শুরু হল ১.২৫ লক্ষ কর্মী নিয়োগের তোড়জোড়, দপ্তরগুলি থেকে শূন্যপদের হিসেব পাঠানোর নির্দেশ নবান্নের।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

West Bengal Recruitment News: বর্তমানে রাজ্যে চলছে চাকরির খরা। চাকরিপ্রার্থীরা একপ্রকার দিশেহারা পরিস্থিতির সম্মুখীন। এরকম পরিস্থিতিতে সকল চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফোটাতে এবার নিয়োগ হতে চলেছে ১.২৫ লক্ষ কর্মী। অন্তত রাজ্যের তরফে সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীকে সংশ্লিষ্ট অধিকারিকদের শূন্যপদগুলিতে দ্রুত নিয়োগের নির্দেশ দিতে শোনা যায়। কিন্তু তারপরই রাজ্যে শুরু হয় পঞ্চায়েত ভোটের তোড়জোড়, ফলে বিষয়টি একপ্রকার গতিহীন হতে পড়ে। ভোট শেষ হতেই, বিভিন্ন দপ্তরের শূন্যপদের একটা পরিসংখ্যান চেয়ে পাঠালো নবান্ন।

সূত্রের খবর, গত সোমবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে রাজ্যের দপ্তরগুলিতে চিঠি পাঠানো হয়েছে এবং আগামী ২ মাসের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন দপ্তরগুলিতে থাকা কর্মীদের ইতিমধ্যেই প্রমোশনের প্রক্রিয়া চলছে। তাই মূলত, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, হেড অ্যাসিস্ট্যান্ট ও সেকশন অফিসার পদে প্রচুর শূন্যপদ তৈরী হয়েছে। তাই জরুরী ভিত্তিতে এই নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। গত, ৩০ জুনের নিরিখে শূন্যপদের সংখ্যা কোন দপ্তরে কত রয়েছে, সেই হিসেবেই চলবে নতুন নিয়োগের প্রক্রিয়া।

চাকরির খবর : ১৭০০০+ শূন্যপদে IRB GD কনস্টেবল পদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন চলবে।

আমরা জানি, এর আগেই মুখ্যমন্ত্রী ১ বছরের মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডি, অঙ্গন ওয়ারি কর্মী, শিক্ষক ও নার্স সহ একাধিক পদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। তাই গত সোমবারের এই পদক্ষেপ, সেই নিয়োগ প্রক্রিয়ার দরজা খুলে দিলো, এমনটাই মনে করা হচ্ছে।

আগামী লোকসভা ভোটের আগে কেন্দ্র ও রাজ্যে একাধিক শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি একের পর এক দপ্তরে বিপুল পরিমান কেন্দ্র সরকারি কর্মী নিয়োগ করা হচ্ছে। গত কয়েকমাস আগেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, আগামী ১.৫ বছরের মধ্যেই ১০ লক্ষেরও বেশি পদে নিয়োগ করা হবে। আর তার পরেই SSC এর মাধ্যমে দ্রুত গতিতে নিয়োগ করা হচ্ছে, এতো তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া আগে কখনোই সম্পন্ন করেনি SSC. আগামীতে রেলেও হতে চলেছে বিপুল নিয়োগ।

তাই সকল চাকরিপ্রার্থীদের কাছে নিবেদন, তোমরা প্রস্তুতি continue করে যাও, কোথাও না কোথাও ঠিক লেগে যাবে। আর চাকরির সমস্তরকম খবরগুলির নির্ভুল আপডেট পেতে আমাদের WhatsApp ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো।

এটিও পড়ুন : ভারতীয় বায়ুসেনায় ৩ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ, জেনে নিন কিভাবে করবেন আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment