আর্থিক সুবিধা

PM YASASVI 2023 : প্রধানমন্ত্রীর এই স্কলারশিপে আবেদন করে পাওয়া যাবে ১ লক্ষ ২৫ হাজার টাকা, শেষ তারিখ বাড়ানো হল।

PM YASASVI 2023 : Ministry of Social Justice and Empowerment এর অন্তর্ভুক্ত এবং National Testing Agency এর দ্বারা পরিচালিত একটি অত্যন্ত সুপরিচিত স্কলারশিপ স্কিম হল PM YASASVI Scholarship. মূলত, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের আগে তাদের একটি প্রবেশিকা মাধ্যমে বাছাই করা হয়ে থাকে। আগামী ১৭ আগষ্ট তারিখ পর্যন্ত ২০২৩ সেশনের জন্য আবেদন প্রক্রিয়া চলবে। এই প্রতিবেদনের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা, লক্ষ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা বিশ্লেষণ করব।

PM YASASVI স্কলারশিপের যোগ্যতা

PM YASASVI প্রকল্পে আবেদনকারী ছাত্রছাত্রীদের যোগ্যতা নিম্নরূপ-

১) যেসমস্ত ছাত্রছাত্রী বর্তমানে ক্লাস 9 থেকে 11 এ পড়াশোনা করছে, কেবলমাত্র তারাই এই প্রকল্পে আবেদনযোগ্য।

২) ক্লাস 9 -এ পাঠরত ছাত্রছাত্রীদের বয়স হতে হবে, 01-04-2006 থেকে 31-03-2010 সালের মধ্যে। এবং ক্লাস 11 -এ পাঠরত ছাত্রছাত্রীদের বয়স হতে হবে, 01-04-2004 থেকে 31-03-2008 সালের মধ্যে।

৩) আবেদনকারী ছাত্রছাত্রীদের OBC, EBC অথবা DNT শ্রেণীভুক্ত হতে হবে।

৪) তাদের পারিবারিক বাৎসরিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকার মধ্যে।

৫) ছেলে ও মেয়ে সকলেই করতে পারবে এই স্কলারশিপের জন্য আবেদন।

৬) যেসকল আবেদনকারী ছাত্রছাত্রী প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদেরকেই স্কলারশিপ দেওয়া হবে।

চাকরির খবর : রাজ্যে ১৫৮২ টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ, অষ্টম ও দশম পাশে আবেদন করুন।

PM YASASVI স্কলারশিপের সুবিধা

প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মোট ১৫,০০০ জন মেধাবী ছাত্রছাত্রীদের বেছে নেওয়া হবে, তাদেরকে প্রতিবছর ৭৫,০০০ হাজার টাকা থেকে ১,২৫,০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে। ক্লাস ৯ -এ পাঠরতদের ৭৫,০০০ টাকা এবং ক্লাস ১১ -এ পাঠরতদের ১,২৫,০০০ টাকা দেওয়া হবে। এর ফলে তার পরিবারের পক্ষে কোচিং ফি থেকে শুরু করে, পড়াশোনার অন্যান্য খরচ সামলানো অনেকটাই সহজ হবে।

PM YASASVI স্কলারশিপের প্রবেশিকা পরীক্ষা

কাগজ-কলমে OMR শীটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। দেশের মোট ৭৮ টি শহরে এই পরীক্ষার ব্যবস্থা করা হবে। পরীক্ষায় ৪০০ নম্বরের মোট ১০০ টি MCQ টাইপ প্রশ্ন থাকবে, এর জন্য পরীক্ষার্থীরা আড়াই ঘন্টা অর্থাৎ ১৫০ মিনিট সময় পাবে। প্রশ্নপত্র হবে ইংরেজি ও হিন্দি ভাষাতে। আগামী ২৯.০৯.২০২৩ (শুক্রবার) পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিষয় নীচে দেওয়া হল-

বিষয় প্রশ্ন সংখ্যা পূর্ণমান
জেনারেল নলেজ ২৫ ১০০
বিজ্ঞান ২০ ৮০
অংক ৩০ ১২০
সমাজ বিজ্ঞান ২৫ ১০০

স্কলারশিপে আবেদন প্রক্রিয়া

প্রকল্পে আবেদনের পূর্বে প্রার্থীদের প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এর জন্য-

  1. প্রার্থীদের প্রথমে yet.nta.ac.in ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।
  2. তারপর হোমপেজের মধ্যে থাকা, New Candidate Register Here অপশনে ক্লিক করতে হবে।
  3. সেখানে রেজিস্ট্রেশনের পর, হোমপেজে থাকা Login অপশনে ক্লিক করতে হবে।
  4. লগইন সম্পূর্ণ হলে আবেদনের ফর্মটি ফিলাপ ও যাবতীয় ডকুমেন্টন্স আপলোড করতে হবে।
  5. আবেদন শেষে ফর্মটি ডাউনলোড করে রেখে দিতে হবে।

আরেকটি স্কলারশিপ : শুরু হয়ে গেলো নবান্ন স্কলারশিপের অনলাইন আবেদন, প্রত্যেকে পাবে ১০০০০ টাকা!

আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস

  1. পূর্ববর্তী ক্লাসের মার্কশীট
  2. ইনকাম সাটিফিকেট
  3. আধার কার্ড
  4. আধার লিঙ্কড ব্যাঙ্ক একাউন্ট
  5. সাম্প্রতিক তোলা ছবি
  6. কাস্ট সার্টিফিকেট

পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র

অনুষ্ঠিত প্রবেশিকা পরীক্ষায় দেশের মোট ৭৮ টি কেন্দ্রে পরীক্ষার সুযোগ রয়েছে, পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য কলকাতাশিলিগুড়িতে পরীক্ষার আয়োজন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শেষ ১৭.০৮.২০২৩
পরীক্ষার তারিখ ২৯.০৯.২০২৩

গুরুত্বপূর্ণ লিঙ্ক

রেজিস্ট্রেশন লিঙ্ক Register Now
লগইন করার লিঙ্ক Login Here

এটিও পড়ুন : সরাসরি ব্যাঙ্কে প্রতিবছরই মিলবে টাকা, জেনে রাখুন কারা কিভাবে আবেদন করবেন।

Aajker Bangla Team

Recent Posts

ICG Navik GD Recruitment 2024: উচ্চমাধ্যমিক পাশে কোস্ট গার্ডে নাবিক পদে চাকরির সুযোগ, অনলাইন আবেদন চলছে।

ICG Navik GD Recruitment 2024: আজকের এই প্রতিবেদনে ইন্ডিয়ান কোস্ট গার্ড (নাবিক) পদের জন্য প্রকাশিত…

3 months ago

WBP Recruitment 2024: পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর পদে শীঘ্রই নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল।

WBP Recruitment 2024: ৫২৯ জন সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল রাজ্য সরকারের…

3 months ago

Group C Recruitment 2024: MTS পদে মোট ১৯৮ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন।

NDA Pune Group C Recruitment 2024: ন্যাশনাল ডিফেন্স একাডেমি, পুনে এর তরফে সকল চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে…

3 months ago

Group D Staff Recruitment: ডিস্ট্রিক্ট কোর্ট অফিসে একাধিক Group D কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন শুরু।

District Court Group D Staff Recruitment: পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্ট অফিসে একাধিক Group D কর্মী…

3 months ago

Agniveer Recruitment 2024: ভারতীয় সেনায় অগ্নিবীর পদে ২৫০০০ শূন্যপদে নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হল।

Indian Army Agniveer Recruitment 2024: ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর স্কিমের মাধ্যমে প্রতিবছরের মত ২০২৪-২৫ এও প্রচুর…

3 months ago

Bank Recruitment 2024: IDBI Bank এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মোট ৫০০ টি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু।

IDBI Bank Jr Assistant Manager Recruitment 2024: IDBI Bank এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত…

3 months ago