রাজ্যে হাইওয়ে অথোরিটির প্রজেক্টে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে নিয়োগ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

গত ২১.০৯.২০২৩ তারিখে আলিপুরদুয়ার জেলার জেলাশাসক কার্য্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে লেখা রয়েছে, ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়ার স্থানীয় একটি প্রোজেক্টের জন্য সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে দুটি শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। উক্ত বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের আহ্বান করা হয়েছে, তারা যেন নিচে দেওয়া যোগ্যতার মাপদণ্ডের বিচার করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন।

পদের নাম- Data Entry Operator

মোট শূন্যপদ- ২ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ১ বছরের কম্পিউটারে কোনো ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করে থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০৯.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে।

মাসিক বেতন : এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবর : এইমস এ ক্লার্ক সহ অন্যান্য অফিসিয়াল পদে কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।

প্রার্থী বাছাই পদ্ধতি : আগামী ৬.১০.২০২৩ তারিখে চাকরিতে ইচ্ছুক প্রার্থীদের উদ্দেশ্যে সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটি ইন্টারভিউয়ের আয়োজন করা হবে, ইন্টারভিউতে পাশ করলে প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা : ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের “Bhumi Conference Hall, Room No-402, 4th floor, Dooars Kanya, Alipurduar” -এই ঠিকানায় বিজ্ঞপ্তিতে উল্লেখিত যাবতীয় ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি : Read Now

চাকরির খবর : কেন্দ্র সরকারি ওয়্যারহাউসগুলিতে নন-টেকনিক্যাল ও অন্যান্য পদে নিয়োগ, বেতন রয়েছে ১ লক্ষ ৪০ হাজার টাকা।

 মক টেস্ট : বলুন তো, বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত? – জেনে নিন ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now