রাজ্যে মৎস্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি জারি, জেনে নিন বিস্তারিত তথ্য। WBPSC Fishery Field Assistant Recruitment 2023

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

WBPSC Fishery Field Assistant Recruitment 2023: রাজ্যের মৎস্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল West Bengal Public Service Commission (WBPSC). আপাতত একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তবে আগামী ২৭.০৯.২০২৩ তারিখে কমিশনের তরফে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যেখানে মোট ৫০ টি শূন্যপদের জন্য এই নিয়োগপ্রক্রিয়া শুরু হবে। পশ্চিমবঙ্গের সকল যোগ্য চাকরিপ্রার্থীরাই এই পদগুলিতে আবেদনের সুযোগ পাবেন। এই প্রতিবেদনের মাধ্যমে কমিশন প্রকাশিত সংক্ষিপ্ত বিজ্ঞপ্তির সারাংশ আপনাদের সম্মুখে তুলে ধরলাম।

নিয়োগকারী সংস্থা West Bengal Public Service Commission
Advertisement no. 10/2023
অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/
মোট শূন্যপদ  ৫০ টি।
আবেদন শুরু ১১.১০.২০২৩
আবেদন শেষ ০১.১১.২০২৩

পদের নাম

FISHERY FIELD ASSISTANT

মোট শূন্যপদ : ৫০ টি। (UR- ১৯ টি, SC- ১০ টি, ST- ৩ টি, OBC- ৯ টি, EWS- ৫ টি, OTH- ৪ টি)

শিক্ষাগত যোগ্যতা : পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে।

বয়স সীমা : পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে।

মাসিক বেতন : পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে।

চাকরির খবর : পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ভাষা অনুবাদক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

আবেদনের পদ্ধতি

আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সুযোগ পাবেন। এর জন্য প্রার্থীদের আগামী ১১.১০.২০২৩ তারিখ থেকে ০১.১১.২০২৩ তারিখ বিকাল ৩ টার মধ্যে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/ -এ গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে অফলাইনে যারা আবেদন ফি প্রদান করবেন, তারা ০২.১১.২০২৩ পর্যন্ত ফি প্রদানের সুযোগ পাবেন। বলে রাখা ভালো, যারা আগে কোনো পরীক্ষার জন্য WBPSC -তে রেজিস্ট্রেশন করেছিলেন, তাদেরকেও পুনরায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অফিশিয়াল ওয়েবসাইট :  Visit Now

এগুলিও পড়ুন :

আরেকটি চাকরির খবর : ৮৪৮৬৬ শূন্যপদ নয়, শূন্যপদ আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে – জেনে নিন বিস্তারিত।

জেনারেল নলেজ : দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? – বিগত বছরের ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now