পরীক্ষার প্রস্তুতি

Food SI General Knowledge- বলুন তো, ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? – দেখুন এমনই মোট ১০ টি কমন প্রশ্ন ও উত্তর।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : General Knowledge বা সাধারণ জ্ঞান হল আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিস্তৃত পরিসর। এটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বর্তমান ঘটনা এবং অন্যান্য অনেক বিষয়ের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। সাধারণ জ্ঞান অনেক কারণে গুরুত্বপূর্ণ, যেমন এটি আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে, তেমনই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, যেমন SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন পরীক্ষাগুলোতে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে প্রতিদিনের মতন আজও ১০ টি General Knowledge Questions & Answers দেওয়া হল, যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

১) দিল্লীতে সুলতানি শাসন কবে প্রতিষ্ঠিত হয়?

ক. ১১৯১ সালে।

খ. ১২০৬ সালে।

গ. ১৩০৮ সালে।

ঘ. ১২৬০ সালে।

View Answer

উঃ ১২০৬ সালে।

২) পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

ক. জিন্দাগারা।

খ. আনাইমুদি।

গ. সহ্যাদ্রি।

ঘ. নকরেক।

View Answer

উঃ জিন্দাগারা।

৩) ওজনের পরিমাণে মানবদেহের শতকরা কতভাগ জল থাকে?

ক. ৬৬%

খ. ৫৬%

গ. ৩৩%

ঘ. ১৫%

View Answer

উঃ ৬৬%

৪) শ্রেণি বিন্যাসের জনক কাকে বলা হয়?

ক. এরিস্টটল।

খ. রুশো।

গ. আব্রাহাম লিঙ্কন।

ঘ. ক্যারোলাস লিনিয়াস।

View Answer

উঃ ক্যারোলাস লিনিয়াস

৫) বরমুলা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?

ক. জম্মু ও কাশ্মীর।

খ. উত্তরপ্রদেশ।

গ. বিহার।

ঘ.

View Answer

উঃ জম্মু ও কাশ্মীর।

স্কলারশিপ : উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে রিলায়েন্স দেবে ২ লক্ষ টাকার বৃত্তি, কিভাবে দেখুন। 

৬) ধান উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থানাধীকারি দেশ কোনটি?

ক. জাপান।

খ. চীন।

গ. ভারত।

ঘ. ব্রাজিল

View Answer

উঃ চীন

৭) পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থবিল পেশ করা যায় না?

ক. প্রধানমন্ত্রী।

খ. লোকসভার অধ্যক্ষ।

গ. অর্থমন্ত্রী।

ঘ. রাষ্ট্রপতি।

View Answer

উঃ রাষ্ট্রপতি।

৮) লিচ্ছবি দৌহিত্র কার নাম?

ক. প্রথম চন্দ্রগুপ্ত।

খ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

গ. সমুদ্রগুপ্ত।

ঘ.

View Answer

উঃ সমুদ্রগুপ্ত

বিশেষ খবর : কেন্দ্রীয় শিক্ষানীতিকে অমান্য করে, রাজ্যে চালু নতুন শিক্ষানীতি, আনা হল বিরাট পরিবর্তন!

৯) ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়?

ক. মানালীকে।

খ. ব্যাঙ্গালুরুকে।

গ. কাশ্মীরকে।

ঘ. লাদাখকে।

View Answer

উঃ ব্যাঙ্গালুরুকে।

১০) মগধের প্রাচীনতম রাজধানী কি ছিল?

ক. বৈশালী

খ. রাজগির।

গ. পাটলিপুত্র।

ঘ. কৌশাম্বি।

View Answer

উঃ রাজগির।

এইগুলিও পড়ুন : 

চাকরির খবর : বন দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, উচ্চমাধ্যমিক পাশে করুন আবেদন।

মক টেস্ট : বলতে পারবেন, বাংলার রূপকার কাকে বলা হয়? – জেনে নিন ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।

Aajker Bangla Team

Recent Posts

ICG Navik GD Recruitment 2024: উচ্চমাধ্যমিক পাশে কোস্ট গার্ডে নাবিক পদে চাকরির সুযোগ, অনলাইন আবেদন চলছে।

ICG Navik GD Recruitment 2024: আজকের এই প্রতিবেদনে ইন্ডিয়ান কোস্ট গার্ড (নাবিক) পদের জন্য প্রকাশিত…

3 months ago

WBP Recruitment 2024: পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর পদে শীঘ্রই নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল।

WBP Recruitment 2024: ৫২৯ জন সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল রাজ্য সরকারের…

3 months ago

Group C Recruitment 2024: MTS পদে মোট ১৯৮ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন।

NDA Pune Group C Recruitment 2024: ন্যাশনাল ডিফেন্স একাডেমি, পুনে এর তরফে সকল চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে…

3 months ago

Group D Staff Recruitment: ডিস্ট্রিক্ট কোর্ট অফিসে একাধিক Group D কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন শুরু।

District Court Group D Staff Recruitment: পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্ট অফিসে একাধিক Group D কর্মী…

3 months ago

Agniveer Recruitment 2024: ভারতীয় সেনায় অগ্নিবীর পদে ২৫০০০ শূন্যপদে নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হল।

Indian Army Agniveer Recruitment 2024: ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর স্কিমের মাধ্যমে প্রতিবছরের মত ২০২৪-২৫ এও প্রচুর…

3 months ago

Bank Recruitment 2024: IDBI Bank এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মোট ৫০০ টি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু।

IDBI Bank Jr Assistant Manager Recruitment 2024: IDBI Bank এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত…

3 months ago