রাজ্যে একাধিক স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

WB Health Recruitment 2023 : জাতীয় স্বাস্থ্য কমিশনের অন্তর্গত স্টাফ নার্স সহ একাধিক স্বাস্থ্যকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে পারবেন। আগামী ২৫.০৬.২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন চলবে, ইচ্ছুক প্রার্থীরা জেনে নিন, কোন কোন পদে, কিভাবে, কোথায় আবেদন জানাতে পারবেন।

নিয়োগকারী সংস্থা Health & Family Welfare Department, West Bengal
Advertise No. HFW- 45025(90)/454/2023
অফিসিয়াল ওয়েবসাইট (wvw.wbhealth.gov.in এবং www.murshidabad.gov.in)
আবেদন শুরু ১০.০৬.২০২৩
আবেদন শেষ ২৫.০৬.২০২৩

 

১) পদের নাম : স্টাফ নার্স।

মোট শূন্যপদ : ১৮ টি। (UR – ১১ টি, SC – ৪ টি, OBC A – ১ টি, OBC B – ২ টি।)

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে Indian Nursing Council/West Bengal Nursing Council স্বীকৃত যেকোনো ইনস্টিটিউট থেকে GNM কোর্স পাশ করে থাকতে হবে। সেইসাথে বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলতে জানতে হবে।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা মাসে ২৫,০০০ টাকা বেতন পাবেন।

বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

 

২) পদের নাম : কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট।

মোট শূন্যপদ : ১৪ টি। (UR – ৯ টি, SC – ৩ টি, OBC A – ১ টি,  OBC B – ১ টি।)

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা মাসে ১৩,০০০ টাকা বেতন পাবেন।

যোগ্যতা :

  1. চাকরিপ্রার্থীকে Indian Nursing Council/West Bengal Nursing Council স্বীকৃত যেকোনো ইনস্টিটিউট থেকে ANM/GNM কোর্স পাশ করে থাকতে হবে।
  2. West Bengal Nursing Council এর একজন রেজিস্টার্ড নার্সিং প্রার্থী হতে হবে।
  3. বাংলা ভাষায় সাবলীল হতে হবে।
  4. মুর্শিদাবাদ জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

 

৪) পদের নাম : ল্যাবরেটরি টেকনিশিয়ান।

মোট শূন্যপদ : ১০ টি। (UR – ৬ টি, SC – ২ টি, OBC A – ১ টি, OBC B – ১ টি।)

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা মাসে ২২,০০০ টাকা বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ এবং সেইসাথে ল্যাবরেটরি টেকনোলজি কোর্সে ডিপ্লোমা করে থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : ০১.০১.২০২২ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৯ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

 

৫) পদের নাম : ব্লক ডেটা ম্যানেজার।

মোট শূন্যপদ : ৫ টি। (UR – ২ টি, SC – ২ টি, OBC B – ১ টি।)

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা মাসে ২২,০০০ টাকা বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক, সেইসাথে এক বছরের কম্পিউটারে ডিপ্লোমা। সরকারি দপ্তরে ৩ বছরের কাজের অভিজ্ঞতা অথবা বেসরকারি সংস্থায় ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

 

নিয়োগ পদ্ধতি : ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউ। প্রার্থীদের চুক্তির ভিত্তিতে প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে পরবর্তীতে কাজের দক্ষতার ভিত্তিতে বাড়ানো হতে পারে।

আবেদন পদ্ধতি : উপরিউক্ত সবক’টি পদে আবেদনের জন্য অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এর মাধ্যমে অনালাইনে আবেদন করতে হবে (নীচে Direct Application লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)। আবেদন শেষে রেজিস্ট্রেশনের ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিতে হবে, এটি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় জমা দিতে হবে।

আবেদন মূল্য : ১০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ৫০ টাকা।

আবেদন লিংক :  Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now

 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment