WBPSC Food SI- 2023 Previous Year Practice : নমস্কার বন্ধুরা! আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ এর ভূমিকা আমাদের সকলেরই জানা। পুলিশ, গ্রুপ ডি, MTS, GD কনস্টেবল, Food SI, WBCS প্রিলি- যেকোনো পরীক্ষাই হোক না কেন, জেনারেল নলেজ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে।
তাই, আজ আমরা চেষ্টা করব, ২৫ টি জেনারেল নলেজ এর প্রশ্ন সমাধান করার, এই প্রশ্নগুলি বিগত বছরের WBPSC Food SI পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে নেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে রইলো তোমাদের জন্য ২০১৯ WBPSC Food SI এর প্রথম ২৫ টি প্রশ্ন।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর- WBPSC Food SI- 2019
১) ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে –
ক. টেক্সটাইল শিল্পে।
খ. লোহা ও ইস্পাত শিল্পে।
গ. পেট্রোকেমিক্যাল শিল্পে।
ঘ. অটোমোবাইল শিল্পে।
২) জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত?
ক. সাধারণ পরিষদ।
খ. নিরাপত্তা পরিষদ।
গ. আন্তর্জাতিক আদালত।
ঘ. ট্রাস্টিক কাউন্সিল অথবা পরিষদ।
View Answer
৩) ভারতের রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয়-
ক. প্রধান নির্বাহী কর্মকর্তা।
খ. ব্যবস্থাপনা পরিচালক।
গ. চিফ ব্যাংকিং অফিসার।
ঘ. উপরের কোনটি নয়।
View Answer
৪) ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল হলো-
ক. ১৯৫৫ সাল।
খ. ১৯৫১ সাল।
গ.১৯৬০ সাল।
ঘ. ১৯৬৫ সাল।
View Answer
৫) বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হল-
ক. রাইন খাল।
খ. পানামা খাল।
গ. সুয়েজ খাল।
ঘ. কোনটিই নয়।
View Answer
৬) পাবলিক সেক্টরের বিলগ্নীকরণ কে বলা হয়-
ক. উদারীকরণ।
খ. বিশ্বায়ন।
গ. শিল্পায়ন।
ঘ. ব্যক্তিগতকরণ।
View Answer
৭) বিখ্যাত সাঁচি স্তুপ কে নির্মাণ করেন-
ক. অশোক।
খ. চন্দ্রগুপ্ত মৌর্য।
গ. শশাঙ্ক।
ঘ. অজাত শত্রু।
View Answer
৮) কারা প্রথম ভারতের স্বর্ণমুদ্রার প্রচলন করেন?
ক. শক।
খ. হুন।
গ. চোল।
ঘ. ইন্দো গ্রিক।
View Answer
৯) কোন ধারা ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করতো?
ক. ধারা ৩৭০
খ. ধারা ৩৬০
গ. ধারা ২৬৮
ঘ. ধারা ৩৬১
View Answer
১০) সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন?
ক. ভারতের প্রধান বিচারপতি।
খ. রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি।
গ. রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোন ব্যক্তি।
ঘ. প্রধানমন্ত্রী।
View Answer
১১) মন্ত্রীদের নির্বাচন হতে পারে-
ক. লোকসভা।
খ. রাজ্যসভা।
গ. আইনসভার বাইরে।
ঘ. ওপরের সবকটিই।
View Answer
১২) নিম্নলিখিত বিবৃতি গুলি বিবেচনা করুন-
ক. 2 জি বর্ণালী (2G Spectrum) 30- 200 KHz ব্যান্ডউইথ ব্যবহার করে।
খ. 3 জি বর্ণালী (3G Spectrum) 15- 20 MHz ব্যান্ডউইথ ব্যবহার করে।
গ. 4 জি বর্ণালী (4G Spectrum) 40 MHz ব্যান্ডউইথ ব্যবহার করে।
উপরে দেওয়া বিবৃতির কোনটি/কোনগুলি সঠিক?
A. সবগুলি B. ক ও খ
C. খ ও গ D. কেবলমাত্র- গ
View Answer
চাকরির খবর : Food SI পদের কাজ কি, কত টাকা বেতন, গত বছরের Cut Off Marks কত ছিল – সব প্রশ্নের উত্তর জানুন
১৩) বিশ্বের বৃহত্তম ফুলটি হলো-
ক. পদ্ম।
খ. রেফলেসিয়া।
গ. জায়ান্ট ক্যাকটাস।
ঘ. ওপরের কোনোটিই নয়।
View Answer
১৪) জিরো আওয়ার কি?
ক. যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়।
খ. যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়।
গ. সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তী সময়।
ঘ. লোকসভাতে যখন কোন অর্থবিল পেশ করা হয়।
View Answer
১৫) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েবপেজ গুলোর জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা?
ক. কোবল।
খ. জাভা।
গ. বেসিক।
ঘ. বেসিক অ্যাসেম্বলার।
View Answer
১৬) ‘মাই লাইফ’ কার আত্মজীবনী?
ক. ডক্টর এপিজে আবদুল কালাম।
খ. ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
গ. বিল ক্লিনটন।
ঘ. হিলারি ক্লিনটন।
View Answer
১৭) বায়ুমন্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হল-
ক. নাইট্রোজেন।
খ. আর্গন।
গ. জলীয় বাষ্প।
ঘ. অক্সিজেন।
View Answer
১৮) কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল-
ক. উত্তর আমেরিকার ইতিহাস থেকে।
খ. আইরিশ ইতিহাস থেকে।
গ. ব্রিটিশ কমনওয়েলথ থেকে।
ঘ. আমেরিকান সংসদ থেকে।
View Answer
১৯) নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়?
ক. গ্রানাইট।
খ. চুনাপাথর।
গ. পিট।
ঘ. শেল।
View Answer
২০) সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী?
ক. হোসেন বিভাজন।
খ. ফিউশন সংযোজন।
গ. রাসায়নিক ভাঙ্গন।
ঘ. মহাকর্ষীয় সংকোচন।
View Answer
২১) নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণ যোগ্য শক্তির উৎস নয়-
ক. জলবিদ্যুৎ।
খ. সৌরশক্তি।
গ. জ্বালানি কোষ।
ঘ. বায়ু শক্তি।
View Answer
২২) সূর্যগ্রহণ ঘটে যখন-
ক. পৃথিবী, সূর্য ও চাঁদের মধ্যে আসে।
খ. চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ তৈরি হয়।
গ. চাঁদ, সূর্য ও পৃথিবীর মধ্যে আসে।
ঘ. সূর্য, চাঁদ ও পৃথিবীর মধ্যে আসে।
View Answer
২৩) কোনটি হিমাচল প্রদেশের লোক নৃত্য নয়?
ক. ধমন।
খ. ছাপেলি।
গ. মহাথু।
ঘ. ধাকনি।
View Answer
২৪) স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
ক. সর্দার বল্লভ ভাই প্যাটেল।
খ. মহাত্মা গান্ধী।
গ. জহরলাল নেহেরু।
ঘ. সুভাষচন্দ্র বসু।
View Answer
২৫) ‘সুফি’ শব্দটি এসেছে-
ক. এক ধরনের কবিতা থেকে।
খ. এক ধরনের পোশাক থেকে।
গ. একটি ভাষা থেকে।
ঘ. একটি জায়গার নাম থেকে।
View Answer
এটিও দেখুন : জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ৩