জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : ভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের জন্য, General Knowledge একটি গুরুত্বপূর্ণ বিষয় যার ঠিকঠাক প্রশিক্ষণ অত্যন্ত জরুরী। এটি বিশ্ব, জাতি এবং বর্তমান ঘটনা সম্পর্কে সামগ্রিক সচেতনতা বাড়ায়, যা পরীক্ষার্থীদের SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এবং আরও অনেক কিছুর মতো পরীক্ষায় পারদর্শী হতে সক্ষম করে। General Knowledge এই পরীক্ষাগুলির একটি মূল উপাদান, যা একজন প্রার্থীর বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং আপ-টু-ডেট বোঝার ক্ষমতা প্রদর্শন করে। আজকের প্রতিবেদনে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করে ১০ টি General Knowledge Questions & Answers নিয়ে এলাম সকল পরীক্ষার্থীদের জন্য।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) বায়ুচাপ পরিমাপের যন্ত্রটিকে কী বলে?
ক. থার্মোমিটার।
খ. ব্যারোমিটার।
গ. ম্যানোমিটার।
ঘ. সিসমোমিটার।
View Answer
২) প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে?
ক. দয়ানন্দ সরস্বতী।
খ. আত্মারাম পান্ডুরঙ্গ।
গ. জ্যোতিবা ফুলে।
ঘ. রামমোহন রায়।
View Answer
৩) পশ্চিমবঙ্গে কোথায় পরিণত বদ্বীপ দেখা যায়?
ক. হুগলী।
খ. নদীয়া।
গ. উত্তর ২৪ পরগণা।
ঘ. দক্ষিণ ২৪ পরগণা।
View Answer
৪) প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে কার্যকরী হয়?
ক. ১৮৫৩ সালে।
খ. ১৮৬১ সালে।
গ. ১৮৯২ সালে।
ঘ.।
View Answer
৫) মানব শরীরের রক্ত বিশুদ্ধিকরণের জন্য কোন অঙ্গটি কাজে লাগে?
ক. বৃক্ক।
খ. যকৃত।
গ. প্লীহা।
ঘ.।
View Answer
আবেদনের শেষ তারিখ : এয়ারপোর্টে কয়েকশো শূন্যপদে অফিস স্টাফ নিয়োগ, অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ।
৬) স্বাধীন ভারতে প্রথম কবে জাতীয় জরুরী অবস্থা জারি করা হয়?
ক. ১৯৬২ সালে।
খ. ১৯৬৭ সালে।
গ. ১৯৭৬ সালে।
ঘ. ১৯৭৮ সালে
View Answer
৭) সাতপুরা কী প্রকৃতির পর্বত?
ক. ভঙ্গিল পর্বত।
খ. ক্ষয়জাত পর্বত।
গ. আগ্নেয় পর্বত।
ঘ. স্তূপ পর্বত।
View Answer
৮) জুনাগড় শিলালিপি কার সঙ্গে সম্বন্ধযুক্ত?
ক. দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
খ. বিম্বিসার।
গ. রুদ্রদমন।
ঘ.
View Answer
চাকরির খবর : ONGC তে ২৫০০ শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় অনলাইন আবেদন করুন।
৯) কোন জন্তু ডিম পাড়ে আবার দুধও দেয়?
ক. ইঁদুর।
খ. বাদুড়।
গ. উটপাখি।
ঘ. প্লেটিপাস।
View Answer
১০) ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
ক. নাগপুরে।
খ. দেরাদুনে।
গ. কোলকাতায়।
ঘ. চেন্নাইয়ে।
View Answer
আরেকটি মক টেস্ট : বলতে পারবেন, কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? – দেখে নিন পরীক্ষায় আসা ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন।