WBP Warder Recruitment 2023: আগামী আগষ্ট মাসের ৬ তারিখ রাজ্য পুলিশের ‘জেল পুলিশ’ বিভাগে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও অন্যান্য দপ্তরের বিভিন্ন বিভাগে প্রচুর কর্মসংস্থান শুধুমাত্র সময়ের অপেক্ষা, শীঘ্রই প্রকাশিত হবে সেগুলির বিজ্ঞপ্তিও। তবে, আজকের প্রতিবেদনে আমরা জেল পুলিশের সিলেবাস ও তার যোগ্যতার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
নিয়োগকারী সংস্থা | Dept of Correctional Services, Govt of West Bengal |
Advertisement no. | – |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbpolice.gov.in |
মোট শূন্যপদ | – |
আবেদন শুরু | ০৬.০৮.২০২৩ |
আবেদন শেষ | শুরুর তারিখ থেকে এক মাস |
পদের নাম
জেল পুলিশ
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স সীমা : এই পদে আবেদন করতে হলে, আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা ৫,৪০০ – ২৫,২০০/- টাকা বেতন পাবেন এছাড়াও ২৬০০ টাকা গ্রেড-পে পাবেন।
চাকরির খবর : ইন্টারভিউ শেষ হতেই ২০২২ এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারেই!
নিয়োগ পদ্ধতি
- লিখিত পরীক্ষা (৯০ নম্বর)
- PMT ও PET পরীক্ষা
- ইন্টারভিউ (১০ নম্বর)
- মেডিক্যাল পরীক্ষা
পরীক্ষার সিলেবাস
বিষয় | পূর্ণমান |
১) জেনারেল নলেজ | ২৫ |
২) ইংরেজি | ২৫ |
৩) অঙ্ক | ২০ |
৪) রিজনিং | ১০ |
৫) কম্পিউটার | ১০ |
শারীরিক যোগ্যতার মাপদন্ড
পরীক্ষা | পুরুষ | মহিলা |
---|---|---|
উচ্চতা | ১৬৭ সেমি। তবে গোর্খা, গোয়ালিয়র, রাজবংশী ও ST-দের জন্য ১৬০ সেমি। |
১৬০ সেমি।
তবে গোর্খা, গোয়ালিয়র, রাজবংশী ও ST-দের জন্য ১৫২ সেমি। |
বুকের ছাতি | ৭৮-৮৩ সেমি। (বাকিদের ৭৬-৮১ সেমি) | – |
দৌড় | ১.৬ কিমি দৌড় ৬ মিনিট ৩০ সে. | ৪০০ মি দৌড় ১ মিনিট ৫০ সে. |
আবেদন প্রক্রিয়া
বিজ্ঞপ্তি অনুযায়ী যদি ৬ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয় তবে, প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে, এর জন্য www.wbpolice.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। চাকরিপ্রার্থীরা নিজের মোবাইল কিংবা কম্পিউটার দিয়েও আবেদন জানাতে পারবেন। তবে যেকোনো অনলাইন ক্যাফে কিংবা সহজ মিত্র কেন্দ্রে গিয়েও আবেদন জানানো যাবে। সহজ মিত্র কেন্দ্রে আবেদনের ক্ষেত্রে ২৩ টাকা অতিরিক্ত চার্জ লাগবে।
আবেদন মূল্য
জেল পুলিশ পরীক্ষায় আবেদনের জন্য ২২০ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে, তবে SC ও ST প্রার্থীদের শুধুমাত্র ২০ টাকা জমা করে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |