West Bengal Govt Skill Training: পশ্চিমবঙ্গ সরকার মাঝে মাঝেই তপশিলি ও আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর উন্নতির উদ্দেশ্যে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকে। এই উদ্দেশ্যে আবারও শুরু হয়ে গেল প্রশিক্ষণ কার্যক্রমের প্রক্রিয়া। বিভিন্ন টেকনিক্যাল স্কিলে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য, আগামী ২৫ শে জুলাই পর্যন্ত চলবে আবেদন। রাজ্যের বিভিন্ন জেলায় কয়েকশো ছেলে মেয়েকে দেওয়া হবে এই প্রশিক্ষণ। আজকের প্রতিবেদনে জেনে নেব, বিজ্ঞপ্তিতে প্রকাশিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি।
যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে
এই কার্যক্রমে দু চাকার গাড়ি ও চার চাকার গাড়ির মেকানিক্যাল ট্রেনিং দেওয়া হবে।
মোট শূন্যপদ
মোট ১০৫০ টি শূন্যপদে ট্রেনিং দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদনযোগ্য।
বয়সসীমা
প্রশিক্ষণকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
পারিবারিক আয়
এই ট্রেনিং পেতে হলে প্রার্থীদের পারিবারিক আয় বার্ষিক ৩ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
জেলার অনুপাতে শূন্যপদের বিবরণ
বাঁকুড়া – মোট ১৫০ টি শূন্যপদ।
প্রশিক্ষণের ঠিকানা
New Purandarpur Road, Purandarpur Bankura – II, Bankura, WB, 722148, মোবাইল নম্বর- 89701028626/9563159470 এবং
Onda (Near BDO Office), Mouja – Tella, Dist.- Bankura, WB – 722144, মোবাইল নম্বর- 6294229821/8670633735
প্রশিক্ষণের বিষয়- দুই চাকা ও চার চাকার গাড়ির মেকানিক।
দক্ষিণ ২৪ পরগনা – মোট ১৫০ টি শূন্যপদ।
প্রশিক্ষণের ঠিকানা
Kalpataru Bhaban, Laxmikantapur, Post – Bijoyganj Bazar, Pin – 743345, মোবাইল নম্বর- 7908996209 / 9007052927
প্রশিক্ষণের বিষয়- চার চাকার গাড়ির মেকানিক।
পূর্ব বর্ধমান – মোট ১৫০ টি শূন্যপদ।
প্রশিক্ষণের ঠিকানা
New Purandarpur Road, Purandarpur Bankura-II, Bankura, WB-722148, মোবাইল নম্বর- 6294275332/9635790146
প্রশিক্ষণের বিষয়- চার চাকার গাড়ির মেকানিক।
ঝাড়গ্রাম – মোট ১৫০ টি শূন্যপদ।
প্রশিক্ষণের ঠিকানা
Vill + Post + PS – Gopiballavpur, Dist-Jhargram, Pin-721506, 1st Floor of LIC Building, মোবাইল নম্বর- 8910128616/9932848303 এবং
Kharikha Mathani, PS – Nayagram, PO – Kharikha Mathani, WB -721159, মোবাইল নম্বর- 8670356174/9932568166/ 9836871698
প্রশিক্ষণের বিষয়- প্রথম ঠিকানায় দুই চাকা ও দ্বিতীয় ঠিকানায় চার চাকার গাড়ির মেকানিক।
কোচবিহার – মোট ১৫০ টি শূন্যপদ।
প্রশিক্ষণের ঠিকানা
Harinarayan Complex, Khagrabari, Chowpothi, Above Khagrabari Medicine, Coach Behar, WB – 736179, মোবাইল নম্বর- 6294503715/7908550359 / 9091336931
প্রশিক্ষণের বিষয়- দুই চাকার গাড়ির মেকানিক।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের রাজ্য সরকারের www.wbbcdev.gov.in ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যদি আবেদনে কোনোপ্রকার অসুবিধা হয়, তবে নিচে দেওয়া নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন।
সহায়তা নম্বর
(033) 40261500
আবেদন শেষ
প্রশিক্ষণে ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৫ জুলাই এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
এটিও পড়ুন: শুরু হয়ে গেলো নবান্ন স্কলারশিপের অনলাইন আবেদন, প্রত্যেকে পাবে ১০০০০ টাকা!