WBPSC Clerkship General Knowledge: স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? – কমন ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর : General Knowledge হল একটি বিস্তৃত বিষয় যা ইতিহাস, ভূগোল, বর্তমান ঘটনা, বিজ্ঞান এবং প্রযুক্তি সহ বিস্তৃত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। যদিও প্রতিটি বিষয় সম্পর্কে সবকিছু জানা অসম্ভব, তবে GK সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Miscellaneous Services, WPSC Clerk এর মতন যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি উল্লেখযোগ্য ফলাফল আশা করতে পারেন।

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর

১) স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়-

ক. ১৯৪৭ সালে।

খ. ১৯৪৮ সালে।

গ. ১৯৫০ সালে।

ঘ. ১৯৫২ সালে।

View Answer

উঃ ১৯৫২ সালে।

২) বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত?

ক. অসম।

খ. ঝাড়খণ্ড।

গ. ওড়িশা।

ঘ. কৰ্ণাটক।

View Answer

উঃ কৰ্ণাটক।

৩) কবিরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন?

ক. সমুদ্র গুপ্ত।

খ. স্কন্দগুপ্ত।

গ. প্রথম কুমার গুপ্ত।

ঘ. লক্ষণ সেন।

View Answer

উঃ সমুদ্র গুপ্ত।

৪)  দিল্লীর প্রাচীন নাম কি ছিল?

ক. ইন্দ্ৰপ্ৰস্থ।

খ. গয়া।

গ. অযোধ্যা।

ঘ. পাটলিপুত্র

View Answer

উঃ ইন্দ্ৰপ্ৰস্থ

৫) নিন্মের কোন ব্যাক্টেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী?

ক. স্ট্রেপটোকক্কাস।

খ. স্ট্যাফিলোকক্কাস।

গ. ল্যাকটোব্যাসিলাস।

ঘ. সালমোনেল্লা।

View Answer

উঃ ল্যাকটোব্যাসিলাস।

মক টেস্ট : ভারতের জাতীয় সংগীত গাইবার সময়সীমা কত? – এরকম মোট ১০ টি প্রশ্নের উত্তর জেনে নিন।

৬) সূর্যোদ্বয়ের দেশ বলা হয়-

ক. জাপান।

খ. আফ্রিকা।

গ. রোম।

ঘ. নরওয়ে।

View Answer

উঃ জাপান।

৭) আজাদ হিন্দ ফৌজের আনুষ্ঠানিক প্রধান ছিলেন-

ক. সুভাষচন্দ্র বসু।

খ. রাসবিহারী বসু।

গ. শচীন্দ্রপ্রসাদ বসু।

ঘ. কৃষ্ণা বসু।

View Answer

উঃ সুভাষচন্দ্র বসু।

৮) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন-

ক. চক্রবর্তী রাজা গোপালাচারী।

খ. লর্ড মাউন্টব্যাটেন।

গ. লর্ড ক্যানিং।

ঘ. উইলিয়াম বেন্টিংস।

View Answer

উঃ লর্ড মাউন্টব্যাটেন

৯) স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়-

ক. ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি।

খ. ১৯৪৯ সালে ২৬শে জানুয়ারি।

গ. ১৯৪৭ সালে ১৫ই আগস্ট।

ঘ. ১৯৪৯ সালে ২৬ শে নভেম্বর।

View Answer

উঃ ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি।

১০) স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন-

ক. এ.পি.জে. আব্দুল কালাম।

খ. বল্লবভাই প্যাটেল।

গ. আবুল কালাম আজাদ।

ঘ. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ।

View Answer

উঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ।

আরেকটি মক টেস্ট : চেঙ্গিস খান কত সালে ভারত আক্রমণ করেন? – বিগত বছরের ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now