এবার ঘরে বসে, অনলাইনে জমা করা যাবে ২০০০ এর নোট। আমাজন শুরু করলো নতুন এই পদক্ষেপ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Amazonpe Cash Load: যদি আপনার কাছে থেকে থাকে ২০০০ টাকার নোট, তাহলে এখন আপনি ঘরে বসেই সেই নোট ব্যাংকে জমা করতে পারবেন। হ্যাঁ আপনি ঠিকই শুনছেন। গত বুধবার প্রখ্যাত ই-কমার্স সংস্থা এমনই এক অভূতপূর্ব পরিষেবা শুরু করল, যা সাধারণ মানুষের জন্য ব্যাংকের ভীড়-ঝঞ্ঝাট থেকে মুক্তির পথ অনেকটাই প্রশস্ত করে দিল। আমাজনের এই নতুন পরিষেবার মাধ্যমে আপনি ঘরে বসেই ২০০০ টাকার নোট জমা করতে পারবেন- আমাজনের ডেলিভারি এজেন্ট আপনার বাড়িতে এসে টাকা নিয়ে যাবে।

কত টাকা কিভাবে জমা করা যাবে?

আমাজনের তরফ থেকে জানানো হয়েছে নাগরিকেরা মাসে মোট ৫০,০০০ টাকা আমাজনের মাধ্যমে ঘরে বসেই নিজের আমাজন পে ওয়ালেটে জমা করতে পারবেন, পরবর্তীতে এই টাকা গ্রাহকেরা রিচার্জ, শপিং বা নিজের Amazon UPI তে add করা ব্যাংকে সহজেই ট্রান্সফার করে নিতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে আমাজন থেকে কোনো একটি জিনিস অর্ডার করতে হবে এবং ডেলিভারি বয় অর্ডারটির ডেলিভারি দিতে এলে তাকে আপনার ২০০০ টাকার নোটগুলি দিয়ে ওয়ালেটে add করে দিতে বলবেন, ডেলিভারি বয় তৎক্ষণাৎ আপনার আমাজন পে ওয়ালেটে সেই পরিমাণ টাকা add করে দেবে।

অন্যান্য খবর: এখন Googlepe দিয়ে টাকা ট্রান্সফার করতে লাগবে না UPI পিন! বিস্তারিত জানুন। 

প্রসঙ্গত, গতমাসে RBI ভারতের বাজারে ছড়িয়ে থাকা সমস্ত ২০০০ টাকার নোট তুলে নেওয়ার নির্দেশিকা জারি করে এবং নাগরিকদের আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে নোটগুলি ব্যাংকে জমা করার আহ্বান জানায়। এইখবরে, দেশবাসীর মধ্যে প্রচন্ড হৈচৈ ও বিভ্রান্তি ছড়িয়ে যায় এবং কিছু অসাধু ব্যবসায়ী ২০০০ এর নোট নিতে অস্বীকার করা শুরু করে দেয়। পেট্রল পাম্প কিংবা সোনার দোকানে গিয়েও লোকে ২০০০ এর নোট চালানোর সুযোগ খুঁজতে শুরু করে। আবার অনেককে ২০০০ টাকার নোট নিয়ে ব্যাংকের লম্বা লাইনেও দাঁড়াতে দেখা যায়। ব্যাঙ্কের ভীড়ে ভরা লাইন ঠেলতে কারই বা পছন্দের? তাই দেশবাসীর এই অসুবিধা কিছুটা লাঘব করতে আমাজনের এই সুকৌশলী পদক্ষেপ, দেশের জনগণ ও আমাজন উভয়ের জন্যই লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment