রাজ্যের আইন বিভাগে উচ্চমাধ্যমিক পাশে প্যারা লিগ্যাল ভলান্টিয়ার্স নিয়োগ | Para Legal Volunteers Recruitment

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Para Legal Volunteers Recruitment: প্যারা লিগ্যাল ভলান্টিয়ার্স, যা National Legal Services Authority Scheme এর অধীনস্থ, যাদের কাজ সাধারণ মানুষ ও আইন ব্যবস্থার মধ্যে সমন্বয় ঘটানো। সম্প্রতি রাজ্যের নদীয়া জেলার, জেলা লিগ্যাল অথোরিটি দ্বারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মোট ৩৬ জন প্যারা লিগ্যাল ভলান্টিয়ার্স নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা বিজ্ঞপ্তিতে প্রকাশিত সমস্ত তথ্যের প্রয়োজনীয় অংশ বিস্তারিত আলোচনা করব।

নিয়োগকারী সংস্থা The District Legal Services Authority, Nadia
Advertisement no. 01(PLV)/2023
অফিসিয়াল ওয়েবসাইট https://districts.ecourts.gov.in/nadia
মোট শূন্যপদ  ৩৬ টি।
আবেদন শুরু ২৫.০৮.২০২৩
আবেদন শেষ ১২.০৯.২০২৩

পদের নাম

Para Legal Volunteers (PLVs)

মোট শূন্যপদ : ৩৬ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক উত্তীর্ন হতে হবে। সেইসাথে প্রার্থীদের কম্পিউটারে এবং ইংরেজিতে সাধারণ জ্ঞান থাকতে হবে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২৩.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর।

মাসিক বেতন : Para Legal Volunteers -দের প্রতিদিন ৫০০ টাকা এবং যাতায়াতের খরচ হিসেবে অতিরিক্ত টাকা প্রদান করা হয়ে থাকে।

**বিশদে জানতে বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে পড়ুন।

নিয়োগ পদ্ধতি

মূলত নদীয়া জেলার প্রার্থীদের নিয়োগ করা হবে এবং উপরিউক্ত ব্লক/স্থানের প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে। নিয়োগপ্রক্রিয়া ইন্টারভিউয়ের মাধ্যমে হবে, তবে আবেদনকারীর সংখ্যা বেশি হলে সিলেকশন কমিটি অন্য কোনো উপায়ে প্রাথমিক পর্যায়ের ছাঁটাই সম্পন্ন করবে।

চাকরির খবর : রাজ্য সরকারি সংস্থায় ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, ইন্টারভিউতে পাশ হলেই হবে নিয়োগ।

ইন্টারভিউয়ের তারিখ

আবেদনকারী প্রার্থীদের উদ্দেশ্যে District Legal Services Authority, Nadia এর অফিসিয়াল নোটিশ বোর্ডে ইন্টারভিউয়ের দিনক্ষণ প্রকাশ করা হবে অথবা প্রার্থীরা চাইলে “https://districts.ecourts.gov.in/nadia” ওয়েবসাইটে ভিজিটের মাধ্যমেও সেসম্পর্কে জানতে পারবে।

আবেদন প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারজন্য,

  1. প্রথমে বিজ্ঞপ্তির শেষে দেওয়া আবেদনপত্রটির প্রিন্ট আউট বের করে নিতে হবে এবং নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।
  2. তারপর ২ কপি ছবি সহ বিজ্ঞপ্তিতে চাওয়া যাবতীয় ডকুমেন্টস এর কপি সেলফ এটেস্টেড করতে হবে। এরপর,
  3. একটি খাম কিনে, সেখানেও সেল্ফ এটেস্টেড করে, তাতে একটি ৫ টাকার স্ট্যাম্প লাগাতে হবে।
  4. সবশেষে, খামের ওপরে লিখতে হবে- “The Secretary, District Legal Services Authority, Nadia” এবং যাবতীয় ডকুমেন্টস তাতে ভরে নিয়ে নীচের ঠিকানায় পাঠাতে হবে।
  5. আবেদনপত্রটি আবেদন জমার শেষ দিন, অর্থাৎ ১২.০৯.২০২৩ বিকাল ৫ টার মধ্যে পৌঁছাতে হবে।

আবেদনের ঠিকানা

ADR Centre, District Judges’ Court Compound, Krishnagar, Nadia, Pin-741101

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইট :  Read Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now 

চাকরির খবর : কোলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে শতাধিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

মক টেস্ট : Important GK : ফুড SI ও জেল পুলিশ পরীক্ষার General Knowledge প্রশ্ন ও উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment