PM Kisan Yojana: ভারত সরকারের PM Kisan যোজনা দেশের কোটি কোটি কৃষকদের জন্য একটি বিশেষ প্রকল্প। দারিদ্রসীমার নীচে থাকা কৃষকেরা চাষাবাদের সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এরকম অবস্থায় অনেকেই ঋণ নিয়ে কৃষিকাজ করতে বাধ্য হন। চড়া সুদে ঋণ নিয়ে কৃষিকাজ করা, কৃষকদের ক্রমাগত ঋণের ফাঁদে ফেলে দেয়, বিগত কয়েক বছরে কৃষক আত্মহত্যার ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। কৃষকদের এই সমস্যাগুলি কিছুটা হলেও লাঘব করতে PM Kisan সম্মাননিধি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি চার মাস অন্তর ২০০০ টাকা করে, বছরে মোট ৬০০০ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। এখনও পর্যন্ত মোট ১৩ টি কিস্তি এই প্রকল্পের আওতায় থাকা কৃষকদের ব্যাঙ্কে ঢোকানো হয়েছে, এবার এই প্রকল্পের ১৪-তম কিস্তির আশায় কৃষকেরা মুখিয়ে রয়েছেন।
PM Kisan ১৪তম কিস্তির দিনক্ষন
সূত্রের খবর, জুন মাসের শেষের দিকে ১৪ তম কিস্তি প্রতিটি কৃষকের ব্যাংক একাউন্টে ঢোকানো হবে। কৃষকেরা PM Kisan ওয়েবসাইটের ‘Beneficiery Status‘ অপশনে ক্লিক করে নিজেদের নাম চেক করতে পারবেন। লিস্ট এ যদি আপনার নাম থেকে থাকে তবেই আপনি ১৪ তম কিস্তি পাবেন।
প্রসঙ্গত, যেসমস্ত কৃষকেরা e-KYC না করার কারণে ১৩ তম কিস্তি পাননি, তারা যদি পরবর্তীতে ভেরিফিকেশন করে থাকেন তবে আপনারা এবার ১৩ তম এবং ১৪ তম দুটি কিস্তিই একসাথে পাবেন। অর্থাৎ এবার আপনারা মোট ৪০০০ টাকা ব্যাংকে পাবেন। তবে যারা এখনও ভেরিফিকেশন করাতে পারেননি তারা এবারও টাকা পাবেন না।
যেভাবে e-KYC করাবেন
যদি আপনার আধার নম্বরের সাথে মোবাইল নম্বরের লিঙ্ক থেকে থাকে, তবে আপনি চাইলে বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অফিসিয়াল সাইটে- pmkisan.gov.in গিয়ে e-KYC অপশনে ক্লিক করে মোবাইল নম্বর ভেরিফাই করতে পারেন। তাছাড়া আপনি যেকোনো কমন সার্ভিস সেন্টার (CSC) এর মাধ্যমেও স্বল্প খরচে এটি সম্পন্ন করতে পারেন।
PM Kisan হেল্পলাইন নম্বর
যদি আপনার কিস্তি সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে অথবা আপনি যোজনা সম্পর্কিত অন্য কোনো তথ্য জানতে চাইছেন, তবে আপনি 155261 অথবা 011-24300606 নম্বরে কল করে সমস্ত তথ্য জেনে নিতে পারেন।