Food SI পদের কাজ কি, কত টাকা বেতন, গত বছরের Cut Off Marks কত ছিল – সব প্রশ্নের উত্তর জানুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

WBPSC Food SI Job Details : Food SI অর্থাৎ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের কাছে একটি লোভনীয় চাকরি। কারণ নামের মধ্যেই রয়েছে ইন্সপেক্টর শব্দের ছোঁয়া, যা কিনা আবার মাধ্যমিক পাশ যোগ্যতাতেই পাওয়া যায়! ইন্সপেক্টর হয়েও নেই কোনো ক্রিমিনাল ধরার কাজ, পাওয়া যায় ডিউটির পর ফ্যামিলি লাইফ কাটানোর সুযোগ- ব্যাস, বাঙালি জীবন আর কি চায় বলুন! তাহলে, চলুন দেখে নিই Food SI -দের সুখ দুঃখের চাকরি জীবন।

Food SI এর কাজ কি?

একটা কথায় বললে, Food SI দের খাদ্য বিভাগের যাবতীয় কাজ করতে হয়। মূলত রেশন ব্যবস্থার সাথে যুক্ত থাকা এই অফিসারদের কাজের একটা তালিকা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

১) নতুন করে রেশন কার্ড ইস্যু করা বা কেউ ঠিকানা পরিবর্তন করেছেন, তাদের জন্য পুনরায় নতুন ঠিকানায় রেশন কার্ডের প্রতিস্থাপন করা।

২) নির্দিষ্ট সময় অন্তর রেশন কার্ডের বৈধতা চেক করতে হয়, গ্রামে কিংবা শহরে অনেকেই আছেন পরিবারের মৃত ব্যক্তির নামে রেশন তুলে থাকেন। সেক্ষেত্রে সাব ইন্সপেক্টরেরা এইসব ভুয়ো রেশন কার্ড বাতিল করে থাকেন।

৩) Food SI দের দায়িত্বপ্রাপ্ত রেশন দোকানগুলির সাপ্তাহিক রিপোর্ট তৈরি করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অর্থাৎ ইন্সপেক্টরদের কাছে রিপোর্ট পাঠাতে হয়। রিপোর্ট বলতে, রেশনের মাল নিম্নমানের কিনা অথবা মাপে ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা ইত্যাদি।

৪) সরকারি শস্য গুদামগুলির পরিস্থিতি খতিয়ে দেখা, মান্ডিতে কৃষকদের থেকে ধান কেনা। সেইসাথে, যদি তার দায়িত্বে কোনো প্যাকেট জাতীয় খাদ্যের কারখানা থাকে, সেখানে খাদ্যের মান ঠিকঠাক রাখা হচ্ছে কিনা, সেটাও দেখার দায়িত্ব একজন Food SI এর।

৫) এছাড়া, নতুন রেশন দোকানের লাইসেন্স প্রদান ও পুরোনো দোকানের লাইসেন্স বাতিল থেকে শুরু করে, অফিসে আসা জনগণের জিজ্ঞাসার জবাব এবং বর্তমানে কখনো কখনো দুয়ারে সরকারের ক্যাম্পেও কাজ করতে হয়।

চাকরির খবর : ভারতীয় বায়ুসেনায় ৩ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ, জেনে নিন কিভাবে করবেন আবেদন।

SI দের পোস্টিং কোথায় হয়ে থাকে?

রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন, খাদ্য ভবন, জেলা হেড কোয়ার্টার, গোডাউন ইন চার্জ হিসেবে অথবা কৃষি মান্ডিতে পারচেজ অফিসার পদে পোস্টিং হতে পারে।

প্রমোশনের সুযোগ কিরকম?

Food SI পদে কাজে যোগ দেওয়ার ৮-৯ বছরের মধ্যে ইন্সপেক্টর পদে প্রমোশন দেওয়া হয় এবং তারও ৮-৯ বছর বাদে চিফ ইন্সপেক্টর পদে প্রমোশন দেওয়া হয়।

Food SI পদের বেতনক্রম

Food SI দের মূল বেতন সহ বিভিন্ন ভাতা যোগ করার পর হাতে ২৫ হাজারের থেকে সামান্য বেশি বেতন দেওয়া হয়ে থাকে। (ROPA-2019 অনুসারে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা।)

বিগত বছরের Cut Off কত ছিল?

Category Cut Off Marks (লিখিত- ১০০ নম্বর) Cut Off Marks (ফাইনাল- ১২০ নম্বর)
UR (জেনারেল) ৭৯.৬৬ ৯১.১৬
SC ৭৬.০০ ৮৮.৬৬
ST ৫৯.৩৩ ৭৮.৮৩
OBC-A ৭৪.৬৬ ৮৮.৬৬
OBC-B ৭৫.৩৩ ৮৯.১৬

আশা করা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই Food SI পদের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তাই প্রস্তুতি শুরু করার সাথে সাথে নজর রাখো আজকের বাংলা পোর্টালে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে শেয়ার করো বন্ধুদের সাথেও আর যেকোনো আপডেট সবার আগে পেতে যুক্ত হয়ে যাও আমাদের WhatsApp এবং টেলিগ্রাম গ্রুপে।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment