রাজ্যের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় শুরু হল আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

WB District Health Recruitment 2023: জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য বিভাগে চুক্তির ভিত্তিতে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্দারাই, বিজ্ঞপ্তিতে প্রকাশিত বেশিরভাগ শূন্যপদগুলিতে আবেদনযোগ্য। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সেইসব পদগুলির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, যেগুলিতে আবেদনের জন্য অতিরিক্ত শর্ত আরোপ করা হয়নি।

নিয়োগকারী সংস্থা District Health and Family Welfare Samiti, Jalpaiguri
Advertisement no. DHFWS/1122/23
অফিসিয়াল ওয়েবসাইট https://www.jalpaigurihealth.com/
মোট শূন্যপদ  ৯১ টি।
আবেদন শুরু ৩১.০৭.২০২৩
আবেদন শেষ ১৪.০৮.২০২৩

পদের নাম

Staff Nurse

মোট শূন্যপদ : ৪ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে GNM অথবা B.Sc. Nursing কোর্স করে থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের বেতন হবে ২১,০০০ টাকা প্রতিমাস।

 

পদের নাম

Attendant

মোট শূন্যপদ : ৪ টি। (শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য)

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২০ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের বেতন হবে ৫,০০০ টাকা প্রতিমাস।

চাকরির খবর : মাধ্যমিক যোগ্যতায় ইসরোতে চাকরির সুযোগ, অনলাইনে শুরু হল আবেদন গ্রহণ।

 

পদের নাম

Cook cum Caretaker

মোট শূন্যপদ : ১ টি। (শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য)

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদনযোগ্য এবং সেইসাথে, প্রার্থীকে রান্না করতে জানতে হবে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২০ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের বেতন হবে ৮,০০০ টাকা প্রতিমাস।

 

পদের নাম

Yoga Instructor

মোট শূন্যপদ : ৪২ টি। (পুরুষ – ১১ টি ও মহিলা – ১১ টি)

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাশ এবং সেইসাথে পশ্চিমবঙ্গ সরকারের আওতায় Yoga and Naturopathy(WBCYN) কোর্স করে থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের বেতন হবে, পুরুষদের ৮,০০০ টাকা ও মহিলাদের ৫,০০০ টাকা প্রতিমাস।

 

পদের নাম

Medical Social Worker

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে যেকোন শাখায় স্নাতক হয়ে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে, ১ বছরে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২০ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের বেতন হবে ১৮,০০০ টাকা প্রতিমাস।

আরেকটি চাকরি : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ৩০৪৯ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। অনলাইনে শুরু আবেদন।

 

পদের নাম

Community Health Assistant

মোট শূন্যপদ : ৪ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে GNM/ANM কোর্স করে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে প্রার্থীকে জলপাইগুড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের বেতন হবে ১৩,০০০ টাকা প্রতিমাস।

 

নিয়োগ পদ্ধতি

  1. লিখিত পরীক্ষা
  2. স্কিল টেস্ট (কিছু ক্ষেত্রে)
  3. ইন্টারভিউ (কিছু ক্ষেত্রে)

আবেদন পদ্ধতি

ইচ্ছুক আবেদনকারীদের অফিসিয়াল ওয়েবসাইট- https://www.jalpaigurihealth.com/Recruitment -এ গিয়ে রেজিস্ট্রেশনের পর, অনলাইন ফর্ম ফিলাপের মাধ্যমে আবেদন জানাতে হবে (ইচ্ছুক প্রার্থীরা নিচে দেওয়া লিংকে ক্লিক করেও, সরাসরি আবেদন জানাতে পারবেন)। ফর্ম ফিলাপের পর আবেদন ফি জমা করে, ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে যত্ন সহকারে রেখে দিতে হবে।

আবেদন মূল্য

বিজ্ঞপ্তিতে প্রকাশিত সমস্ত শূন্যপদে আবেদনের জন্য, প্রার্থীদের মোট ১০০ টাকা জমা করতে হবে, তবে SC/ ST/OBC প্রার্থীদের ৫০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিংক  Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now

মক টেস্ট : জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ১৩

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment