অবশেষে প্রকাশিত হল জেল পুলিশ নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি, আগামী ৬ তারিখ থেকে শুরু অনলাইন আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Warder & Female Warder Recruitment: অবশেষে প্রকাশিত হলো দীর্ঘ প্রতীক্ষিত “জেল পুলিশের” আবেদনের বিজ্ঞপ্তি। আজ, ০২.০৮.২০২৩ তারিখে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এতে মোট ১৩০ টি শূন্যপদে Warders & Females Warder অর্থাৎ জেল পুলিশ নিয়োগের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের সকল যোগ্য চাকরিপ্রার্থীরাই এই পদে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সবিস্তারে জেনে নেব বিজ্ঞপ্তিতে থাকা সকল গুরুত্বপূর্ণ তথ্যাবলী।

নিয়োগকারী সংস্থা WEST BENGAL POLICE RECRUITMENT BOARD
Advertisement no. WBPRB/NOTICE – 2023/ 26 (Warder/Female Warder-23)
অফিসিয়াল ওয়েবসাইট https://wbpolice.gov.in/
মোট শূন্যপদ  ১৩০ টি।
আবেদন শুরু ০৬.০৮.২০২৩
আবেদন শেষ ২৬.০৮.২০২৩

পদের নাম

Warder/Female Warder

মোট শূন্যপদ : ১৩০ টি। (পুরুষ- ১০০ টি ও মহিলা ৩০ টি) বিস্তারিত দেখুন –

wbp warder female warder vacancy details

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের ROPA-2019 হিসেবে, লেভেল- ৬ অনুসারে মাসিক বেতন হবে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি

  1. লিখিত পরীক্ষা (৯০ নম্বর)
  2. PMT ও PET পরীক্ষা
  3. ইন্টারভিউ (১০ নম্বর)
  4. মেডিক্যাল পরীক্ষা

পরীক্ষার সিলেবাস

বিষয় পূর্ণমান
১) জেনারেল আওয়ারনেস ও নলেজ ২৫
২) ইংরেজি ২৫
৩) অঙ্ক ২০
৪) রিজনিং ১০
৫) কম্পিউটার ১০

শারীরিক যোগ্যতার মাপদন্ড

পরীক্ষা পুরুষ মহিলা
উচ্চতা ১৬৭ সেমি।

তবে গোর্খা, গোয়ালিয়র, রাজবংশী ও ST-দের জন্য ১৬০ সেমি।

১৬০ সেমি।

তবে গোর্খা, গোয়ালিয়র, রাজবংশী ও ST-দের জন্য ১৫২ সেমি।

বুকের ছাতি ৭৮-৮৩ সেমি। (বাকিদের ৭৬-৮১ সেমি)
দৌড় ১.৬ কিমি দৌড় ৬ মিনিট ৩০ সে. ৪০০ মি দৌড় ১ মিনিট ৫০ সে.

নীচে বিজ্ঞপ্তিতে প্রকাশিত ওজন অনুসারে উচ্চতার মাপদন্ড তুলে ধরা হল-

wbp warder female warder height and weight

 

চাকরির খবর : রাজ্যের পৌরসভায় Group C পদে কর্মী নিয়োগ চলছে, মাধ্যমিক যোগ্যতায় করা যাবে আবেদন।

 

আবেদন প্রক্রিয়া

উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে, এর জন্য প্রথমে www.wbpolice.gov.in ওয়েবসাইটে যেতে হবে, তারপর মেনুতে থাকা Recruitments অপশনে ক্লিক করে উল্লেখ্য বিজ্ঞপ্তি নম্বর দেখে আবেদন জানাতে হবে। চাকরিপ্রার্থীরা নিজের মোবাইল কিংবা কম্পিউটার দিয়েও আবেদন জানাতে পারবেন। তবে যেকোনো অনলাইন ক্যাফে কিংবা সহজ মিত্র কেন্দ্রে গিয়েও আবেদন জানানো যাবে।

আবেদন মূল্য

জেল পুলিশ পরীক্ষায় আবেদনের জন্য ২২০ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে, তবে SC ও ST প্রার্থীদের শুধুমাত্র ২০ টাকা জমা করে হবে। সহজ মিত্র কেন্দ্রে আবেদনের ক্ষেত্রে ২৩ টাকা অতিরিক্ত চার্জ লাগবে, অর্থাৎ সংরক্ষিত শ্রেণীদের প্রার্থীদের ৪৩ টাকা এবং বাকিদের মোট ২৪৩ টাকা জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিংক : (০৬.০৮.২০২৩ থেকে) Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি- ১ :  Read Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি- ২ :  Read Now 

আরও পড়ুন : রাজ্যের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় শুরু হল আবেদন।

এটিও পড়ুন : এয়ার ইন্ডিয়াতে শতাধিক গ্রুপ D কর্মী নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় আবেদন করুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment