Food SI General Knowledge- বলুন দেখি, বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? – চাকরির পরীক্ষায় আসা ১০ টি প্রশ্ন ও উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : General Knowledge বা সাধারণ জ্ঞান হল আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিস্তৃত পরিসর। এটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বর্তমান ঘটনা এবং অন্যান্য অনেক বিষয়ের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। সাধারণ জ্ঞান অনেক কারণে গুরুত্বপূর্ণ, যেমন এটি আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে, তেমনই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, যেমন SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন পরীক্ষাগুলোতে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে প্রতিদিনের মতন আজও ১০ টি General Knowledge Questions & Answers দেওয়া হল, যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) জমি জরিপের প্রথা চালু করেন কে?

ক. হুমায়ুন।

খ. জাহাঙ্গীর।

গ. আকবর।

ঘ. শেরশাহ।

View Answer

উঃ শেরশাহ।

২) অর্থনীতির জনক কাকে বলা হয়?

ক. অ্যাডাম স্মিথ।

খ. এরিস্টটল।

গ. মার্কনি।

ঘ. ই.এম.হোয়াইট।

View Answer

উঃ অ্যাডাম স্মিথ।

৩) ভারতে GST চালু হয় কবে থেকে?

ক. ১৯৯৯ সালে।

খ. ২০০৫ সালে।

গ. ২০১৫ সালে।

ঘ. ২০১৭ সালে।

View Answer

উঃ ২০১৭ সালে।

৪)  ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার?

ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত।

খ. মধুসূদন দত্ত।

গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

ঘ.

View Answer

উঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

৫)  SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি?

ক. ভোল্ট।

খ. ওয়াট।

গ. কুলম্ব।

ঘ.

View Answer

উঃ কুলম্ব।

চাকরির খবর : কেন্দ্রীয় আট বাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন কবে থেকে শুরু হবে আবেদন।

৬) মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে?

ক. শুঙ্গ যুগে।

খ. কুষান যুগে।

গ. সাতবাহন যুগে।

ঘ. শক যুগে

View Answer

উঃ কুষান যুগে

৭) ‘ব্রতচারী’ আন্দোলন কে গড়ে তুলেছিলেন?

ক. গুরুসদয় দত্ত।

খ. বাল গঙ্গাধর তিলক।

গ. দয়ানন্দ সরস্বতী।

ঘ. স্বামী বিবেকানন্দ।

View Answer

উঃ গুরুসদয় দত্ত।

৮) বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন?

ক. আলিবর্দী খাঁ।

খ. মুর্শিদকুলি খাঁ।

গ. নবাব সিরাজ-উদ-দৌলা।

ঘ.

View Answer

উঃ শশাঙ্ক

আরেকটি চাকরি : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ২০০০ শূন্যপদে চাকরি, অনলাইন আবেদন শুরু।

৯) দইয়ে কোন অ্যাসিড থাকে?

ক. ল্যাকটিক অ্যাসিড।

খ. টারটরিক অ্যাসিড।

গ. ম্যালিক অ্যাসিড।

ঘ. সাইট্রিক অ্যাসিড।

View Answer

উঃ ল্যাকটিক অ্যাসিড।

১০) কাকে মারাঠা জাতির নেপোলিয়ন বলা হয়?

ক. প্রথম বালাজি বাজিরাও

খ. দ্বিতীয় বালাজি বাজিরাও।

গ. তৃতীয় বালাজি বাজিরাও।

ঘ. শিবাজী।

View Answer

উঃ প্রথম বালাজি বাজিরাও

এইগুলিও পড়ুন : 

বিশেষ খবর : India vs Bharat : নাম পরিবর্তনে কি কি বদলে যেতে পারে- কি বলছে সরকার? জেনে নিন সম্পূর্ণ সত্যিটা।

মক টেস্ট : বলতে পারবেন, “জয় জওয়ান জয় কিষাণ” – এটি কার স্লোগান? – এমনই ১০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর দেখুন।

আরেকটি মক টেস্ট : ভারতের কোথায় ইংরেজরা তাদের প্রথম কারখানা স্থাপন করেন? – এমনই ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment