের ফুসফুস কাকে বলা হয়?

ক. জলকে।

খ. বায়ুকে।

গ. অরণ্যকে।

ঘ. জলাভূমিকে।

View Answer

উঃ অরণ্যকে।

বিশেষ খবর : বাড়িতে বাড়িতে খুলে ফেলা হচ্ছে ডিজিটাল মিটার, বসানো হচ্ছে স্মার্ট প্রিপেইড মিটার।

মক টেস্ট : বিগত বছরের পরীক্ষার ১০ টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment