Food SI General Knowledge- বলুন তো, ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? – ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর : General Knowledge হল একটি বিস্তৃত বিষয় যা ইতিহাস, ভূগোল, বর্তমান ঘটনা, বিজ্ঞান এবং প্রযুক্তি সহ বিস্তৃত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। যদিও প্রতিটি বিষয় সম্পর্কে সবকিছু জানা অসম্ভব, তবে GK সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Miscellaneous Services, WPSC Clerk এর মতন যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি উল্লেখযোগ্য ফলাফল আশা করতে পারেন।

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর

১) নীলনদ কোথায় পতিত হয়েছে?

ক. আরব সাগরে।

খ. ভূমধ্যসাগরে।

গ. লোহিত সাগরে।

ঘ. ভারত মহাসাগরে।

View Answer

উঃ ভূমধ্যসাগরে।

২) লুনি নদীর উৎপত্তি কোথায়?

ক. গঙ্গোত্রী হিমবাহ।

খ. আনাসাগর হ্রদ।

গ. কচ্ছের রণ।

ঘ. চেমায়ুঙ-দুং হিমবাহ।

View Answer

উঃ আনাসাগর হ্রদ।

৩) আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান-

ক. ২০০০ সালে।

খ. ১৯৯৯ সালে।

গ. ১৯৯৮ সালে।

ঘ. ১৯৯৭ সালে।

View Answer

উঃ ১৯৯৭ সালে।

৪) আরশোলার হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি?

ক. ১০ টি।

খ. ১২ টি।

গ. ১৩ টি।

ঘ. ১৫ টি

View Answer

উঃ ১৩ টি

৫) ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক. বুদ্ধদেব বসু।

খ. শাসমুর রহমান।

গ. কাজী নজরুল ইসলাম।

ঘ. মীর মশাররফ হোসেন।

View Answer

উঃ কাজী নজরুল ইসলাম।

চাকরির খবর : জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, অনলাইনে চলছে আবেদন।

৬) সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে?

ক. কেরালা।

খ. ত্রিপুরা।

গ. গোয়া।

ঘ. পাঞ্জাব।

View Answer

উঃ কেরালা।

৭) সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত?

ক. টেবিল টেনিস।

খ. বক্সিং।

গ. কুস্তি।

ঘ. হকি।

View Answer

উঃ কুস্তি

৮) ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক?

ক. অস্ট্রেলিয়া।

খ. কানাডা।

গ. মেক্সিকো।

ঘ. চিলি।

View Answer

উঃ অস্ট্রেলিয়া

৯) কল্লেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ক. পশ্চিমবঙ্গ।

খ. উড়িষ্যা।

গ. অন্ধ্রপ্রদেশ।

ঘ. কৰ্ণাটক।

View Answer

উঃ অন্ধ্রপ্রদেশ।

১০) উৎসবের শহর কাকে বলা হয়?

ক. জয়পুর।

খ. বারাণসী।

গ. মাদুরাই।

ঘ. কলকাতা।

View Answer

উঃ মাদুরাই।

আরেকটি মক টেস্ট : বলতে পারবেন, পায়রা কীসের প্রতীক? – আগের বছরে পরীক্ষায় আসা ১০ টি পরীক্ষার উত্তর রইল।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now