Social Welfare Section Recruitment: হুগলি জেলার DM অফিসের তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্যানুযায়ী জেলার সমাজকল্যান বিভাগে একাধিক পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার জন্য আগামী ১৪.০৮.২০২৩ পর্যন্ত অনলাইন ও অফলাইনে আবেদন প্রক্রিয়া চলবে। আজকের এই প্রতিবেদনে বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হল-
নিয়োগকারী সংস্থা | Office of the District Magistrate & Collector, Hooghly |
Advertisement no. | 570 /SW-Hug |
অফিসিয়াল ওয়েবসাইট | https://hooghly.nic.in/ |
মোট শূন্যপদ | ৭ টি। |
আবেদন শুরু | ২৪.০৭.২০২৩ |
আবেদন শেষ | ১৪.০৮.২০২৩ |
পদের নাম
Cook
মোট শূন্যপদ : ১ টি। (শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য)
শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স সীমা : ২৪.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া : ৫০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
পদের নাম
Clerk cum Compounder
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। সেইসাথে ২ বছরের অভিজ্ঞপ্ত সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্মাসিস্ট ডিগ্রী থেকে থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩৭ বছর হলে আবেদনযোগ্য।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া : ৬০ নম্বরের লিখিত পরীক্ষা ও ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট নেওয়া হবে।
চাকরির খবর : আগষ্ট মাসে শুরু জেল পুলিশের আবেদন, পরীক্ষার সিলেবাস ও বেতন সম্পর্কে জানুন বিস্তারিত।
পদের নাম
Karmabondhu (Sweeper)
মোট শূন্যপদ : ৪ টি। (শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য)
শিক্ষাগত যোগ্যতা : লিখতে পড়তে জানতে হবে।
বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩৭ বছর হলে আবেদনযোগ্য।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের ৩,০০০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া : ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।
আবেদন পদ্ধতি
উপরিউক্ত পদগুলির জন্য অনলাইন ও অফলাইনে আবেদন করতে হবে। কুক ও কর্মবন্ধু পদের জন্য নিচের দেওয়া লিংক থেকে অফিসিয়াল নোটিশের ৩ নম্বর পাতায় থাকা ফরমটি পূরণ করে আবেদন করতে হবে। আর ক্লার্ক পদের জন্য https://hooghly.nic.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন জানাতে হবে।
অফলাইন আবেদনে যেসব নথি পাঠাতে হবে
- ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি
- রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
- বয়সের প্রমাণ
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আধার কার্ড
আবেদনের ঠিকানা
কুক ও কর্মবন্ধু পদের জন্য প্রার্থীদের ফর্ম ফিলাপের পর উপরিউক্ত নথিগুলি একটি মুখবন্ধ খামে ভরে, শ্রীরামপুর, হুগলি SDO অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন লিংক : | Apply Now |
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
মক টেস্ট : জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ১৩