WBPSC Food SI- 2023 Previous Year Practice Set : নমস্কার বন্ধুরা! আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ এর ভূমিকা আমাদের সকলেরই জানা। পুলিশ, গ্রুপ ডি, MTS, GD কনস্টেবল, Food SI, WBCS প্রিলি- যেকোনো পরীক্ষাই হোক না কেন, জেনারেল নলেজ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে।
তাই, আজ আমরা চেষ্টা করব, ২৫ টি জেনারেল নলেজ এর প্রশ্ন সমাধান করার, এই প্রশ্নগুলি বিগত বছরের WBPSC Food SI পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে নেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে রইলো তোমাদের জন্য ২০১৯ WBPSC Food SI এর প্রথম ২৫ টি প্রশ্ন।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর- WBPSC Food SI- 2019
১) ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়-
ক. ভিটামিন A
খ. ভিটামিন D
গ. ভিটামিন C
ঘ. ভিটামিন A ও D
২) একটি পালক, একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়?
ক. একটি কাঠের বল।
খ. একটি পালক।
গ. একটি ইস্পাতের বল।
ঘ. সবগুলি সমান দ্রুততায় ।
View Answer
৩) কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন?
ক. পার্লামেন্টের সকল সদস্য দ্বারা।
খ. জনগণ দ্বারা সরাসরি।
গ. লোকসভার সমস্ত সদস্য দ্বারা।
ঘ. লোকসভায় সংখ্যাগুরু সংখ্যাযুক্ত পার্টির সদস্য দ্বারা।
View Answer
৪) বিখ্যাত অঙ্কন বা ছবি ‘সত্যম শিবম সুন্দরম্’ তৈরি করেছেন–
ক. মহেন্দ্ৰনাথ সিং।
খ. নন্দকিশোর শর্মা।
গ. সিভনন্দন নাতিয়াল।
ঘ. রাজ কাপুর।
View Answer
৫) কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে?
ক. বাজরা।
খ. ভুট্টা ।
গ. জোয়ার।
ঘ. গম।
View Answer
৬) দূষিত কিডনি-রোগীদের জন্য ডায়ালাইসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়ায় জড়িত থাকে-
ক. পরিশোষণ।
খ. আস্রবন।
গ. ইলেকট্রোফোরেসিস।
ঘ. ব্যাপন।
View Answer
৭) বিখ্যাত সাঁচি স্তুপ কে নির্মাণ করেন-
ক. অশোক।
খ. চন্দ্রগুপ্ত মৌর্য।
গ. শশাঙ্ক।
ঘ. অজাত শত্রু।
View Answer
৮) কোন বিজ্ঞানী ‘এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’ নামে একটি বই লিখেছেন?
ক. মেঘনাথ সাহা।
খ. পাস্তুর।
গ. স্টিফেন হকিং।
ঘ. এডওয়ার্ড জেনার।
View Answer
৯) প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল-
ক. মে, 1968
খ. মে, 1980
গ. জুলাই, 1982
ঘ. জুন, 1985
View Answer
১০) ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি?
ক. INTUC
খ. CITU
গ. AITUC
ঘ. BMC
View Answer
১১) শাস্তি স্বরূপ ভাটনগর পুরস্কার এর সঙ্গে যুক্ত-
ক. স্পোর্টস।
খ. বিজ্ঞান ও প্রযুক্তি।
গ. কৃষি।
ঘ. চলচ্চিত্র।
View Answer
১২) ‘ঘুমার’ লোকনৃত্য হল-
ক. গুজরাটের।
খ. পাঞ্জাবের।
গ. রাজস্থানের।
ঘ. তামিলনাড়ুর।
View Answer
চাকরির খবর : রাজ্যের ইনস্টিটিউটে একাধিক ‘গ্রুপ সি’ কর্মী নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় আবেদন শুরু।
১৩) প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক-
ক. কানাড়া ব্যাঙ্ক।
খ. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।
গ. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ঘ. সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
View Answer
১৪) নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত–
ক. পাখি ও বানর।
খ. সাপ ও পাখি।
গ. ব্যাং ও সাপ।
ঘ. ইঁদুর ও গিরগিটি।
View Answer
১৫) ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন?
ক. নেলসন ম্যান্ডেলা।
খ. আব্রাহাম লিঙ্ক।
গ. খান আবদুল গাফফার খান।
ঘ. মাদার টেরেসা।
View Answer
১৬) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হল একটি-
ক. মানবাধিকার গ্রুপ।
খ. বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলায় সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা।
গ. ক্রোয়েশিয়ার শরণার্থী শিবির।
ঘ. বিশ্ব ব্যাংকের শাখা।
View Answer
১৭) কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত?
ক. দেরাদুন।
খ. নয়াদিল্লি।
গ. হায়দ্রাবাদ।
ঘ. ইটানগর।
View Answer
১৮) ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ-
ক. এটি সূর্যের নিকটতম।
খ. এতে আধানযুক্ত কণা রয়েছে।
গ. এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়।
ঘ. এর মধ্যে তাপ উৎপন্ন হয়।
View Answer
১৯) পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
ক. বিজ্ঞান ও প্রযুক্তি।
খ. সাহিত্য ও সাংবাদিকতা।
গ. আন্তর্জাতিক বোঝাপড়া।
ঘ. পরিবেশ বিদ্যা।
View Answer
২০) সবচেয়ে নমনীয় ধাতু-
ক. রুপা।
খ. সোনা।
গ. অ্যালুমিনিয়াম।
ঘ. সোডিয়াম।
View Answer
২১) নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম?
ক. উইম্বলডন।
খ. ফ্রেঞ্চ ওপেন।
গ. অস্ট্রেলিয়ান ওপেন।
ঘ. ইউ এস ওপেন।
View Answer
২২) গ্রামীণ ও শহুরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালরি যথাক্রমে কত?
ক. 2400 ও 2100
খ. 2100 ও 2400
গ. 2400 ও 2200
ঘ. 2100 ও 2200
View Answer
২৩) মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন-
ক. আরতী সাহা।
খ. আশা আগরওয়াল।
গ. বাচেন্দ্রী পাল।
ঘ. রিতা ফারিয়া।
View Answer
২৪) দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস (উত্তরায়ন) ঘটে–
ক. 22 ডিসেম্বর।
খ. 23 সেপ্টেম্বর।
গ. 21 জুন।
ঘ. 21 মার্চ।
View Answer
২৫) ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দেমাতরম গান গাওয়া হয়েছিল-
ক. 1886 সালে।
খ. 1892 সালে।
গ. 1896 সালে।
ঘ. 1904 সালে।
View Answer
এটিও দেখুন : জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ৬