চাকরির খবর

Group C Recruitment 2024: MTS পদে মোট ১৯৮ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন।

NDA Pune Group C Recruitment 2024: ন্যাশনাল ডিফেন্স একাডেমি, পুনে এর তরফে সকল চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনে মোট ১৯৮ টি শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে, গত ২৭ শে জানুয়ারি থেকে অনলাইন আবেদন চলছে এবং ১৬ ই ফেব্রুয়ারী আবেদনের শেষ সুযোগ। প্রার্থীরা বিস্তারিত প্রতিবেদনটি পড়ার পর পছন্দসই পদে অতিসত্বর আবেদন সেরে ফেলুন।

কোন পদে আবেদন চলছে

পদের নাম : গ্রুপ C স্টাফ।

মোট শূন্যপদ : এই বিভাগে মোট ১৯৮ টি শূন্যপদে এই নিয়োগ করা হবে।

আবেদনের যোগ্যতা : আবেদনকারী প্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে ২৫ বছর ও ২৭ বছরের মধ্যে, তবে জাতিগত ছাড়প্রাপ্ত প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় দেওয়া হবে।

আরেকটি চাকরি : ডিস্ট্রিক্ট কোর্ট অফিসে একাধিক Group D কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন শুরু।

নিয়োগের বিস্তারিত তথ্য

বিজ্ঞপ্তিতে মোট ১৪ টি বিভাগে শূন্যপদ রয়েছে। যার মধ্যে ১৬ টি লোয়ার ডিভিশন ক্লার্ক, ১৫১ টি মাল্টি টাস্কিং স্টাফ ও ১৪ টি রাঁধুনি শূন্যপদ অন্যতম। চলুন জেনে নিই এই পদগুলিতে আবেদনের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা দরকার।

লোয়ার ডিভিশন ক্লার্ক : আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং ইংরেজি কিংবা হিন্দিতে টাইপিং করতে জানতে হবে।

মাল্টি টাস্কিং স্টাফ (MTS) : যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে আবেদনযোগ্য।

রাঁধুনি : উচ্চমাধ্যমিক পাশ ও ২ বছরের রান্নার কাজে অভিজ্ঞ ব্যক্তিরা আবেদন জানাতে পারবেন।

উক্ত পদগুলিতে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। যদিও MTS পদের ক্ষেত্রে কোনো বিশেষ স্কিল চাওয়া হয়নি। লিখিত পরীক্ষায় জেনারেল নলেজ, রিজনিং, অংক ও ইংরেজি থাকবে।

আবেদন জানানোর প্রক্রিয়া

প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ার পর অনলাইন মারফৎ আবেদন জানাতে হবে। এর জন্য ndacivrect.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্ম ফিলাপের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন শেষে আবেদনপত্রটির একটি প্রিন্ট নিয়ে নেবেন।

এটিও পড়ুন : IDBI Bank এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মোট ৫০০ টি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু।

আবেদনের জন্য ধার্য ফি

বিজ্ঞপ্তিতে প্রকাশিত সবকয়টি পদেই আবেদনের জন্য কোনোরকম আবেদন মূল্য জমা করতে হবে না।

এক নজরে গুরুত্বপূর্ণ তারিখ

এই পদে আবেদনকারী  প্রার্থীদের যেসব তারিখগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হল:

  • আবেদন শুরু- ২৭.০১.২০২৪
  • আবেদন শেষ- ১৬.০২.২০২৪

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি : Read Now
আবেদন ফর্ম : Apply Now

মক টেস্ট : স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? – কমন ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।

Aajker Bangla Team

Recent Posts

ICG Navik GD Recruitment 2024: উচ্চমাধ্যমিক পাশে কোস্ট গার্ডে নাবিক পদে চাকরির সুযোগ, অনলাইন আবেদন চলছে।

ICG Navik GD Recruitment 2024: আজকের এই প্রতিবেদনে ইন্ডিয়ান কোস্ট গার্ড (নাবিক) পদের জন্য প্রকাশিত…

3 months ago

WBP Recruitment 2024: পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর পদে শীঘ্রই নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল।

WBP Recruitment 2024: ৫২৯ জন সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল রাজ্য সরকারের…

3 months ago

Group D Staff Recruitment: ডিস্ট্রিক্ট কোর্ট অফিসে একাধিক Group D কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন শুরু।

District Court Group D Staff Recruitment: পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্ট অফিসে একাধিক Group D কর্মী…

3 months ago

Agniveer Recruitment 2024: ভারতীয় সেনায় অগ্নিবীর পদে ২৫০০০ শূন্যপদে নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হল।

Indian Army Agniveer Recruitment 2024: ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর স্কিমের মাধ্যমে প্রতিবছরের মত ২০২৪-২৫ এও প্রচুর…

3 months ago

Bank Recruitment 2024: IDBI Bank এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মোট ৫০০ টি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু।

IDBI Bank Jr Assistant Manager Recruitment 2024: IDBI Bank এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত…

3 months ago

Food SI General Knowledge- বলুন তো, ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? – ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখুন।

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর : General Knowledge হল একটি বিস্তৃত বিষয় যা ইতিহাস, ভূগোল,…

6 months ago