RBI জারি করতে চলেছে এই নতুন নিয়ম, যার ফলে লোন নেওয়া অত্যন্ত কঠিন হতে চলেছে।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

New Personal Loan Rules 2023: মিডিয়ার বিভিন্ন সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া Personal Loan এর নিয়মে বদল আনতে অত্যন্ত কড়া পথে হাঁটতে চলেছে। ইতিমধ্যেই প্রতিটি ব্যাংককে জানানো হয়েছে Unsecured Retail Loan এবং Credit Card এর মাধ্যমে সরবরাহ করা লোনগুলি দেওয়ার সময় Credit Score দেখার পাশাপাশি ঋণগ্রহীতার অন্যান্য ব্যাকগ্রাউন্ড এর যাচাই করার কাজটি কঠিন ভাবে করতে হবে।

Unsecured Retail Loan বলতে কি বোঝায়?

একটি Unsecured Retail Loan তথা অনিরাপদ ঋণ হল এক ধরনের ঋণ যার জন্য ঋণগ্রহীতার কাছ থেকে জামানত বা কোনো ধরনের নিরাপত্তার প্রয়োজন হয় না। যেখানে Secured Loan তথা নিরাপদ ঋণের ক্ষেত্রে, একটি বাড়ি বা গাড়ির মতো মূল্যবান সম্পদ ব্যাঙ্কের কাছে বন্ধক রাখতে হয়। অনিরাপদ ঋণগুলি মূলত ঋণগ্রহীতার ক্রেডিট স্কোর , আয় এবং ঋণ পরিশোধ করার ক্ষমতার উপর ভিত্তি করে অনুমোদিত হয়। ফলত, Unsecured লোনগুলি Secured লোনগুলির তুলনায় বেশি সুদ বহন করে এবং কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়।

আরও পড়ুন : PM Kisan Yojana: ব্যাঙ্কে পাবেন ১৪ তম কিস্তির ২০০০ টাকা, তবে অনেকেই বাদ পরবেন যদি এটি না করে থাকেন।

Unsecured লোনগুলি থেকে ব্যাঙ্কের লোকসান

করোনা পরবর্তী সময়ে দেশে পার্সোনাল লোন এবং Credit কার্ড নেওয়ার চাহিদা তুঙ্গে পোঁছেছে। এই লোনগুলির বেশিরভাগই Unsecured লোনের অংশ। আর যেহেতু Unsecured লোনগুলিতে সুদের হার বেশি হয় সেইসাথে পরিশোধের সময়ও কম পাওয়া যায় এবং শুধুমাত্র ক্রেডিট স্কোর এবং ব্যাক্তির বর্তমান ফিনান্সিয়াল স্টেটাস এর উপর নির্ভরশীল থাকে, তাই এই লোনগুলি সর্বদাই ঝুঁকিপূর্ণ থাকে, যার ফলে অনেক সময় ব্যাংকগুলিকে লোন রিকোভার অসুবিধার সম্মুখীন হতে হয়। কিছুক্ষেত্রে লোন রিকোভার না হওয়ার দরুন ব্যাঙ্কের কোটি কোটি টাকা ডুবেও যায়। তাই এই সমস্যার ওপর লাগাম টানতেই RBI এর এই বিশেষ পদক্ষেপ, আর অদূর ভবিষ্যতে এর ফলাফল যে সাধারণ ঋণগ্রহীতাদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে – এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment