Google Pay নিয়ে এলো নতুন ফিচার, এখন এই অপশনটি অন করলেই ছোটোখাটো পেমেন্টে দিতে হবেনা UPI পিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

UPI Lite Feature: ২০১৬ সালে UPI পেমেন্ট সিস্টেম শুরু হওয়ার পর থেকেই ভারতে এক ডিজিটাল বিপ্লবের সূচনা হয়। Paytm, PhonePe, Google Pay এর মতন সংস্থাগুলির হাতেখড়ি ও উত্থান হয় এই ডিজিটাল বিপ্লবের ছত্রছায়ায়। RBI কর্তৃক চালু হওয়া এই পেমেন্ট সিস্টেম বিগত কয়েক বছরের মধ্যেই দেশ-বিদেশে অত্যন্ত খ্যাতি লাভ করেছে। আজ প্রত্যেক স্মার্ট ফোন ব্যবহারকারী ফোনের মাধ্যমে যে কাউকে, নিমেষের মধ্যেই টাকা পাঠাতে পারে। এরই মধ্যে গতবছর সেপ্টেম্বর মাসে RBI গভর্নর শক্তিকান্ত দাস UPI Lite নামক একটি নতুন পরিষেবা UPI পেমেন্ট সিস্টেমে যোগ করেন এবং সম্প্রতি Google Pay তাদের প্লাটফর্মে এই নতুন পরিষেবাটি যুক্ত করে।

UPI Lite পরিষেবা এর সুবিধা এবং ব্যবহার

UPI এর মাধ্যমে টাকার আদান-প্রদান এখন অনেক সহজ করে দিলো এই নতুন ফীচার- UPI Lite. এখন থেকে ২০০ টাকা পর্যন্ত ছোটোখাটো সংখ্যার টাকা পাঠানোর সময় আর বার বার UPI পিন এন্টার করার ঝঞ্ঝাট রইলো না। বর্তমানে গ্রাহকদের সামান্য ৫ টাকার খরচ নিলেও UPI পিন এন্টার করতে হয়, এবার থেকে সেটা না করলেও চলবে। UPI Lite মূলত UPI কর্তৃক একটি ওয়ালেট হিসেবে কাজ করবে। এই পরিষেবাটি Paytm তার গ্রাহকদের জন্য অনেকদিন আগেই শুরু করেছিল, এবার Google Pay-ও তাদের প্লাটফর্মে এটি চালু করল।

আরও খবর: RBI জারি করতে চলেছে এই নতুন নিয়ম, যার ফলে লোন নেওয়া অত্যন্ত কঠিন হতে চলেছে।

কত টাকা পর্যন্ত Add করা যাবে

যেহেতু এই পরিষেবা শুধুমাত্র ছোটখাটো পেমেন্টের কথা মাথায় রেখে চালু করা হয়েছে, ফলে UPI Lite এ ব্যবহারকারী একবারে সর্বোচ্চ ২০০০ টাকা জমা করতে এবং সর্বোচ্চ ২০০ টাকার পেমেন্ট করতে পারবেন। পাশাপাশি, ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪০০০ টাকা পেমেন্ট তথা খরচ করতে পারবেন।

কিভাবে চালু করা যাবে এই পরিষেবা

UPI Lite পরিষেবা ব্যবহার করতে গ্রাহকদের Google Pay app এর উপরের দিকে অবস্থিত প্রোফাইল সেকশনে ক্লিক করতে হবে, সেখানে UPI Lite অপশন দেখা যাবে, যেখানে ব্যবহারকারীকে ক্লিক করতে হবে। এরপর ব্যবহারকারীকে নিজের ব্যাংক একাউন্ট থেকে UPI Lite এ টাকা add করতে হবে। ব্যাস! এরপর থেকেই ২০০ টাকা পর্যন্ত যেকোনো পেমেন্টে UPI Lite অপশন চালু হয়ে যাবে।

 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment