LDC and Group-D Staff Recruitment: জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, অনলাইনে চলছে আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

LDC and Group-D Staff Recruitment: District Primary School Council, Jhargram এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মোট ৪ টি শূন্যপদে লোয়ার ডিভিশন ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগের ব্যাপারে জানানো হয়েছে। এর জন্য আগামী ১৫.১১.২০২৩ তারিখ পর্যন্ত সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীগণ বিজ্ঞপ্তিটি পড়ে নিয়ে আবেদনের যোগ্যতা, বেতনক্রম ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

নিয়োগকারী সংস্থা District Primary School Council, Jhargram
Advertisement no.
অফিসিয়াল ওয়েবসাইট https://dpscjhargram.com/
মোট শূন্যপদ  ৪ টি।
আবেদন শেষ ১৫.১১.২০২৩

পদের নাম

LDC

মোট শূন্যপদ : এই বিভাগে মোট ২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী প্রার্থী রাজ্য সরকারি কিংবা কেন্দ্র সরকারি বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা : ০১.১০.২০২৩ অনুসারে, আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম : প্রার্থীদের ROPA-2019 এর নিয়মানুসারে, লেভেল-৬ হিসেবে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

পদের নাম

Group-D

মোট শূন্যপদ : এই বিভাগে মোট ২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী প্রার্থী রাজ্য সরকারি কিংবা কেন্দ্র সরকারি স্কুল থেকে ন্যূনতম  অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা : ০১.১০.২০২৩ অনুসারে, আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম : প্রার্থীদের ROPA-2019 এর নিয়মানুসারে, লেভেল-৬ হিসেবে ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

চাকরির খবর : দেশজুড়ে এয়ারপোর্টের বিভিন্ন শাখায় চাকরি, আবেদন করুন অনলাইনে।

নিয়োগ পদ্ধতি

প্রার্থীদের মূলত ৩ টি ধাপে নিয়োগ করা হবে।

LDC -প্রার্থীদের,

  • একাডেমিক যোগ্যতা
  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ

Group-D -প্রার্থীদের,

  • রিডিং টেস্ট
  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ

আবেদন পদ্ধতি

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে, এর জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট “https://dpscjhargram.com/” -তে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ফর্ম ফিলাপ করে নিতে হবে। তারপর যাবতীয় ডকুমেন্টস আপলোড করে নিয়ে আবেদন ফি জমা করতে হবে। সবশেষে, আবেদন করা ফর্মটির একটি প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে হবে।

আবেদন মূল্য

উক্ত পদে আবেদনের জন্য GEN/EWS প্রার্থীদের ৩০০ টাকা  ও SC/ST/OBC/DAC প্রার্থীদের ১৫০ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অনলাইন আবেদন :  Apply Now

মক টেস্ট : বলতে পারবেন, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? -মোট ১০ টি কমন প্রশ্নের উত্তর দেওয়া হল।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now