ব্যাবসা শুরু করতে চান? পাবেন ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন, কেন্দ্রীয় সরকার গ্যারান্টি নেবে।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Pradhan Mantri Mudra Yojana 2023: আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার বিষয়ে। এই যোজনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে শুরু করেন, যার প্রধান উদ্দেশ্য ছিল দেশের সেইসব নাগরিকদের ঋণ প্রদান করা যাঁরা ব্যাবসা করতে চান অথচ তাদের ঋণ নেওয়ার জন্য কোনোরকম সিকিউরিটি বা গ্যারান্টি দেওয়ার মতন কিছুই নেই।

এখনও পর্যন্ত প্রচুর সংখ্যক মানুষ এই যোজনার মাধ্যমে সুবিধা লাভের মাধ্যমে ব্যাবসা শুরু করে নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন। মুদ্রা যোজনায় সরকার প্রতিটি ঋণ গ্রহীতাকে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন প্রদান করে থাকে। যদি আপনিও এই প্রকল্পের মাধ্যমে লোন নিয়ে নিজের ব্যাবসা শুরু করতে চান, তবে চলুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক আপনি কিভাবে, কোথায় এই লোনের জন্য আবেদন জানাবেন।

কি ধরণের ব্যবসার জন্য মুদ্রা লোন দেওয়া হয়

যেকোনো ধরণের ব্যাবসা, মুদির দোকান থেকে শুরু করে বড় কোনো ফ্যাক্টরি লাগানো, কিংবা দোকানে ব্যাবসার কাজে ব্যবহৃত কোনো মেশিন কেনা, যেকোনো কম্পিউটার ইত্যাদি কেনার জন্য এই লোন পাওয়া যেতে পারে। যদি আপনি পার্টনারশিপের মাধ্যমে ব্যাবসা করতে চাইছেন বা আপনার কোনো স্টার্ট আপ কোম্পানি রয়েছে কিংবা শুরু করতে চাইছেন- সমস্ত ক্ষেত্রেই আপনি এই লোন পেতে পারেন।

লোনের প্রকারভেদ

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় মূলত তিন ধরণের লোন দেওয়া হয়।

  1. শিশু লোন।
  2. কিশোর লোন।
  3. তরুণ লোন।

শিশু লোন – যদি আপনি কোনো ছোটখাটো ব্যাবসা শুরু করতে চাইছেন, তবে এই স্কিমের মাধ্যমে আপনি ৫০,০০০ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। বার্ষিক ১২% সুদে এই লোনা দেওয়া হয়, লোন নেওয়ার ১ থেকে ৫ বছরের মধ্যে লোন পরিশোধের সময় দেওয়া হয়।

কিশোর লোন- যদি আপনি আপনার বিদ্যমান কোনো ছোটখাটো ব্যাবসাকে বড় করে তুলতে চান, তাহলে আপনি এই স্কিমের আওতায় ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোনের আবেদন জানাতে পারেন। এই লোনের সুদের হার ব্যাংক অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে, লোন পরিশোধের সময় হিসেবে আপনি ৩ থেকে ৫ বছর সময় হাতে পাবেন।

তরুণ লোন- এই স্কিমের লোন পেতে হলে অবশ্যই আপনার একটি প্রতিষ্ঠিত ব্যাবসা থাকতে হবে, সেই ব্যাবসাকে যদি আপনি আরও বড় করে তুলতে চান তবে, আপনি ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা লোন পেয়ে যেতে পারেন। এই স্কিমেও সুদের হার ব্যাংক এর ওপর নির্ভর করে থাকে সেইসাথে পরিশোধের সময়কালও ব্যাঙ্কের ওপর নির্ভরশীল।

ব্যক্তিগত যোগ্যতা

১৮ থেকে ৬৫ বছরে যেকোনো পুরুষ কিংবা মহিলা এই স্কিমের দ্বারা লোন পেতে পারেন, তবে পূর্বে কোনো লোন নিয়ে পরিশোধ না করে থাকলে কিংবা সময়মতো না চুকিয়ে থেকে থাকলে এই যোজনায় লোন পেতে অসুবিধা হতে পারে।

**তপশিলি শ্রেণীর ঋণ গ্রহীতাদের সুদের হারে ছাড় দেওয়া হয়।

শিক্ষার খবর : রাজ্যে কি মাধ্যমিক পরীক্ষা বন্ধ হতে চলেছে? কি জানলো পর্ষদ, জেনে নিন।

যোগাযোগের নম্বর

কোনোরকম সমস্যা হলে, কোনো বিষয়ে জিজ্ঞাসার জন্য ফোন করুন এই দুটি নম্বরে।

হেল্পলাইন নম্বর
1800-180-1111
1800-11-0001

বিগত দুই বছরের মুদ্রা লোনের পরিসংখ্যান

অর্থবর্ষ ২০২২-২৩ ২০২৩-২৪ (০৯.০৬.’২৩ অনুসারে)
বন্টিত লোনের সংখ্যা  ৬২৩১০৫৯৮ টি। ৭৩২৬১০৫ টি।
বন্টিত টাকার পরিমান ৪৫৬৫৩৭.৯৮ কোটি। ৫৭৪২৪.৫৪ কোটি।
মোট লোন বিতরণের পরিমান ৪৫০৪২৩.৬৬ কোটি। ৫৩৩৮২.৩৫ কোটি।

অফিসিয়াল ওয়েবসাইট ও আবেদনের লিঙ্ক

মূলত দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি Pradhan Mantri Mudra Yojana 2023 সম্পর্কে জানতে এবং অনলাইন আবেদন জানাতে পারেন।

অফিসিয়াল ওয়েবসাইট Check Here
আবেদনের ওয়েবসাইট Apply Now

 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment