পরীক্ষার প্রস্তুতি

WBPSC Clerkship General Knowledge: চেঙ্গিস খান কত সালে ভারত আক্রমণ করেন? – বিগত বছরের ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর : General Knowledge হল একটি বিস্তৃত বিষয় যা ইতিহাস, ভূগোল, বর্তমান ঘটনা, বিজ্ঞান এবং প্রযুক্তি সহ বিস্তৃত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। যদিও প্রতিটি বিষয় সম্পর্কে সবকিছু জানা অসম্ভব, তবে GK সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Miscellaneous Services, WPSC Clerk এর মতন যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি উল্লেখযোগ্য ফলাফল আশা করতে পারেন।

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর

১) আকবর কাকে খান-ই-খানান উপাধিতে ভূষিত করেন?

ক. বৈরাম খাঁ।

খ. হুমায়ুন।

গ. হাজি খাঁ।

ঘ. বদাউনি।

View Answer

উঃ বৈরাম খাঁ।

২) তুষারের গভীরতাকে কোন্ কাল্পনিক রেখার দ্বারা চিহ্নিত করা হয়?

ক. ISO pach

খ.  ISO bront

গ.  ISO phene

ঘ. ISO nif

View Answer

উঃ ISO nif

৩) মানবদেহে করোটিয় স্নায়ুর সংখ্যা-

ক. ৩১ জোড়া।

খ. ৩১ টি।

গ. ১২ জোড়া।

ঘ. ১২ টি।

View Answer

উঃ ১২ জোড়া।

৪)  নাসিক প্রশস্তি কার লেখা?

ক. গৌতমী বলশ্রী।

খ. সমুদ্র গুপ্ত।

গ. দ্বিতীয় পুলকেশী।

ঘ. লক্ষণ সেন

View Answer

উঃ গৌতমী বলশ্রী

৫) লুধিয়ানা কোন্ নদীর তীরে অবস্থিত?

ক. যমুনা।

খ. ব্রহ্মপুত্র।

গ. শতদ্রু।

ঘ. গঙ্গা।

View Answer

উঃ শতদ্রু।

মক টেস্ট : মামা-ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? -এমনই ১০ টি প্রশ্নের উত্তর জেনে নিন।

৬) কোন তাপমাত্রা সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে?

ক. 40°

খ. -40°

গ. 98°

ঘ. 36.4°

View Answer

উঃ -40°

৭) দেহের BMR নিয়ন্ত্রিত হয় যে হরমোনের প্রভাবে তা হল-

ক. থাইরক্সিন।

খ. অ্যাড্রিনালীন।

গ. প্রজেস্টেরোন।

ঘ. টেস্টোস্টেরন।

View Answer

উঃ থাইরক্সিন।

৮) চেঙ্গিস খান কত সালে ভারত আক্রমণ করেন?

ক. ১২২১ সাল।

খ. ১২০৬ সাল।

গ. ১২৩৬ সাল।

ঘ. ১২২৮ সাল।

View Answer

উঃ ১২২১ সাল

৯) অন্ধকারময় মহাদেশ কোনটি?

ক. জাপান।

খ. আফ্রিকা।

গ. রোম।

ঘ. নরওয়ে।

View Answer

উঃ আফ্রিকা।

১০) কিলো ওয়াট কিসের একক?

ক. কার্য।

খ. ভর।

গ. বিদ্যুৎ শক্তি।

ঘ. তাপ।

View Answer

উঃ বিদ্যুৎ শক্তি।

আরেকটি মক টেস্ট : ‘জয় জওয়ান জয় কিষাণ’- উক্তিটি কার? – জেনে রাখুন পরীক্ষায় আসা ১০ টি সাধারণ জ্ঞান প্রশ্ন।

Aajker Bangla Team

Recent Posts

ICG Navik GD Recruitment 2024: উচ্চমাধ্যমিক পাশে কোস্ট গার্ডে নাবিক পদে চাকরির সুযোগ, অনলাইন আবেদন চলছে।

ICG Navik GD Recruitment 2024: আজকের এই প্রতিবেদনে ইন্ডিয়ান কোস্ট গার্ড (নাবিক) পদের জন্য প্রকাশিত…

3 months ago

WBP Recruitment 2024: পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর পদে শীঘ্রই নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল।

WBP Recruitment 2024: ৫২৯ জন সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল রাজ্য সরকারের…

3 months ago

Group C Recruitment 2024: MTS পদে মোট ১৯৮ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন।

NDA Pune Group C Recruitment 2024: ন্যাশনাল ডিফেন্স একাডেমি, পুনে এর তরফে সকল চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে…

3 months ago

Group D Staff Recruitment: ডিস্ট্রিক্ট কোর্ট অফিসে একাধিক Group D কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন শুরু।

District Court Group D Staff Recruitment: পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্ট অফিসে একাধিক Group D কর্মী…

3 months ago

Agniveer Recruitment 2024: ভারতীয় সেনায় অগ্নিবীর পদে ২৫০০০ শূন্যপদে নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হল।

Indian Army Agniveer Recruitment 2024: ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর স্কিমের মাধ্যমে প্রতিবছরের মত ২০২৪-২৫ এও প্রচুর…

3 months ago

Bank Recruitment 2024: IDBI Bank এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মোট ৫০০ টি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু।

IDBI Bank Jr Assistant Manager Recruitment 2024: IDBI Bank এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত…

3 months ago